সৌভিক মুখার্জী, কলকাতায়: বর্তমান সময় দাঁড়িয়ে অধিকাংশ মানুষই নিরাপদ বিনিয়োগের (Investment) বিকল্প খোঁজেন। অনেকে মিউচুয়াল ফান্ড, শেয়ারবাজার বা বিভিন্ন সরকারি স্কিমের দিকে পা বাড়ান। তবে আপনি কি জানেন, এমন একটি অপশন রয়েছে, যা সরকারই চালায় এবং তাতে পিপিএফ বা ব্যাঙ্কের চেয়েও মোটা অঙ্কের রিটার্ন পাওয়া যায়? তাহলে চলুন সেই বিশেষ স্কিম সম্পর্কে বিস্তারিত জেনে নিই।
নিশ্চিত বিনিয়োগে মোটা অঙ্কের রিটার্ন
2003 সালে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অর্থ মন্ত্রকের আওতাধীন একটি স্কিম চালু করে। আর তা হলো RBI Floating Rate Savings Bond 2025। এই স্কিমের নিরাপত্তা নিয়ে কোনও সন্দেহের জায়গা নেই। একেবারে ঝুঁকিমুক্ত বিনিয়োগের বিকল্প এটি। সবথেকে বড় ব্যপার, এখানে বাজারের ওঠানামা টাকার উপর কোনও প্রভাব ফেলে না।
কত রিটার্ন পাওয়া যায় এই স্কিমে?
খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে এই বন্ডে বার্ষিক 8.05% হারে সুদ দেওয়া হয়। আর প্রতি ছয় মাস অন্তর এই স্কিম রিভিউ করা হয়। যেখানে ব্যাঙ্কের এফডিতে 6.5% থেকে 7.25% করমুক্তভাবে সুদ দেওয়া হয় এবং পিপিএফ-এ 7.1% সুদ পাওয়া যায়, সেখানে আরবিআই বন্ডে 8.05% সুদ পাওয়া যাচ্ছে। ফলে অনেকটাই বেশি রিটার্ন দিচ্ছে এই স্কিম।
স্কিমের মেয়াদ কতদিন?
জানিয়ে রাখি, আরবিআই বন্ডের মেয়াদ 7 বছর। আর এর আগে যদি আপনি টাকা তুলে নেন, তাহলে নির্দিষ্ট শর্তে জরিমানাও গুনতে হতে পারে। তবে প্রবীণ নাগরিকদের জন্য রয়েছে বিশেষ ছাড়। জানা যাচ্ছে, 60 থেকে 70 বছর বয়স হলে 6 বছর পর টাকা তুলে নেওয়া যাবে।
এমনকি 70 থেকে 80 বছরের মধ্যে বয়স হলে 5 বছর পর টাকা তুলে নেওয়া যায় এবং 80 বছরের বেশি বয়স হলে 4 বছর পর টাকা তুলে নেওয়া যায়। শুধু তাই নয়, এই স্কিমে থাকছে নমিনির সুবিধা। অর্থাৎ, বিনিয়োগকারীর মৃত্যু হলে বিনিয়োগের সম্পূর্ণ টাকা তার নমিনি ফেরত পাবে।
খাতায়-কলমে হিসাব বুঝে নিন
ধরুন, আপনি আরবিআই বন্ডে একবার 5 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। এবার সাত বছর পর সুদসহ আপনার হাতে আসবে 8.6 লক্ষ টাকা। সেক্ষেত্রে আপনার 3.6 লক্ষ টাকা শুধুমাত্র সুদ থেকেই আয় হবে।
আরও পড়ুনঃ জামাই ষষ্ঠীর আগে কমল সোনার দাম, রুপোও শোনাচ্ছে সুখবর! রইল আজকের রেট
কোথায় গিয়ে বিনিয়োগ করবেন?
আরবিআই বন্ডে বিনিয়োগ করার জন্য আপনি ব্যাঙ্কের শাখা থেকে অফলাইনে আবেদন করতে পারেন। এমনকি অনলাইনে ব্যাঙ্কের পোর্টালের মাধ্যমেও আবেদন করা যায়। তবে হ্যাঁ, আবেদন করার জন্য প্যান কার্ড, আধার কার্ড, এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, একটি বাতিল চেক এবং অ্যাপ্লিকেশন ফর্ম দরকার পড়ে। জেনে রাখা ভালো, এই স্কিমে 1000 টাকা থেকে বিনিয়োগ শুরু হয়।
আজকের দিনে দাঁড়িয়ে বাজারে যেখানে নিরাপদ ও ঝুঁকিমুক্ত বিনিয়োগের বিকল্প খুবই কম, সেখানে আরবিআই বন্ড সেরার সেরা একটি স্কিম। তাই আজই এই স্কিমে বিনিয়োগ করুন এবং সুরক্ষিত করে ফেলুন নিজের ভবিষ্যৎকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |