৪ নয়, DA বাড়ল ১২%! দোলের আগেই সুখবর পেলেন সরকারি কর্মীরা

Published on:

Dearness Allowance

শ্বেতা মিত্র, কলকাতা: অবশেষে এসে গেল সেই সুখবর যেটার জন্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলেন রাজ্যের লক্ষ লক্ষ কর্মচারী। আবারও একবার বাড়ল DA বা মহার্ঘ্য ভাতা (Dearness Allowance)। তবে এবার ৪ বা ৫ শতাংশ নয়, এক ধাক্কায় ১২% অবধি বাড়ল ডিএ। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আর সরকারের এহেন সিদ্ধান্তের জেরে উপকৃত হবে নয় নয় করে রাজ্যের ১৭ লক্ষ কর্মী। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

এক ধাক্কায় ১২% DA বাড়ল

আসলে হোলির আগেই সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিল মহারাষ্ট্র সরকার। মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারি সরকার পঞ্চম বেতন কমিশনের অপরিবর্তিত বেতন স্কেলের অধীনে তার কর্মচারীদের মহার্ঘ্য ভাতা ১২ শতাংশ বৃদ্ধি হচ্ছে, সে মর্মে একটি আদেশ জারি করেছে। এই নয়া ডিএ ১ জুলাই, ২০২৪ থেকে কার্যকর হবে। দোলের আগে সরকার কর্মচারীদের কাছে এটা যে বিরাট উপহার তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না।

সরকারি রেজোলিউশন (জিআর) অনুসারে, ডিএ ৪৪৩ শতাংশ থেকে ৪৫৫ শতাংশে সংশোধন করা হয়েছে। এটি ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গ প্রদান করা হবে, যার মধ্যে ১ জুলাই, ২০২৪ থেকে ৩১ জানুয়ারি, ২০২৫ পর্যন্ত বকেয়া অর্থও অন্তর্ভুক্ত রয়েছে। অর্থাৎ ব্যাঙ্কে মোটা টাকা ক্রেডিট হতে চলেছে। রাজ্য অর্থ বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন যে, ডিএ বৃদ্ধির ফলে প্রায় ১৭ লক্ষ কর্মচারী উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

নির্দেশিকা জারি রাজ্যের

সরকারি আদেশে বলা হয়েছে যে সংশোধিত মহার্ঘ্য ভাতার ব্যয় সরকারি কর্মচারীদের জন্য বেতন ও ভাতার সংশ্লিষ্ট খাতের অধীনে বরাদ্দকৃত বাজেটের বিধান থেকে পূরণ করা হবে। অনুদান-সহায়তা প্রতিষ্ঠান এবং জেলা পরিষদের কর্মচারীদের ব্যয় তাদের আর্থিক সহায়তার জন্য নির্দিষ্ট একটি ফর্মুলার অধীনে গণনা করা হবে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ পোস্ট অফিস না ব্যাঙ্কে FD, কোথায় বিনিয়োগ করলে বেশি টাকা পাবেন মহিলারা? জানুন

আসলে, গত বেশ কয়েকদিন ধরে, সরকারি কর্মচারীরা মহার্ঘ্য ভাতা বৃদ্ধির দাবি করে আসছেন। এর জন্য সাংগঠনিক পর্যায়েও প্রচেষ্টা চলছে। এদিকে, বর্তমান মুদ্রাস্ফীতির হারের কথা মাথায় রেখে সরকার ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সরকারি কর্মচারীরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। কর্মীরা খুশি যে সাত মাসের বকেয়া ডিএ এখন ফেব্রুয়ারির বেতনের সাথে অন্তর্ভুক্ত করা হবে।

 

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥