সৌভিক মুখার্জী, কলকাতা: যেন গোদের উপর বিষফোঁড়া। দিনের পর দিন জিনিসের দাম একে তো বৃদ্ধি পাচ্ছে, তার উপর আবার সিএনজি এর দাম (CNG Price) বৃদ্ধি! হ্যাঁ ঠিকই শুনেছেন। রাজধানী দিল্লি সহ দেশের একাধিক শহরে আজ কম্প্রেসড ন্যাচারাল গ্যাসের (CNG) দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। সম্প্রতি ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (IGL) ঘোষণা করেছে যে, এবার থেকে সিএনজি কিনতে হলে কেজিতে অতিরিক্ত ১ টাকা বেশি গুনতে হবে। অন্যদিকে নয়ডা, গাজিয়াবাদ সহ অন্যান্য শহরে দাম বেড়েছে ৩ টাকা পর্যন্ত। চলুন দেখে নেওয়া যাক কোথায় কত টাকা দাম বেড়েছে এবং বর্তমানে দর কত দাঁড়িয়েছে।
কোথায় কত টাকা দাম হল?
আইজিএল এর সর্বশেষ মূল্যবৃদ্ধির তথ্য অনুযায়ী, দিল্লিতে এখন সিএনজির দর দাঁড়িয়েছে ৭৬.০৯ টাকা প্রতি কেজি। নয়ডা এবং গাজিয়াবাদে মূল্য বেড়ে দাঁড়িয়েছে একধাক্কায় ৮৪.৭০ টাকা প্রতি কেজি। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, দিল্লির বাজারে গত ২০২৪ এর জুন মাসের পর এই প্রথমবার দাম বাড়ানো হলো।
কেন এই মূল্যবৃদ্ধি?
সিএনজির এই মূল্যবৃদ্ধির মূল কারণ হল, প্রশাসনিক মূল্যে নির্ধারিত গ্যাসের দামে ৪% বৃদ্ধি। হ্যাঁ, সম্প্রতি সরকারের তরফ থেকে এপ্রিল থেকে সেপ্টেম্বর, ২০২৫ পর্যন্ত এপিএম গ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৬.৭৫ মার্কিন ডলার। বছরের প্রথম তিন মাসে এই দাম ছিল মাত্র ৬.৫০ মার্কিন ডলার। আর এই মূল্যবৃদ্ধি কিরিত পারিখ কমিটির সুপারিশ অনুযায়ী করা হয়েছে। যেখানে তৃতীয় বছর থেকে প্রতি বছর ৪% দাম বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। আর সেই প্রস্তাব অনুযায়ী ২০২৩ সাল থেকে ধাপে ধাপে এই মূল্যবৃদ্ধি করা হচ্ছে।
IGL-এর ব্যবসায় প্রভাব
হিসাব বলছে, IGL-এর মোট সিএনজি বিক্রির ৭০% আসে রাজধানীর বাজার থেকে। আর বাকি ৩০% আসে অন্যান্য শহর থেকে। ফলে দিল্লিতে ১ টাকা মূল্যবৃদ্ধি মানে অনেকটাই লাভ। আর এটি ব্যবসায়িক গতিকে আরো বৃদ্ধি করার জন্য কোম্পানির কৌশলগত একটি সিদ্ধান্ত।
এক বিশ্লেষণ সংস্থা আগেই জানিয়েছিল যে, প্রতি কেজিতে ২ টাকা দাম বাড়ানো হলে বর্তমানে মার্জিন ধরে রাখা সম্ভব হবে। আর সেই প্রেক্ষিতে দাম বাড়ানো হলেও শেয়ার বাজারে এখনো IGL-এর শেয়ার আগের সর্বোচ্চ দাম থেকে ৩০% কম দামে লেনদেন চলছে।
গ্রাহকদের উপর চাপ
মূল্যবৃদ্ধি খুব একটা বেশি না হলে হলেও প্রতিদিন যারা নিয়মিত গাড়ি ব্যবহার করেন, তাদের বাজেটে কিছুটা প্রভাব পড়তে পারে। বিশেষ করে গ্যাসচালিত অটো, ট্যাক্সি পরিবহন ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যক্তিদের উপর সরাসরি প্রভাব পড়বে।
আরও পড়ুনঃ রক্তাক্ত শেয়ার বাজার! Nifty ও Sensex এ ১৭% ধস! রইল এর পেছনের ৫ কারণ
বিশেষজ্ঞরা মনে করছে, আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম এবং সরকারের মূল্য নির্ধারণ প্রক্রিয়া নির্ভর করবে আগামী মাসগুলিতে সিএনজির দাম আরো বৃদ্ধি হবে কিনা। তবে আগামী দিনে যে আবারও দাম বাড়বে না, এমন সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |