আরও ২% DA বাড়ল রাজ্য সরকারি কর্মীদের, সঙ্গে আরও সুবিধা

Published on:

DA Hike

সৌভিক মুখার্জী, কলকাতা: রাজনীতির ময়দান যখন ভোটের জ্বরে ভুগছে, ঠিক তখনই বিরাট সিদ্ধান্ত নেওয়া হল রাজ্য সরকারি কর্মীদের জন্য। হ্যাঁ, ভোটের ঠিক আগে রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য আবারও 2% মহার্ঘ ভাতা বৃদ্ধির (DA Hike) ঘোষণা করা হলো। জানা যাচ্ছে, এই সিদ্ধান্ত কার্যকর হলে রাজ্যের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে অর্থাৎ 55% ডিএ পাবে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের নেপথ্যে কারণ কী?

জানিয়ে রাখি, শুক্রবার বিহার রাজ্য সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন মোট 69 টি প্রস্তাব অনুমোদন দিয়েছিল রাজ্যের মন্ত্রিসভা। আর এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ হলো ডিএ বৃদ্ধি।

বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 55% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। আর এবার কেন্দ্রীয় হারে বিহার রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান করা হবে। ফলে লাভবান হবে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আর কী কী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার?

ডিএ বৃদ্ধি ছাড়াও রাজ্য সরকারের বৈঠকে এদিন একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমত, শহীদ জওয়ানদের পরিবারকে এককালীন 50 লক্ষ টাকা আর্থিক সহায়তা করা হবে বলে জানানো হয়েছে। দ্বিতীয়ত, রাজ্যের বিভিন্ন এলাকায় 104 টি সাব-স্টেশন নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে।

তৃতীয়ত, ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সোসাইটি গঠনের পরিকল্পনা করা হয়েছে বিহার রাজ্যের তরফ থেকে। চতুর্থত, গয়ার নাম বদলে গয়া-জি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর বিহার সরকারের এই ঘোষণার জেরে একদিকে যেমন সরকারি কর্মচারীরা উপকৃত হবেন, তেমনই সাধারণ মানুষও সুফল লাভ করতে পারবে। পাশাপাশি রাজ্যের সামগ্রিক উন্নয়নও নিশ্চিত।

আরও পড়ুনঃ একধাক্কায় অনেকটাই বাড়ল সোনার দর, ছ্যাঁকা দিচ্ছে রুপোও! আজকের রেট

বাংলার কী অবস্থা?

এদিকে অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। এখানকার রাজ্য সরকারি কর্মচারীরা এখনও ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মাত্র 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছে। আর সপ্তম বেতন কমিশন কবে কার্যকর হবে, তার কোনও নামগন্ধ পাওয়া যাচ্ছে না।

তবে হ্যাঁ, গতকাল পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য এক বিরাট সুখবর সামনে এসেছে। সুপ্রিম কোর্টে এদিন পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলার জয় পেয়েছে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা। সূত্রের খবর, আদালতের নির্দেশ অনুযায়ী, আগামী চার সপ্তাহের মধ্যেই তাদের 25% বকেয়া ডিএ মিটিয়ে যাবে রাজ্য সরকার।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group