সৌভিক মুখার্জী, কলকাতা: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কাজের শক্তি কমছে এবং ভবিষ্যৎ কীভাবে সুরক্ষিত থাকবে! আপনার মনেও কি এই সমস্ত চিন্তা ঘোরাফেরা করছে? তাহলে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। আজ জানিয়ে দেবো, দিনে মাত্র 7 টাকা সঞ্চয় করে কীভাবে আপনি 5000 টাকা পর্যন্ত পেনশন (Pension Scheme) পাবেন। আসলে এই সুবিধা দিচ্ছে কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কিম অটল পেনশন যোজনা।
কী এই অটল পেনশন যোজনা?
বেশ কিছু সূত্র বলছে, অটল পেনশন যোজনা মূলত দেশের অসংগঠিত কর্মসংস্থানে যুক্ত মানুষদের ক্ষেত্রে পেনশন দিয়ে থাকে। 2015 সালে এই প্রকল্প চালু হয় এবং এখানে ছোট অঙ্কের টাকা জমা রাখলে 60 বছর পর মোটা অঙ্কের পেনশন পাওয়া যায়। হ্যাঁ, যেমনটা চাকরিজীবী মানুষদের ক্ষেত্রে হয়ে থাকে।
2024-25 অর্থবছরে রেকর্ড সদস্য সংখ্যা
পরিসংখ্যান বলছে, এই স্কিমের প্রতি দিনের পর দিন মানুষের আগ্রহ বাড়ছে। 2024-25 সালে 1.17 কোটি নতুন গ্রাহক এই পেনশন স্কিমে যুক্ত হয়েছেন। জানা যাচ্ছে, বর্তমানে মোট গ্রাহকের সংখ্যা ছুঁয়েছে 7.6 কোটিতে।
পাশাপাশি এই স্কিমের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টে বর্তমানে 44,700 কোটি টাকার বেশি অর্থ রয়েছে। সব থেকে চমক দেওয়ার বিষয় হল, নতুন যুক্ত হওয়া গ্রাহকদের মধ্যে প্রায় 55 শতাংশই মহিলা, যা নারী শক্তির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
কেন এই স্কিমটি জনপ্রিয়?
প্রথমত এখানে মাসে মাত্র 210 টাকা জমালেই 60 বছর পর মাসে 5000 টাকা পেনশন পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার দৈনিক বিনিয়োগ পড়বে মাত্র 7 টাকা। পাশাপাশি এখানে পেনশনের পরিমাণ নির্ধারিত হবে বয়স এবং মাসিক জমার অঙ্ক অনুযায়ী।
এক্ষেত্রে আপনি 1000 টাকা, 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা বা 5000 টাকা মাসিক পেনশন পেতে পারেন। তবে জানিয়ে রাখি, মৃত্যুর পর জীবনসঙ্গী পেনশন পায় এবং দুজনের মৃত্যুর পর সেই টাকার পুরোটাই নমিনিকে ফেরত দিয়ে দেওয়া হয়। সব থেকে বড় ব্যাপার, 80C ধারা অনুযায়ী এখানে কর ছাড়ের সুবিধা পাওয়া যায়।
কারা এই স্কিমে যুক্ত হতে পারবেন?
প্রথমত, এই স্কিমে বিনিয়োগ করতে হলে অবশ্যই বয়স 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। দ্বিতীয়ত, একজন ভারতীয় নাগরিক হতে হবে এবং এই স্কিমে যুক্ত হলে 60 বছর পর্যন্ত আপনাকে মাসিক কিস্তি দিতে হবে।
আরও পড়ুনঃ যোগ রয়েছে নেতাজির, হাওড়া থেকে চলে ভারতের সবথেকে পুরনো ট্রেন, উঠেছেন কোনদিনও?
তাই বর্তমানে দিনের পর দিন যেমন অসংগঠিত ক্ষেত্রের মানুষদের আর্থিক নিরাপত্তা তলানিতে ঠেকছে, সেখানে দাঁড়িয়ে অটল পেনশন যোজনা আশার আলো। মাত্র সামান্য কিছু টাকা বিনিয়োগ করেই ভবিষ্যৎ একদম নিশ্চিত এবং সুরক্ষিত হতে পারে। তাই দেরি না করে আজই এই পেনশন স্কিমে বিনিয়োগ করুন এবং সুরক্ষিত করুন আপনার ভবিষ্যৎকে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |