Visa-কে পেছনে ফেলে বিশ্বসেরার মুকুট পড়ল UPI! প্রকাশ্যে এল IMF-এর রিপোর্ট

Published on:

UPI

প্রীতি পোদ্দার, কলকাতা: এবার বিশ্বের দরবারে নয়া পালক জুড়ল ভারত। অনলাইন লেনদেনের ক্ষেত্রে Visa কে পিছনে ফেলে এবার শীর্ষে উঠল ভারতের UPI ব্যবস্থা! Growing Retail Digital Payments- শীর্ষক রিপোর্টে বলা হয়েছে, ভারতের মোট ডিজিটাল পেমেন্টের ৮৫ শতাংশ UPI-এর মাধ্যমে হয়। অন্যদিকে বিশ্বের ডিজিটাল পেমেন্টের ৬০ শতাংশই হয় UPI-এর মাধ্যমে। প্রকাশ্যে এল বড় তথ্য।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

IMF-এর রিপোর্টে বড় তথ্য

পরিসংখ্যানের হিসেব অনুযায়ী চলতি বছর জুন মাসে UPI-এর মাধ্যমে মোট ১৮.৩৯ বিলিয়ন লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ছিল প্রায় ২৪ লাখ কোটি টাকা। গত বছর জুন মাসে যেই সংখ্যাটি ছিল ১৩.৮৮ বিলিয়ন। সেক্ষেত্রে তাই বছরে প্রায় ৩২ শতাংশ বৃদ্ধি হয়েছে, যা ভিসার দৈনিক ৬৩৯ মিলিয়ন লেনদেনকেও ছাড়িয়ে গেছে। শুধু তাই নয়, IMF-এর রিপোর্ট অনুযায়ী দৈনিক লেনদেনের নিরিখে ভারতের UPI ছাপিয়ে গিয়েছে Visa-কে। যেখানে UPI-তে দিনে ৬৪ কোটি লেনদেন হয়, সেখানে Visa-তে হয় ৬৩.৯ কোটি।

Visa-কে পিছনে ফেলে এগিয়েছে UPI

সেক্ষেত্রে UPI এর এই অনবদ্য সাফল্য সকলকে চমকে দিয়েছে। আর এই UPI এর সুবিধা শুধু ভারত উপভোগ করে তা নয়, এর সঙ্গে ভারতের বাইরে অন্তত ৭টা দেশে চলে এই ডিজিটাল লেনদেন। আরব আমিরশাহি, সিঙ্গাপুর, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, ফ্রান্স ও মরিশাসে রয়েছে এই সুবিধা। NPCI- এর তরফে ওই প্ল্যাটফর্ম ম্যানেজ করা হয়। এর ফলে ব্যবহারকারীরা নিরাপদে এবং নিজেদের পছন্দ অনুযায়ী অনলাইনে লেনদেন করার সুবিধা পেয়ে থাকে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

আরও পড়ুন: আলিপুর চিড়িয়াখানা থেকে প্রাণী চুরি? ৩২১ বন্য প্রাণ নিখোঁজ হওয়ায় মামলা হাইকোর্টে

অন্যদিকে অর্থনৈতিক বিশেষজ্ঞরা মনে করছে ভারতে UPI এসেছে মাত্র ৯ বছর হয়েছে তাতেই এই সাফল্য এক বৈতিক হয় বলে মনে করা হচ্ছে। এইমুহুর্তে ভারত এখন BRICS গোষ্ঠীর নতুন ছয় সদস্য-সহ মোট ১১টি দেশের মধ্যে UPI- কে একটি অন্যতম পেমেন্ট ব্যবস্থা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করছে। আশা করা হচ্ছে এই লক্ষ্য সফল হলে আন্তঃদেশীয় রেমিট্যান্সে স্বচ্ছতা আসবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রে ভারত প্রযুক্তিনির্ভর নেতৃত্বে নতুন উচ্চতায় পৌঁছাবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group