আজ বিকোচ্ছে এত টাকায়, রইল সোনা রুপোর নতুন দর

Published on:

Today gold and silver price

সৌভিক মুখার্জী, কলকাতা: বিগত কদিন সোনার দাম ওঠা নামা করার পর আজ আবার সোনার বাজার স্থিতিশীল হয়েছে। লখনৌ সহ দেশের বিভিন্ন শহরে আজ সোনার দামে (Today Gold and Silver Price) সেরকম কোনো পরিবর্তন হয়নি। একইসঙ্গে রুপোর দামেও আজ কোন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। যারা সোনা বা রুপোর গয়না বানানোর পরিকল্পনা করছেন, তাদের জন্য আজকের সোনা এবং রুপার সঠিক মূল্য জানিয়ে দেওয়া হল।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আজ ২২ ও ২৪ ক্যারেট সোনার দাম  | Gold Price Today |

আজ অর্থাৎ, ১৬ই ফেব্রুয়ারি ১০ গ্রাম বা ১ ভরি ২২ ক্যারেট সোনা কিনতে গেলে লখনৌতে খরচ পড়বে ৭৯,০৫০/- টাকা এবং ১০০ গ্রাম সোনা কিনতে গেলে লাগবে ৭,৯০,৫০০/- টাকা। গতকালও সোনার দাম একই ছিল অর্থাৎ, বিগত ২৪ ঘন্টায় কোন রকম পরিবর্তন হয়নি।

এর পাশাপাশি আমরা যদি ২৪ ক্যারেট সোনার দিকে তাকাই, তাহলে দেখতে পাব আজ ১০ গ্রাম বা ১ ভরি সোনার দাম রয়েছে ৮৬,২২০/- টাকা এবং ১০০ গ্রাম সোনার দাম রয়েছে ৮,৬২,২০০/- টাকা। গতকালও ২৪ ক্যারেট সোনার দাম একই ছিল।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আজ ১৮ ক্যারেট সোনার দাম

২২ ক্যারেট ২৪ ক্যারেট তো হল। এবার আসি ১৮ ক্যারেট সোনার দামে। যারা হালকা সোনার গয়না কিনতে চান তাদের জন্য ১৮ ক্যারেট ১০ গ্রাম বা ১ ভরি সোনার দাম আজ ৬৪,৯৮০/- টাকা। ১০০ গ্রামের দাম পড়বে ৬,৪৬,৮০০/- টাকা 

আজ রুপোর দাম কত? | Silver Price Today | 

সোনার দামের পাশাপাশি আজ রুপোর বাজারও বেশ স্থিতিশীল রয়েছে। ১০ গ্রাম বা ১ ভরি রুপোর দাম আজ বর্তমানে ১০০৫/- টাকা। ১০০ গ্রাম রুপো কিনতে চাইলে খরচ পড়বে ১০,০৫০/- টাকা এবং ১ কেজি রুপো কিনতে চাইলে আপনার খরচ পড়বে ১,০০,৫০০/- টাকা।

সোনার দামের উপর প্রভাব ফেলে কোন বিষয়গুলি?

সাধারণত সোনার দাম ওঠানামা করার মূল কারণ হল আন্তর্জাতিক বাজারের পরিবর্তন। এছাড়া ডলারের দাম, আমদানি শুল্ক, বিশ্ব বাজারের চাহিদা, দেশীয় বাজারের ওঠানামা ইত্যাদি বিষয়ও সোনার দামের উপর প্রভাব ফেলে। আন্তর্জাতিক বাজারে বর্তমান স্থিতিশীল পরিস্থিতি বজায় থাকায় সোনার দামে কোনরকম পরিবর্তন ২৪ ঘন্টায় দেখা যায়নি। এর পাশাপাশি দেশীয় বাজারেও চাহিদা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে রয়েছে।

আজ ১৬ই ফেব্রুয়ারি, ২০২৫। সোনা এবং রুপোর বাজার স্থিতিশীল রয়েছে। ২২ ক্যারেট, ২৪ ক্যারেট ও ১৮ ক্যারেট সোনার দাম অপরিবর্তিত রয়েছে। তাই যারা সোনা বাঁ রুপো কেনার পরিকল্পনা করছেন তাদের জন্য আজ উপযুক্ত সময়। কারণ পরবর্তী সময়ে দাম বাড়তেও পারে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group