পুজোর আগেই রেলকর্মীদের বোনাস, ২০২৯ কোটি বরাদ্দ করল কেন্দ্র! কত টাকা ঢুকবে পকেটে?

Published on:

bonus for railway workers

প্রীতি পোদ্দার: পুজোর আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা। তাইতো পুজোর আনন্দে মাততে আট থেকে আশি সকলেই উঠে পরে লেগেছে। এদিকে আবার ঢাকে কাঠি পড়ার সঙ্গে সঙ্গে পকেটও ভরতে চলেছে রেলকর্মীদের৷ কারণ পুজোর আগেই মিলতে চলেছে বোনাস। উৎসবের মরশুমে বড় সুখবর রেল কর্মচারীদের জন্য।

‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ প্রদানের প্রস্তাব কেন্দ্রীয় সরকারের!

WhatsApp Community Join Now

জানা গিয়েছে, দুর্গাপুজোয় এবার রেলকর্মীদের বোনাসের কথা ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। গতকাল অর্থাৎ বৃহস্পতিবের, রাতে কেন্দ্রীয় সরকারের তরফে রেলওয়ে কর্মচারীদের ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ প্রদানের বিবৃতি দেওয়া হয়। সেখানে জানানো হয় গতবারের মতো এবারও ৭৮ দিনের বেতনের সমান ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ পাবেন রেলের নন-গেজেটেড কর্মীরা। এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যে ফর্মুলার ভিত্তিতে বোনাস নির্ধারণ করা হয়ে থাকে, সেটার নিরিখে রেলের নন-গেজেটেড কর্মীদের ৭৬ দিনের বেতনের সমান বোনাস দেওয়ার কথা ছিল। তবে রেলকর্মীরা যে ভালো কাজ করেছেন, সেটা বিবেচনা করে ৭৮ দিনের বেতনের সমান ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ প্রদানের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

কারা পাবেন এই ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’?

কেন্দ্রীয় তরফে জানা গিয়েছে এই রেল নন-গেজেটেড কর্মীদের মধ্যে যারা এই ৭৮ দিনের বোনাসের সুযোগ পাচ্ছেন তারা হল লোকো পাইলট, ট্রেনের ম্যানেজার (গার্ড), স্টেশন মাস্টার, ট্র্যাকের রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী, সুপারভাইজার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার এবং রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মচারীরা। সেক্ষেত্রে ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’-কে দুটি ভাগে বিভক্ত করে দেওয়া হবে। অর্থাৎ ৫০ শতাংশ ‘ওয়েটেজ’ প্রদান করা হয় আউটপুট এবং ইনপুটের উপরে। আর বাকি ৫০ শতাংশ ‘ওয়েটেজ’ অপারেটিং রেশিয়োর, যেটি কিনা ১০০ টাকা আয় করতে কত টাকা খরচ হয় রেলের তার উপরে প্রদান করা হয়।

সূত্রের খবর, কেন্দ্রের এই বোনাস পদ্ধতিতে একজন রেলকর্মীর বোনাস বাবাদ সর্বোচ্চ ১৭,৯৫১ টাকা পেতে পারেন। আর এই বোনাসের ভিত্তিতে মোট ২,০২৯ কোটি টাকা খরচ হবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে। তবে এদিন রেল কর্মীদের বোনাস নিয়ে সিদ্ধান্ত হলেও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির বিষয়ে এদিনের বৈঠকে কোনও ঘোষণা করা হয়নি। যদিও শোনা যাচ্ছিল এদিন কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

কেন্দ্রের উদ্যোগে নারাজ রেলওয়ে কর্মচারীরা

কিন্তু কেন্দ্রের এই উদ্যোগে মোটেই খুশি নন একাধিক রেলওয়ে কর্মচারী। ইউনিয়নদের দাবি ষষ্ঠ বেতন কমিশন নয়, সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দেওয়ার দাবি তোলা হল কেন্দ্রের কাছে। গতকাল কেন্দ্রীয় সরকারের তরফে রেলওয়ে কর্মচারীদের ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ প্রদানের ঘোষণা করার পর থেকে সেই দাবি আরও জোরালো হয়ে উঠেছে। ইন্ডিয়ান রেলওয়েজ এমপ্লয়িজ ফেডারেশনের সর্বজিৎ সিং জানিয়েছেন, ‘আমরা প্রতি বছর দশেরার আগে ষষ্ঠ বেতন কমিশনের নিরিখে ন্যূনতম বেসিক স্যালারির ভিত্তিতে প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস পাই। কিন্তু সেটা একেবারেই অন্যায়।’ হিসাব করে দেখা গিয়েছে ষষ্ঠ বেতন কমিশনের পরিবর্তে সপ্তম বেতন কমিশনের ভিত্তিতে বোনাস দিলে রেলওয়ে কর্মচারীদের হাতে বাড়তি ২৮,২০৮ টাকা আসবে।

সঙ্গে থাকুন ➥