সৌভিক মুখার্জী, কলকাতা: যারা নিরাপদ এবং লাভজনক বিনিয়োগের রাস্তা খোঁজেন, তাদের তালিকায় ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) অবশ্যই থাকে। কিন্তু যদি ফিক্সড ডিপোজিটের সঙ্গে আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়, তাহলে কেমন হবে? হ্যাঁ, এমনই এক পদক্ষেপ নিয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া।
আসলে তারা একটি নতুন স্কিম চালু করেছে, যার নাম দেওয়া হয়েছে ইউনিয়ন ওয়্যারলেস ডিপোজিট। আর এটি শুধুমাত্র কোনও ফিক্সড ডিপোজিট নয়, বরং অর্থ সঞ্চয়ের পাশাপাশি স্বাস্থ্য বীমা এবং ভবিষ্যৎ নিশ্চয়তারও গ্যারান্টি দেবে।
কী সুবিধা মিলছে এই ফিক্সড ডিপোজিটে?
বেশ কিছু সূত্র খতিয়ে জানা গেল, ইউনিয়ন ব্যাঙ্কের এই নতুন ফিক্সড ডিপোজিট স্কিমটির মেয়াদ 375 দিন। আর এটি একটি রেসিডেন্টিয়াল টার্ম ডিপোজিট স্কিম। সূত্র বলছে, এতে সাধারণ বিনিয়োগকারীরা বছরের 6.75% হারে সুদ পাবে এবং প্রবীণ নাগরিকরা আরও অতিরিক্ত 0.50% হারে সুদ পাবে। ফলে মোট 7.25% সুদের সুবিধা থাকছে।
এমনকি এই ফিক্সড ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা যাবে সর্বনিম্ন 10 লক্ষ টাকা এবং সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত। আর এই স্কিমটিতে রয়েছে প্রিম্যাচিওর ক্লোজার এবং এফডির উপর অতিরিক্ত লোন নেওয়ারও সুবিধা।
মিলবে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা
এই স্কিমের সবথেকে বড় আকর্ষণ হল – এখানে 5 লক্ষ টাকার সুপার টপ-আপ হেলথ ইন্সুরেন্স কভার করা হয়। অর্থাৎ, পুরো মেয়াদের জন্য বা 375 দিনের জন্য আপনি এই কভার পাবেন, যার সঙ্গে যুক্ত থাকছে ক্যাশলেস হসপিটালাইজেশনের সুবিধা। এছাড়াও বিনিয়োগকারীদের জন্য থাকবে RuPay Select ডেবিট কার্ড। আর এর মাধ্যমে মিলবে বিভিন্ন লাইফ স্টাইল বেনিফিট ডিসকাউন্ট এবং এক্সক্লুসিভ সমস্ত অফার।
আরও পড়ুনঃ এক ঘাঁয়েই গুঁড়িয়ে যাবে হাইপারসনিক মিসাইল! এবার ভারতের সাথে S-500 চুক্তির পথে রাশিয়া
কারা এই স্কিমের সুবিধা নিতে পারবে?
বেশ কিছু সূত্র মারফত জানা গেল, যে কোনো ভারতীয় নাগরিক, যাদের বয়স 18 বছর থেকে 75 বছরের মধ্যে, তারা একমাত্র এই স্কিমে বিনিয়োগ করতে পারবে। তবে হ্যাঁ, একক বা যৌথ উভয় অ্যাকাউন্ট খোলা যাবে এই স্কিমে। কিন্তু যৌথ অ্যাকাউন্টে শুধুমাত্র প্রাইমারি অ্যাকাউন্ট হোল্ডার হেলথ ইন্সুরেন্সের সুবিধা পাবে।
তাই যদি নিরাপদ এবং নির্ভরযোগ্য বিনিয়োগের রাস্তা খুঁজে থাকেন এবং যেখানে মিলবে উচ্চ সুদের হার পাশাপাশি হেলথ ইন্সুরেন্স, তাহলে এই স্কিম হতে পারে নিশ্চিন্তে আপনার জন্য সেরা বিকল্প। কারণ এই স্কিমটি একদিকে যেমন নিশ্চিত রিটার্নের সুবিধা দিচ্ছে, তেমন অন্যদিকে স্বাস্থ্য সম্পর্কিত জরুরী সময়ও দিচ্ছে বীমার সুবিধা।