ফিক্সড ডিপোজিট অতীত, বিরাট সুদ দেয় পোস্ট অফিসের এই স্কিম! ১৫ বছরেই হবেন কোটিপতি

Published on:

This post office scheme offers more than 7 percent interest

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বেসরকারি ব্যাঙ্কগুলির নানান প্রলোভন সত্ত্বেও পোস্ট অফিসের বিভিন্ন স্কিমগুলিতে (Post Office Scheme) বছরের পর বছর ধরে আস্থা রেখেছেন দেশবাসী। মূলত, কম ঝুঁকি ও অতিরিক্ত রিটার্নের জন্য সরকারি প্রতিষ্ঠানটিতে আজও ভরসা রয়েছে বিনিয়োগকারীদের।

তবে অনেকেই হয়তো জানেন না, ভারতীয় পোস্ট অফিসে এমন একটি স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করে 7 শতাংশেরও বেশি সুদ পেতে পারেন আপনি। হ্যাঁ, ভারতীয় পোস্ট অফিসের এই বিশেষ স্কিমটি বিনিয়োগকারীদের জন্য একটি নির্ভরযোগ্য বিনিয়োগ ক্ষেত্র হতে পারে।

পোস্ট অফিসের এই স্কিমে 7 শতাংশেরও বেশি সুদ পাওয়া যায়

জানিয়ে রাখি, ভারতীয় পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা PPF বিনিয়োগকারীদের বার্ষিক 7.1 শতাংশ সুদ দিয়ে থাকে, যা মূলত করমুক্ত। কাজেই উচ্চ করের আওতাধীন একজন বিনিয়োগকারীর জন্য পাবলিক প্রভিডেন্ট ফান্ড বিনিয়োগের একটি অন্যতম সেরা বিকল্প হতে পারে।

তবে এমন অনেকেই রয়েছেন, যাঁরা প্রধানত ফিক্সড ডিপজিটে বিনিয়োগ করতে পছন্দ করেন। সে ক্ষেত্রে অনেকেরই সংশয় রয়েছে, PPF নাকি FD কোথায় বিনিয়োগ করলে আদতে লাভবান হওয়া যায়! চলুন জেনে নিই কাদের জন্য PPF সবচেয়ে সেরা বিকল্প।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

কাদের জন্য PPF সবচেয়ে সেরা বিকল্প?

বলে দি, পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ড মূলত উচ্চ করদাতাদের জন্য একটি বিশেষ বিকল্প হতে পারে। আসলে পোস্ট অফিসের এই বিশেষ স্কিমটি করমুক্ত! অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করার ক্ষেত্রে বিনিয়োগকারীকে আলাদা করে কোনও অতিরিক্ত কর দিতে হবে না। ভারতীয় পোস্ট বলছে, এই প্রকল্পে বিনিয়োগ করলে একজন বিনিয়োগকারী 30 শতাংশ কর বন্ধনীর বাইরে থাকতে পারেন।

উদাহরণ হিসেবে বলা যেতে, যদি একজন বিনিয়োগকারী এই স্কিমে বিনিয়োগ করেন সেক্ষেত্রে দেড় লক্ষ টাকার পার্থক্যের কারণে তিনি 30 শতাংশের কর বন্ধনীর আওতায় চলে আসবেন। অর্থাৎ এই স্কিমে বিনিয়োগ করে করমুক্ত থাকতে পারবেন আপনি।

FD-র থেকে PPF অনেক ভাল!

বেশ কয়েকটি রিপোর্ট খতিয়ে জানা গেল, বিভিন্ন ব্যাঙ্ক ও পোস্ট অফিসের ফিক্সড ডিপোজিটের তুলনায় প্রভিডেন্ট ফান্ড অনেকটাই এগিয়ে। রিপোর্ট বলছে, 7 শতাংশ রিটার্ন প্রদানকারী একটি ফিক্স ডিপোজিট 30 শতাংশ কর বন্ধনীর মাধ্যমে মাত্র 4.9 শতাংশ নেট কর পরবর্তী রিটার্ন দেয়, এদিকে পাবলিক প্রভিডেন্ট ফান্ড 10.14 শতাংশ রিটার্ন দিয়ে থাকে। কাজেই বিনিয়োগকারীর আয় বেশি হলে PPF তাঁর জন্য সেরা বিকল্প।

অবশ্যই পড়ুন: হঠাৎ খাওয়া বন্ধ করে দিলেন বৈভব সূর্যবংশী! ছেলেকে নিয়ে চিন্তায় গোটা পরিবার

PPF-র ক্ষেত্রে এই বিষয়গুলি মাথায় রাখুন

অভিজ্ঞ বিনিয়োগকারীদের মতে, পাবলিক প্রভিডেন্ট ফান্ড সুবিধা জনক হলেও বিনিয়োগকারীদের কর সাশ্রয় কৌশলের অংশ হিসেবে পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ধারা 80C অনুযায়ী, দেড় লক্ষ টাকার বার্ষিক অবদানের সীমা বীমা প্রিমিয়াম এবং গৃহঋণের মূল পরিশোধের মতো অন্যান্য ছাড়ের সঙ্গে বিবেচনা করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, পোস্ট অফিসের পাবলিক প্রভিডেন্ট ফান্ডে যদি কোনও ব্যক্তি লক ইন পিরিয়ডে টাকা রাখেন অর্থাৎ 15 বছরের জন্য টাকা রাখেন সে ক্ষেত্রে তিনি কোটিপতি হতে পারেন। তবে হ্যাঁ, যদি লক ইন পিরিয়ড অর্থাৎ 15 বছরের আগে ধরা যাক 7 বছরের মধ্যে আংশিক টাকা তুলে নেন সে ক্ষেত্রে ওই বিনিয়োগকারী তার মোট অর্থের ওপর 7.1 শতাংশ বার্ষিক সুর হিসেবে রিটার্ন পাবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥