UPI দিয়ে কেনাকাটায় মিলবে বিপুল ছাড়! আসছে নয়া সিস্টেম

Published on:

UPI Payment

প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: এই যুগে দাঁড়িয়ে অনলাইন পেমেন্ট (UPI Payment) এখন আট থেকে আশি সকলের কাছেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। তাইতো এখন সামান্য সবজি কেনা থেকে শুরু করে অটোরিকশার ভাড়া মেটানো, এমনকি ৫-১০ টাকার কোনো জিনিস কিনলেও অনেকে UPI পেমেন্ট করে থাকে। তবে এবার UPI ব্যবহারকারীদের জন্য নিয়ে আসা হয়েছে এক দারুণ সুখবর। এখন থেকে কোনো জিনিস কেনার সময় UPI এর মাধ্যমে পেমেন্ট করলেই দামের ক্ষেত্রে মিলবে বিপুল ছাড়। বড় পদক্ষেপ নিচ্ছে কেন্দ্রীয় সরকার।

MDR দিতে হয় গ্রাহকদের

বর্তমানে বিভিন্ন সুবিধা এবং সুবিধাজনক শর্তাবলীর কারণে ক্রেডিট কার্ড ইউজারদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষত, যাদের নিয়মিত ভ্রমণ বা অনলাইন কেনাকাটা করতে হয়, তাদের জন্য ক্রেডিট কার্ড একটি অমূল্য সঙ্গী হতে পারে। কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে মার্চেন্টদের ২-৩% হারে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR দিতে হয়। যা ব্যবসায়ীরা অনেক সময় পণ্যের দামের সাথে যুক্ত করে দেয়, ফলে পরোক্ষভাবে গ্রাহকদেরই তা বহন করতে হয়। যা UPI পেমেন্টের ক্ষেত্রে হয় না।

UPI পেমেন্ট নিয়ে বড় উদ্যোগ

সাধারণত কোনো দ্রব্য কেনার সময় UPI এর মাধ্যমে পেমেন্ট করলে কোনও বড় MDR চার্জ দিতে হয় না। তাই সেক্ষেত্রে ইউপিআই-এর এই ‘শূন্য এমডিআর’-এর সুবিধা সরাসরি গ্রাহকদের কাছে পৌঁছে দিতে এবং দামের ক্ষেত্রে বিপুল ছাড় দিতে ময়দানে নামল কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক। অর্থাৎ কোনো জিনিস যদি ক্রেডিট কার্ডে ১০০ টাকা হয়, সেটি UPI ব্যবহারকারীরা ৯৮ টাকায় পেতে পারেন, অর্থাৎ ২% ছাড় মিলবে। যার দরুন অনেকেই নগদের পরিবর্তে ইউপিআই এর দিকে বেশি ঝুঁকবে।

আরও পড়ুন: এখনও বাড়ি পাননি? নো চিন্তা! আবাস যোজনা নিয়ে বড় সুখবর শোনাল সরকার

ইতিমধ্যেই কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক মন্ত্রক ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া, বিভিন্ন ই-কমার্স সংস্থা, পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা, আর্থিক পরিষেবা বিভাগ (ডিএফএস) এবং উপভোক্তা অধিকার সংগঠনগুলির সাথে এই বিষয়ে আলোচনা করছে। আশা করা যাচ্ছে আগামী জুন মাসে এই বিষয়ে এক চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। অন্যদিকে আগামী ১৬ জুন থেকে ইউপিআই লেনদেনের সময় ৩০ সেকেন্ড থেকে কমিয়ে ১৫ সেকেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে। যার ফলে অনেক সুবিধা হবে গ্রাহকদের।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥