৮% ইন্টারেস্ট! দুর্মূল্যের বাজারে ফিক্সড ডিপোজিটে সেরা সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক

Published on:

this bank is offering 8 percent interest in fixed deposit scheme

পার্থ সারথি মান্না, কলকাতাঃ বর্তমানে যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে চলেছে তাতে ভবিষ্যতের জন্য সঞ্চয় যে অত্যাবশ্যক সেটা সকলেই বুঝতে পারছেন। তাই একটা ভালো বিনিয়োগের মাধ্যম খুঁজছেন অনেকেই। আপনিও যদি নিরাপদ ভাবে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পেতে চান তাহলে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) করতে পারেন। আজকের প্রতিবেদনেই এমন একটি ব্যাঙ্কের খোঁজ দেব যেখানে FD তেই ৮% পর্যন্ত সুদ দেওয়া হচ্ছে।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ফিক্সড ডিপোজিটে মিলবে ৮% সুদ

সরকারি ব্যাঙ্কের তুলনায় বেসরকারি ব্যাঙ্কে যে বেশি সুদ পাওয়া যায় এটা কম বেশি সকলেই জানেন। আজ যে ব্যাঙ্কের সম্পর্কে আপনাদের জানাবো সেই হল কর্ণাটক ব্যাঙ্ক। এটি একটি বেসরকারি ব্যাঙ্ক, যেখানে ফিক্সড ডিপোজিট করলে বছরে ৮% পর্যন্ত সুদ পাওয়া যাচ্ছে। যেটা বর্তমানে বাজারের বাকি ব্যাঙ্কের তুলনায় অনেকটা বেশি।

কর্ণাটক ব্যাঙ্কের Fixed Deposit-এ সুদের হার

আপনি নূন্যতম ৭ দিন থেকে সর্বোচ্চ ১০ বছরের জন্য FD করতে পারেন। বিনিয়োগের সময়ের উপর নির্ভর করে কর্ণাটক ব্যাঙ্ক ৩.৫% থেকে ৮% পর্যন্ত সুদ প্রদান করে। যদি ৩ মাসের জন্য বিনিয়োগ করেন তাহলে ৪% সুদ পাওয়া যাবে। তবে ৬ মাসের জন্য বিনিয়োগ করলে ৬.২৫% সুদ পাওয়া যাবে। এছাড়া ১ থেকে ২ বছরের বিনিয়োগের ক্ষেত্রে ৭.২৫% ও ৩৭৫ দিনের জন্য বিনিয়োগ করলে ৭.৫% সুদ পাওয়া যাবে। এই সমস্ত সুদের হার ৬০ বছরের নিচের গ্রাহকদের জন্য প্রযোজ্য।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

তবে আপনি যদি একজন সিনিয়ার সিটিজেন হন তাহলে সমস্ত বিনিয়োগের উপরেই ০.৫০% অতিরিক্ত সুদ পাওয়া যাবে। সেই হিসাবে যদি ৩৭৫ দিনের জন্য বিনিয়োগ করেন তাহলে ৮% সুদ পাওয়া যাবে।

dearness allowance money

প্রি-ম্যাচিওর ফিক্সড ডিপোজিট ভাঙার নিয়ম

যদি কোনো বিশেষ কারণে সময়ের আগেই ফিক্সড ডিপোজিটের টাকা ভুলতে হয় সেক্ষেত্রে যে সুদের হার পাওয়ার কথা ছিল সেটা যেমন পাওয়া যাবে না, তেমনি কিছু টাকা পেনাল্টি হিসাবে কেটে নেওয়া হতে পারে। ২ কোটি টাকার নিচে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ০.৫% সুদ কম দেওয়া হবে। তবে সেটা একটা নির্দিষ্ট সময় পেরোনোর পরে। এই বিষয়ে বিস্তারিত জানার জন্য নিকটবর্তী কর্ণাটক ব্যাঙ্কে যোগাযোগ করতে হবে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group