সৌভিক মুখার্জী, কলকাতা: অর্থনৈতিক নিশ্চয়তা সবারই দরকার হয়। সেই সূত্র ধরে এবার গ্রামে বসবাসকারী মানুষজনদের নিরাপদ এবং লাভজনক ভবিষ্যতের দিশা দেখাচ্ছে ভারতীয় পোস্ট অফিস (Post Office Scheme)। হ্যাঁ, আমরা যে স্কিম নিয়ে কথা বলছি, তা হলো – গ্রাম সুরক্ষা যোজনা।
জানা যাচ্ছে, আপনি যদি প্রতিদিন মাত্র 50 টাকা করে সঞ্চয় করতে পারেন, তাহলে এই স্কিমের মাধ্যমে আপনি পাবেন 35 লক্ষ টাকা। কিন্তু ভাবছেন কীভাবে? পুরোটা জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন।
কী এই গ্রাম সুরক্ষা যোজনা?
খোঁজ নিয়ে জানা গেল, গ্রাম সুরক্ষা যোজনা ভারতীয় পোস্ট অফিসের রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্সের আওতায় চলা একটি জীবন বীমা প্রকল্প। এখানে 19 বছর থেকে 55 বছর বয়সের যেকোনো ভারতীয় নাগরিক বিনিয়োগ করতে পারে। তবে হ্যাঁ, সর্বনিম্ন 10 হাজার টাকা এবং সর্বাধিক 10 লক্ষ টাকা পর্যন্ত বীমা নেওয়া হয় এই স্কিমে।
আর এই স্কিমের সবথেকে গুরুত্বপূর্ণ দিক হলো – এখানে বিনিয়োগকারীরা চাইলে মাসিক, ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক ভিত্তিতে তার প্রিমিয়াম জমা দিতে পারে।
রোজ 50 টাকা জমালেই চিন্তা মুক্ত
ধরুন, আপনি 19 বছর বয়সে এই স্কিমে বিনিয়োগ করলেন। এবার প্রতি মাসে যদি 1515 টাকা, অর্থাৎ দিনে যদি 50 টাকা করে জমাতে পারেন, তাহলে আপনি 55 বছর বয়সে পাবেন 31.6 লক্ষ টাকা। সেই সূত্র ধরে, 58 বছর বয়সে পাবেন 33.4 লক্ষ টাকা এবং 60 বছর বয়সে পাবেন 34.6 লক্ষ টাকা। জানা যাচ্ছে, স্কিমের পূর্ণ মেয়াদ অর্থাৎ 80 বছর বয়স পৌঁছলে, এখান থেকে 35 লক্ষ টাকা মিলবে, তাও বোনাস সহ।
মৃত্যুর পরেও থাকছে নিরাপত্তা
এই স্কিমের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, যদি কোন বীমা গ্রহীতা 80 বছর বয়স পূর্ণ হওয়ার আগেই মারা যান, তাহলে নির্ধারিত সমস্ত টাকা তার নমিনিকে প্রদান করা হবে। অর্থাৎ, বিনিয়োগকারীর অনুপস্থিতিতে তার পরিবার অর্থনৈতিক সুরক্ষা পাবে এই স্কিমের আওতায়।
আরও পড়ুনঃ ফিক্সড ডিপোজিটের থেকে তিনগুণ বেশি সুদ, ব্যাঙ্কের এই স্কিম জানেন না ৯৯% গ্রাহক
মিলছে আরও সুবিধা
জানা যাচ্ছে, এই স্কিমে 5 বছর থেকে বোনাসের সুবিধা মিলবে। এর পাশাপাশি 4 বছর পর থেকে স্কিমের বিপরীতে লোন নেওয়ার সুযোগ থাকছে। শুধু তাই নয়, 3 বছর পর চাইলে পলিসি সারেন্ডার করার সুযোগ পাবেন। এক কথায় এই স্কিমে শুধু বিনিয়োগ নয়, বরং অর্থনৈতিক চাহিদা অনুযায়ী আপনি আপনার সুবিধা মতো সবকিছু পুষিয়ে নিতে পারবেন।
তাই যদি ভবিষ্যতের জন্য আর্থিক নিরাপত্তা দরকার হয় এবং ঝুঁকিমুক্ত কোনও জায়গায় বিনিয়োগ করে নিশ্চিন্তে থাকতে চান, তাহলে পোস্ট অফিসের গ্রাম সুরক্ষা যোজনা হতে পারে আপনার জন্য সেরা বিকল্প। তাই এখনই নিকটবর্তী কোনও পোস্ট অফিসে গিয়ে এই স্কিমে বিনিয়োগ করুন এবং সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎকে।