সৌভিক মুখার্জী, কলকাতা: ইউকো ব্যাঙ্ক (Uco Bank) এবার সরকারের মালিকানা কমানোর পথে হাঁটছে। হ্যাঁ, চলতি অর্থবছরে 270 কোটি টাকার শেয়ার বিক্রি করে ফেলেছে এই ব্যাঙ্ক। সুত্রের খবর, প্রায় 2700 কোটি টাকা তোলার পরিকল্পনা নিয়েছে ব্যাঙ্কটি। আর শেয়ারগুলির ফেস ভ্যলু ধরা হয়েছে 10 টাকা করে। আর এই সিদ্ধান্তের পিছনে মূল উদ্দেশ্য ব্যাঙ্কের শেয়ারের অংশীদারিত্ব সেবির নির্ধারিত সীমা অর্থাৎ 75% এর নিচে নামিয়ে আনা।
ব্যাঙ্কের এমডি এবং সিইও অশ্বিনী কুমার জানিয়েছেন, এই শেয়ার বিক্রির পরিকল্পনা যদি বাস্তবায়ন হয়, তাহলে নিয়ম মেনে কেন্দ্রের অংশীদারিত্ব কমানো সম্ভব হবে। শুধু তাই নয়, তিনি আরও জানান, গত অর্থবছরে কিউআইপি এর মাধ্যমে 2000 কোটি টাকা তোলা হয়েছে। আর এবার আরো বড়সড় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ফলাফল ইতিবাচক..
এদিকে সামান্য পুরনো কাসুন্দি ঘাঁতলে দেখতে পাবো, 2024-25 অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ মাসে ইউকো ব্যাঙ্কের নিট লাভ হয়েছে 665.72 কোটি টাকা। হিসাব বলছে, এটি গত বছরের একই সময়ের তুলনায় 24 শতাংশ বেশি। আগের বছর এই লাভ ছিল 537.86 কোটি টাকা। শুধু তাই নয় নিট অনাদায়ী ঋণের হারও কমেছে। হ্যাঁ, 3.46 শতাংশ থেকে 2.69 শতাংশে নেমে এসেছে। এমনকি ব্যাঙ্কের তিন মাসে আয় ছুঁয়েছে 8136 কোটি টাকায়।
নজরদারি চলছে প্রযুক্তি এবং পরিষেবায়
শুধু ব্যাঙ্কের লাভ নয়, বরং পরিষেবার মানও আরও উন্নত করতে মরিয়া হয়ে পড়েছে এই ব্যাঙ্ক। অশ্বিনী জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি খাতে এবছর 1000 কোটি টাকার বেশি বিনিয়োগ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আর ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ পরিষেবার মাধ্যমে 43টি ব্যাঙ্কিং সুবিধা গ্রাহকদের জন্য চালু করে ফেলা হয়েছে। এমনকি মোবাইল ব্যাঙ্কিং ব্যবহার 100 শতাংশ বৃদ্ধির কথা উঠে এসেছে তার সেই বক্তব্যে।
আরও পড়ুনঃ দিল্লিকে গুঁড়িয়ে শেষমেষ জয়ে ফিরেছে KKR, পয়েন্ট তালিকায় কতটা উন্নতি হল রাহানেদের?
বকেয়া আদায়ে সাফল্য
প্রসঙ্গত জানিয়ে রাখি, 2023-24 অর্থবছরে ইউকো ব্যাঙ্ক বকেয়া ঋণ আদায়য়ের ক্ষেত্রেও বিরাট সাফল্য পেয়েছে। 3000 কোটি টাকার লক্ষ্যমাত্র ছাড়িয়ে তারা এবার আয় করেছে 4429 কোটি টাকা। আর এই অর্থবছরে ব্যাঙ্কের মূল লক্ষ্য 2200 থেকে 2500 কোটি টাকা বকেয়া আদায় করা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |