সহেলি মিত্র, কলকাতাঃ স্কুল পড়ুয়াদের জন্য রইল দারুণ সুখবর। এবার দ্বাদশ শ্রেণী উত্তির্ণদের এক লাফে ৫০,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। সম্প্রতি দ্বাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষার ফলাফল বেরিয়েছে। আর এই পরীক্ষায় পাস করেছে কয়েক লক্ষ পড়ুয়া। এই পড়ুয়াদের মধ্যে অনেকেই আছে যারা আর্থিকভাবে অনেকটাই পিছিয়ে। কলেজের পড়াশোনার খরচ কিংবা আগামী দিনে কত কী খরচ হবে সেই নিয়ে ইতিমধ্যে চিন্তায় পড়েছেন বহু অভিভাবক। কিন্তু চিন্তার দিন শেষ। এর কারণ এখন মেধাবী পড়ুয়াদের ৫০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উত্তরাখণ্ড সরকার। আনা হয়েছে বিশেষ পোর্টালও, যেখানে আবেদন করলে যোগ্যরা পেয়ে যাবে মোটা অঙ্কের টাকা।
পড়ুয়াদের ৫০,০০০ টাকা দেবে সরকার
আসলে এই বিশেষ উদ্যোগটি নেওয়া হয়েছে উত্তরাখণ্ডের সরকারের তরফে। দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় ৮৩ শতাংশের বেশি ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে। এখন উত্তরাখণ্ড সরকার সকলের ওপর টাকার বৃষ্টি করার জন্য তৈরি। সরকারি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে মেধাবী ছাত্রদের জন্য সরকার মুখ্যমন্ত্রী উচ্চ শিক্ষা প্রোৎসাহন ছাত্রবৃত্তি প্রকল্প নিয়ে এসেছে। এই প্রকল্পের অধীনে মেধাবী পড়ুয়ারা দেশের শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে থাকে, তাহলে সরকারের পক্ষ থেকে তাদেরকে ৫০,০০০ টাকা আলাদাভাবে দেওয়া হবে।
কোন কোন কলেজে ভর্তি হলে মিলবে এই সুবিধা?
এখানে জানিয়ে রাখা ভালো, উত্তরাখণ্ড সরকারের নিয়ম অনুযায়ী দেশের শীর্ষ-৫০ NIRF র্যাঙ্কিংয়ে থাকা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ভর্তি হওয়া প্রথম ১০০ পড়ুয়াকেই কিন্তু এই স্কলারশিপ দেওয়া হবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ন্যাশনাল ইনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক (NIRF) দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়, কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করে। এই তালিকার যে শীর্ষ-৫০ শিক্ষাপ্রতিষ্ঠান থাকবে, যদি আপনার সন্তানকে সেগুলোর মধ্যে ভর্তি করা হয় তাহলে সে বৃত্তির জন্য আবেদন করতে পারবে। তবে এই সুবিধা পেতে হলে দ্রুত আবেদন করতে হবে। কারণ প্রথম ১০০ শিক্ষার্থীকেই ৫০,০০০ টাকার শিক্ষাবৃত্তি দেওয়া হবে।
আবেদনের শেষ তারিখ
এখন নিশ্চয়ই ভাবছেন যে আবেদনের শেষ তারিখ কবে? জানা গিয়েছে, শীর্ষ-৫০ NIRF শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত স্নাতক প্রথম বর্ষের ছাত্রদের স্কলারশিপের জন্য ১৫ অক্টোবরের মধ্যে আবেদন ফর্ম জমা দিতে হয়। এর পর ৩১ অক্টোবর প্রশাসনের পক্ষ থেকে যোগ্য ও অযোগ্য ছাত্রদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রশাসনের পক্ষ থেকে স্কলারশিপের অনুমোদন পেলে সাধারণত ছাত্রদের অ্যাকাউন্টে ৩০ নভেম্বরের মধ্যে টাকা এসে যাবে। তবে দেরিও হতে পারে, সেটা নিয়ে প্রস্তুত থাকতে বলা হয়েছে সকলকে।
আরও পড়ুনঃ আবাস যোজনার টাকা নিয়ে মাস্টারস্ট্রোক রাজ্য সরকারের
আবেদন প্রক্রিয়া
এবার আসা যাক এই ৫০,০০০ টাকা পেতে হলে কীভাবে আবেদন করতে হবে সে ব্যাপারে। এই স্কলারশিপের জন্য আবেদনকারীকে Samarth Portal-এ গিয়ে আবেদন করতে হবে। এর জন্যও প্রথমে আপনাকে সামর্থ পোর্টালে রেজিস্ট্রেশন করাতে হবে। আবেদনকারীকে দ্বাদশ শ্রেণীর রোল নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে পারেন। একবার রেজিস্ট্রেশন হলেই আপনি যখনই অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা হবে তখন আপনি অনলাইন আবেদন ফর্ম পূরণ করতে পারেন।