ATM যাওয়ার দিন শেষ, ফোনে স্ক্যান করলেই মিলবে ক্যাশ! নয়া পরিষেবা আনছে UPI

Published on:

UPI

সৌভিক মুখার্জী, কলকাতা: অনলাইন পেমেন্টের জগতে UPI-র ভূমিকা নতুন করে কিছু বলার অপেক্ষা রাখে না। বিল পরিশোধ থেকে শুরু করে অনলাইন শপিং বা কেনাকাটা, এখন প্রতিটি মানুষের জীবনের সবথেকে অপরিহার্য অংশ হয়ে উঠেছে এই UPI। তবে এবার আরো একধাপ এগোচ্ছে এই পেমেন্ট প্ল্যাটফর্ম। খুব শীঘ্রই শুধুমাত্র ফোনে একটি কিউআর কোড স্ক্যান করে হাতের কাছে নগদে টাকা পাওয়া যাবে এই UPI-র মাধ্যমে। ভাবছেন কীভাবে? জেনে নিন আজকের প্রতিবেদনে।

কীভাবে কাজ করবে এই পরিষেবা?

সম্প্রতি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এই নতুন উদ্যোগের পরিকল্পনা করেছে। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, তারা ইতিমধ্যেই ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের কাছে এই পরিষেবার অনুমতি চেয়ে পাঠিয়েছে। পরিকল্পনামাফিক, দেশের বিভিন্ন জায়গায় থাকা বিজনেস করেসপন্ডেন্টস অর্থাৎ ছোট ছোট দোকানদার বা পরিষেবা কেন্দ্রগুলির কাছে একটি বিশেষ কিউআর কোড থাকবে। আর গ্রাহকরা সেই কোড স্ক্যান করলে নির্দিষ্ট পরিমাণ টাকা সরাসরি গ্রাহকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে। এরপর সেই টাকা বিজনেস করেসপন্ডেন্টসের অ্যাকাউন্টে জমা পড়বে এবং সে গ্রাহককে সমপরিমাণ নগদ অর্থ ফেরত দেবে। অর্থাৎ, ব্যাঙ্কে বা এটিএমে যাওয়ার ঝামেলা এবার দূর হবে।

বিজনেস করেসপন্ডেন্টস আসলে কারা?

আসলে এরা হলেন ব্যাঙ্কের এক্সটেনশন হিসেবে কাজ করা ছোট ছোট পরিষেবা কেন্দ্র বা ব্যক্তি, যারা সাধারণত দূরবর্তী কোমও জায়গা বা ব্যাঙ্কবিহীন এলাকায় পরিষেবা দেয়। তাঁরা গ্রাহকদের কাছে ব্যাঙ্কের নানারকম পরিষেবা পৌঁছে দেয়। বর্তমানে দেশে প্রায় 20 লক্ষেরও বেশি এই বিজনেস করেসপন্ডেন্টস কর্মী রয়েছে। পরিকল্পনা অনুযায়ী, তাদের মাধ্যমেই এবার এই নতুন UPI ক্যাশ উইথড্রল সুবিধা চালু হবে।

এখন কী কী সুযোগ রয়েছে?

প্রসঙ্গত, বর্তমানে গ্রাহকরা এই বিজনেস করেসপন্ডেন্সদের কাছ থেকে মাইক্রো এটিএম মেশিনে ডেবিট কার্ড ব্যবহার করে টাকা তুলতে পারে। তবে হ্যাঁ, এই প্রক্রিয়াটি খুব একটা জনপ্রিয় নয়। এছাড়া কিছু কিছু শহরে UPI সক্ষম এটিএম থেকেও কার্ডলেস ক্যাশ উইথড্রল করা যায়। তবে সেখানে কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন শহর অঞ্চলে প্রতি লেনদেনে 1000 টাকা তোলা যায় এবং গ্রামীন এলাকায় সেই সীমা 2000 টাকা পর্যন্ত।

আরও পড়ুনঃ বাতিল হবে গোটা তালিকা! SIR নিয়ে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের

এক কথায় গ্রামীণ এবং ব্যাঙ্কবিহীন এলাকায় নগদ অর্থ পেতে গ্রাহকদের অনেক সময় ঝামেলা পোহাতে হয় বা দীর্ঘ পথ পাড়ি দিতে হয়। তবে নতুন এই পরিষেবা চালু হলে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার মতোই খুব সহজে গ্রাহকদের হাতে নগদ টাকা আসবে, তা বলার অপেক্ষা রাখে না। এমনকি মোবাইল ফোন আর ইন্টারনেট থাকলেই মিলবে এই সুবিধা। তাই এখন শুধু এই পরিষেবা আসার অপেক্ষা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥