সৌভিক মুখার্জী, কলকাতা: দেশের বৃহত্তম সরকারি মালিকাধীন UCO ব্যাংক তাদের Qualified Institutional Placement (QIP) প্রক্রিয়ার ইতি টেনেছে। গত বৃহস্পতিবার 27শে মার্চ, ব্যাংকের সূত্র মারফত জানা গিয়েছে, তারা QIP এর মাধ্যমে 2000 কোটি টাকার মূলধন সংগ্রহ করেছে। হ্যাঁ, মূলত লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC) এবং SBI Life Insurance সহ বিভিন্ন NPS ফান্ডের মাধ্যমে তারা এই শেয়ার বিক্রি করেছে বলেই জানা যাচ্ছে।
শেয়ার বিক্রি কীভাবে সম্পন্ন হল?
বেশ কিছু সূত্র খতিয়ে জানা গিয়েছে, ব্যাংকটির মোট শেয়ার বরাদ্দ ছিল 58.36 কোটি। ইসু প্রাইস নির্ধারণ করেছিল 34.27 টাকা প্রতি শেয়ার, যা বাজারের তুলনায় প্রায় 6.5% ছাড়ে চলছিল। তারা QIP লঞ্চ করেছিল গত 24শে মার্চ। ব্যাংক মনে করছে, এই শেয়ার বিক্রির ফলে তাদের পরিশোধিত শেয়ারের মূলধন 11,955 কোটি টাকা থেকে বেড়ে 12,559 কোটি টাকা হবে।
সবচেয়ে বেশি শেয়ার কিনেছে কারা?
হিসাব বলছে, এই QIP-র অধীনে শেয়ার কেনার ক্ষেত্রে সবথেকে বড় বিনিয়োগকারী হয়েছে LIC, যার মোট শেয়ারের পরিমাণ 24.33%। হ্যাঁ ঠিকই শুনেছেন। এছাড়া NPS ট্রাস্টের ফান্ড, ICICI Prudential Life Insurance, SBI Life Insurance ইত্যাদি সংস্থা উল্লেখযোগ্য পরিমাণ শেয়ার কিনেছে। এক নজরে দেখে নিন QIP-র শীর্ষ বিনিয়োগকারীদের তালিকা।
- LIC (Life Insurance Corporation of India) 24.33% শেয়ার কিনেছে
- NPS Trust (National Pension System) 12.53% শেয়ার কিনেছে
- ICICI Prudential Life Insurance n12.17% শেয়ার কিনেছে
- SBI Life Insurance 9.73% শেয়ার কিনেছে
- SBI Pension Fund (State Govt.) 2.43% শেয়ার কিনেছে
- SBI Pension Fund (Tier I) 2.43% শেয়ার কিনেছে
- SBI Pension Fund (Corporate CG) 2.43% শেয়ার কিনেছে
- SBI Pension Fund (Central Govt.) 2.43% শেয়ার কিনেছে
- LIC Pension Fund (State Govt.) 1.67% শেয়ার কিনেছে
- LIC Pension Fund (Central Govt.) 0.76% শেয়ার কিনেছে
- Aditya Birla Sun Life Pension Fund 0.37% শেয়ার কিনেছে
কেন শেয়ার বিক্রি করল UCO ব্যাংক?
খোঁজ নিয়ে জানা গিয়েছে, ভারতের সরকারি ব্যাংকগুলির উপর মিনিমাম পাবলিক শেয়ারহোল্ডিং নিয়ম অনুসরণ করার চাপ দিনের পর দিন বাড়ছে। বর্তমানে ভারত সরকার UCO ব্যাংকের প্রায় 95.39 শতাংশ শেয়ার দখল করে রেখেছে। আর সেই পরিমাণকে কমিয়ে আনতেই QIP-র মাধ্যমে শেয়ার বিক্রির পথে হেঁটেছে UCO ব্যাংক।
শুধু UCO ব্যাংক নয়। ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকও সম্প্রতি 1500 কোটি টাকা সংগ্রহ করেছে QIP-র মাধ্যমে। পাশাপাশি সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়াও এই রাস্তায় তাদের ফান্ড রেইজ করেছে। ফলে পাবলিক শেয়ারহোল্ডারদের অংশগ্রহণ বাড়িয়ে ব্যাংকগুলি চাইছে বাজারের অবস্থান আরো শক্তিশালী করতে।
UCO ব্যাংকের বর্তমান শেয়ার মূল্য ও বাজার পরিস্থিতি
এই QIP ঘোষণার পর UCO ব্যাংকের শেয়ার বৃহস্পতিবার এক ধাক্কায় 2% বৃদ্ধি পেয়ে 36.69 টাকায় পৌঁছেছে। তবে এখনো ব্যাংকের শেয়ার তার বিগত 52 সপ্তাহের সর্বোচ্চ 62 টাকার তুলনায় অনেকটাই নীচে রয়েছে। হিসাব দেখলে বোঝা যাচ্ছে, প্রায় 38% পিছিয়ে রয়েছে বর্তমানে ব্যাংকের শেয়ার।
আরও পড়ুনঃ ইদের দিন ফের চড়ল সোনার দাম, সুখবর দিচ্ছে রুপো! দেখুন আজকের রেট
বেশ কিছু সূত্র বলছে, এই শেয়ার বিক্রির মাধ্যমে UCO ব্যাংক তাদের আর্থিক ভিত্তি আরও মজবুত করবে এবং বাজারে তাদের প্রতিযোগিতামূলক স্থান টিকিয়ে রাখবে। এখন দেখার বিষয়, এই বিনিয়োগ কতটা লাভজনক হয় এবং ব্যাংকের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |