শ্বেতা মিত্রঃ লক্ষ্মীর ভান্ডার…বাংলার বর্তমান সময়ের এক জনপ্রিয় প্রকল্প। প্রতি মাসে রাজ্য সরকারের তরফে এই প্রকল্পের আওতায় মহিলাদের ১০০০ থেকে শুরু করে ১২০০ টাকা করে দেওয়া হয়। আগে এই টাকার পরিমাণ ছিল ৫০০ এবং ১০০০ টাকা। কিন্তু কয়েক মাস আগেই রাজ্য সরকার ঘোষণা করে যে সাধারণ শ্রেণি মহিলাদের মাসে ১০০০ টাকা এবং পিছিয়ে পড়া কিংবা অনগ্রসর শ্রেণীর মহিলাদের মাসে ১২০০ টাকা করে দেওয়া হবে। সরকারের এহেনও প্রকল্পের জেরে বর্তমান সময়ে উপকৃত হচ্ছেন রাজ্যের লক্ষ লক্ষ মহিলারা। তবে এবার ১০০০ বা ১২০০ টাকা অতীত, ২১০০ টাকা করে দেওয়ার ঘোষণা করা হলো! হ্যাঁ ঠিকই শুনেছেন।
মহিলাদের ২১০০ টাকা দেওয়ার ঘোষণা
না তবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নয়, দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এমন এক ঘোষণা করেছেন যার জেরে চমকে গিয়েছেন সকলে। দিল্লিতে এখন নির্বাচনী আবহাওয়া চলছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে দিল্লির আবহাওয়া এখন উত্তপ্ত হয়ে রয়েছে। এরই মাঝে আম আদমি প্রধান অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছেন যদি তার দল ফের একবার ক্ষমতায় আছে তাহলে মহিলাদের মাসে ২১০০ টাকা করে দেওয়া হবে।
বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রী অতিশির সঙ্গে সাংবাদিক বৈঠক করেন অরবিন্দ কেজরিওয়াল। এসময় কেজরিওয়ালকে জানানো হয়, মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মহিলা সম্মান যোজনা অনুমোদিত হয়েছে। কেজরিওয়াল জানিয়েছেন, ভোটের পর মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১০০ টাকা জমা পড়বে। কবে থেকে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়ে জানিয়ে দিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল।
এদিন থেকে শুরু হবে রেজিস্ট্রেশন
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, শুক্রবার (১৩ ডিসেম্বর) থেকে মহিলা সম্মান যোজনার রেজিস্ট্রেশন শুরু হবে। তবে রয়েছে কিছু শর্ত। যেমন কেজরিওয়াল বলেন, নথিভুক্ত করার জন্য মহিলার বয়স ১৮ বছরের বেশি হতে হবে। কেজরিওয়াল বলেন, এতদিন মহিলাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা দেওয়ার প্রস্তাব থাকলেও এখন মন্ত্রিসভার বৈঠকে মহিলাদের অ্যাকাউন্টে ২১০০ টাকা দেওয়ার প্রস্তাব অনুমোদিত হয়েছে। নির্বাচনের পর মহিলাদের অ্যাকাউন্টে আসবে ২১০০ টাকা।