DA না বাড়লেও ভরবে পকেট, চিন্তা মুক্ত হবেন সরকারি কর্মীরা

Published on:

unified pension scheme

প্রীতি পোদ্দার, দিল্লি: চলতি বছর দীপাবলির আগেই কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এক দফা DA বৃদ্ধির কথা ঘোষণা করার কথা ছিল মোদি সরকারের। আর সেই ঘোষণা করা হল কোজাগরী লক্ষ্মী পুজোর দিন। প্রায় একধাক্কায় ৩ শতাংশ বাড়িয়ে দেওয়া হয় DA এর পরিমাণ। এর ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ৫৩ শতাংশ হারে DA পাচ্ছেন। এত দিন তাঁরা ৫০ শতাংশ হারে ডিএ পেতেন। আর এই DA বৃদ্ধির সুখবরের মাঝেই ফের খবরের শিরোনামে উঠে এল নতুন পেনশন স্কিম, ইউনিফায়েড পেনশন স্কিম এর প্রসঙ্গ।

চালু হতে চলেছে ইউনিফায়েড পেনশন স্কিম

WhatsApp Community Join Now

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আগামী বছর থেকেই চালু হতে চলেছে নতুন পেনশন স্কিম। রিপোর্ট অনুযায়ী আগেই জানানো হয়েছিল যে খুব শীঘ্রই চালু হবে নতুন পেনশন স্কিম। এবার সেই পরিকল্পনায় বাস্তবে রূপ নিতে চলেছে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে ১ এপ্রিল থেকে চালু হবে ইউনিফায়েড পেনশন স্কিম। এদিকে সরকারি কর্মীরা আশা করছেন আগামী ২০২৬ সালের ১ জানুয়ারি থেকেই অষ্টম বেতন কমিশন কার্যকর করা হতে পারে। তবে তার আগেই চালু হয়ে যাবে এই নয়া পেনশন প্রকল্প।

জাতীয় পেনশন এবং পুরোনো পেনশন ব্যবস্থা নিয়ে বিতর্ক

এই পেনশন স্কিমের মাধ্যমে উপকৃত হবেন প্রায় ২৩ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী। NPS এর ক্ষেত্রে এই নিশ্চিত পেনশনের সুবিধে ছিল না। এছাড়াও আরও কিছু সুযোগ-সুবিধে পাবেন কর্মীরা যেটা NPS এ ছিল না। বিগত বহুদিন ধরেই জাতীয় পেনশন স্কিম এবং পুরোনো পেনশন ব্যবস্থা নিয়ে দ্বন্দ্ব বিতর্ক হয়েই চলছে দেশ জুড়ে। বহু ক্ষেত্রেই সরকারি কর্মীরা পুরনো ব্যবস্থা চালু করার দাবি করেছে। কত টাকা জমানো হয়েছে, কত বছরে চাকরিতে যোগ দিয়েছেন, কী ধরনের বিনিয়োগ করা হয়েছে, বিনিয়োগ থেকে কত আয় হয়েছে এই সমস্ত বিষয়গুলির উপর নয়া পেনশন প্রকল্প নির্ভর করে। যার ফলে এর কোনও নিশ্চয়তা নেই। কারণ পুরোটাই বাজারের উপর নির্ভর করে। তাই এই আবহে সরকারি কর্মীরা এই স্কিমে ঝুঁকি নিতে নারাজ।

ইউনিফায়েড পেনশন স্কিম এর সুবিধা

এদিকে রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে এই ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে বেসিক স্যালারির গড় ও অবসরের আগে ১২ মাসের প্রাপ্য মহার্ঘভাতা নিশ্চিত পেনশন হিসেবে দেওয়া হবে গ্রাহকদের। অন্যদিকে এই ইউনিফায়েড পেনশন স্কিমের অধীনে পেনশন ফান্ডে এবার থেকে সমস্ত কর্মীকে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ কর্মীদের তাদের বেসিক পে ও DA-র ১০ শতাংশ UPS এ জমা দিতে হবে। অন্যদিকে যেখানে জাতীয় পেনশন স্কিমে সরকারের পক্ষ থেকে কর্মীদের ১৪ শতাংশ বিনিয়োগ দেওয়া হত পেনশন ফান্ডে সেখানে ইউনিফায়েড পেনশন স্কিমে পেনশন ফান্ডে ১৮.৫ শতাংশ অবদান থাকবে সরকারের। অর্থাৎ ইউনিফায়েড পেনশন স্কিমে নিজেদের বিনিয়োগ বাড়াতে চলেছে সরকার।

সঙ্গে থাকুন ➥
X