সৌভিক মুখার্জী, কলকাতা: একটা সময় দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল YES Bank। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ব্যাঙ্কের আলোচনা নিভিয়ে এসেছে। শেয়ার বাজারের ধ্বস, আর্থিক অনিশ্চয়তার কারণে ব্যাঙ্কটি এখন ভরাডুবির মধ্যে। তবে সেই ব্যাঙ্কের ভাগ্য ফেরাতে চলেছে এক আন্তর্জাতিক জাপানি ব্যাঙ্ক।
সূত্রের খবর, জাপানের দ্বিতীয় বৃহত্তম ব্যাঙ্ক Sumitomo Mitsui Banking Corporation (SMBC) এবার ভারতের YES Bank-র 51 শতাংশ শেয়ার কেনার প্রস্তাব দিয়েছে। আর ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে সবুজ সংকেত মিলেছে। হ্যাঁ, এমনটাই দাবি করছে রিপোর্ট।
হঠাৎ YES Bank-র প্রতি এত আগ্রহ কেন?
বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, YES Bank-র বর্তমান বাজারের অবস্থা একটু দুর্বল হলেও গ্রাহকের সংখ্যা এবং দেশের ভেতরে নেটওয়ার্ক বিস্তৃত করায় SMBC ব্যাঙ্কের মতো আন্তর্জাতিক মানের ব্যাঙ্ক বিরাট প্রভাব ফেলবে। এমনকি এই সুযোগ হাতছাড়া করতে চাইছে না SMBC। হ্যাঁ, SMBC একটি নিজেই বিশ্বমানের আর্থিক প্রতিষ্ঠান, যার 40টির বেশি বিদেশে সংস্থা রয়েছে। তারা তাদের নেটওয়ার্ককে আরো শক্তিশালী করতেই YES Bank-র সাথে হাতে হাত মেলাচ্ছে।
বর্তমানে YES Bank-র শেয়ারের অবস্থা কেমন?
হিসাব বলছে, গত একবছর ধরে YES Bank-র শেয়ার 26 শতাংশ পতন হয়েছে। আর গত তিন বছরে এই পতন গিয়ে ঠেকেছে প্রায় 34 শতাংশে। জানা যাচ্ছে, ব্যাঙ্কের ভিতর থেকে বিশ্বাসযোগ্য নেতৃত্বের অভাব এবং বারবার আর্থিক সমস্যার কারণেই এই ব্যাঙ্কের ভরাডুবি অবস্থা। আর এই অবস্থাতেই SMBC-এর মত আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে হাতে হাত মেলানো ব্যাঙ্কটিকে আবারও ভরাডুবি কাটিয়ে উপরে তুলতে পারে।
তবে গত বছর শোনা গিয়েছিল SMBC এবং দুবাইয়ের NBD একসঙ্গে YES Bank-এ বিনিয়োগ করতে চেয়েছিল। কিন্তু সেই সময় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বিদেশিদের 51 শতাংশ শেয়ার কেনার অনুমতিতে লাল সংকেত দিয়েছিল। তাই সেই সময় আলোচনা বেশ কিছুদূর এগুলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়।
বর্তমানে YES Bank-র মালিকানায় কারা রয়েছে?
সূত্র বলছে, বর্তমানে YES Bank-র সবথেকে বড় অংশীদার ভারতীয় স্টেট ব্যাঙ্ক, যার হাতে রয়েছে প্রায় 24 শতাংশ শেয়ার। এছাড়াও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এলআইসি মিলিয়ে আরও 11 শতাংশ শেয়ার ধরে রেখেছে। তবে যদি SMBC 51 শতাংশ শেয়ার কিনতে চায়, তাহলে তারা হয়ে উঠবে এই ব্যাঙ্কটির প্রধান নিয়ন্ত্রক।
আরও পড়ুনঃ ৪ মাসের বকেয়া সহ বর্ধিত DA, কর্মী ও পেনশনভোগীদের জন্য নয়া ঘোষণা সরকারের
গ্রাহকদের উপর কোনও প্রভাব পড়বে?
এবার গ্রাহকদের মনে প্রশ্ন আসতেই পারে যে, তাদের টাকার উপর কি কোনও প্রভাব পড়বে? তবে সাধারণ গ্রাহকদের জন্য খুব একটা প্রভাব পড়বে না বলেই জানিয়েছে YES Bank। কিন্তু যদি ব্যাঙ্কের আর্থিক অবস্থাকে মজবুত করতে পারে এবং ব্যাঙ্কের পরিকাঠামোকে আরও উন্নত করতে পারে, তাহলে ভবিষ্যতে সঞ্চয় ঋণ এবং গ্রাহক পরিষেবার উন্নতি আরও আশা করা যায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |