মাধ্যমিকে ৫০% থাকলেই মিলবে ৫০০০০ স্কলারশিপ, দারুণ সুযোগ দিচ্ছে টাটা গ্রুপ

Published on:

tsdpl silver jubilee scholarship

পার্থ সারথি মান্না, কলকাতাঃ রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার ছাত্রছাত্রীদের শিক্ষা যাতে মাঝপথে থেমে না যায় তার জন্য একাধিক বৃত্তি (Scholarship) প্রকল্প চালু করেছে। পঞ্চমশ্রেণী থেকে শুরু করে দ্বাদশ শ্রেণী এমনকি উচ্চশিক্ষার জন্য সরকার ছাড়াও বিভিন্ন প্রাইভেট কোম্পানি থেকে শুরু করে এনজিও এর তরফ থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। আজ এমনই একটি স্কলারশিপ ‘টাটা স্টিল ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড সিলভার জুবলী স্কলারশিপ প্রোগ্রাম’ সম্পর্কে আপনাদের জানাবো।

টিএসডিপিএল সিলভার জুবলী স্কলারশিপ প্রোগ্রাম । TSDPL Silver Jubilee Scholarship Program 2024-25

WhatsApp Community Join Now

টাটা স্টিল ডাউন স্ট্রিম প্রোডাক্টস লিমিটেডের তরফ থেকে ২৫ বছর পূর্তি উপলক্ষে এই স্কলারশিপ প্রদান করা হচ্ছে। যেখানে যোগ্য ছাত্রছাত্রীদের ৫০,০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করা হবে। করা আবেদন করতে পারবে কিভাবে আবেদন করবে সমস্ত তথ্য জানতে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

আবেদনের যোগ্যতাঃ

  • আবেদনকারীকে অবশ্যই জামশেদপুর, কালিঙ্গানাগার, পান্তনগর, ফরিদাবাদ, পুনে, চেন্নাই, তোডা বা কলকাতার বাসিন্দা হতে হবে।
  • আবেদনকারীকে অবশ্যই আইটিআই বা ডিপ্লোমা কোর্স কোনো স্বীকৃত প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকতে হবে।
  • প্রার্থীকে অবশ্যই মাধ্যমিকে ৫০% নাম্বার সহ পাশ করে থাকতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক যায় ৫ লক্ষ টাকার নিচে হতে হবে।
  • টাটা ডাউনস্ট্রিম প্রোডাক্টস লিমিটেড ও বাডি ফর স্টাডি এর কর্মীদের সন্তানেরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
  • শারীরিকভাবে অক্ষম ও অনগ্রসর জাতি বা EWS প্রার্থীদের ক্ষেত্রে প্রাধান্য দেওয়া হবে।

আবেদনের পদ্ধতিঃ

১। যারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে চাইবে তাদের প্রথমেই ‘buddy4study’ ওয়েবসাইটে চলে যেতে হবে। এরপর প্রথমবার ব্যবহার করে থাকলে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তারপর ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে।

২। লগ ইন করার পর TSDPL Silver Jubilee Scholarship Program এর উপর ক্লিক করলেই স্কলারশিপে আবেদনের পক্রিয়া শুরু করা যাবে।

৩। ‘Start Application’ বাটনে ক্লিক করলেই আবেদনের ফর্ম খুলে যাবে। এরপর সেটাকে যথাযথ তথ্য দিয়ে পূরণ করে নিতে হবে। শেষে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে সবটা শুরু থেকে একবার চেকিং করে সাবমিট করে দিতে হবে।

প্রয়োজনীয় ডকুমেন্ট

  • মাধ্যমিকের রেজাল্ট ও সার্টিফিকেট
  • আধার কার্ড / ভোটার কার্ড / ড্রাইভিং লাইসেন্স
  • আইটিআই বা ডিপ্লোমা কোর্স ভর্তি হওয়ার প্রমাণপত্র
  • পারিবারিক আয়ের শংসাপত্র
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টার ডিটেলস
  • কালার পাসপোর্ট ফটো

আবেদনের শেষ তারিখঃ ৩০ শে ডিসেম্বর ২০২৪ 

সঙ্গে থাকুন ➥
X