দিনে মাত্র ১২ টাকা! মাথা পিছু খরচের নিরিখে অনেকটাই পিছিয়ে পশ্চিমবঙ্গ, এগিয়ে কোন রাজ্য?

Published on:

indian money

প্রীতি পোদ্দার, কলকাতা: একটা গোটা দেশে এবং গোটা রাজ্যে প্রত্যেকের আর্থিক অবস্থা ভিন্ন হয়। কেউ হয়তো খুব দরিদ্র, আবার কেউ হয়ত ধনী, কেউ বা আবার নিম্ন মধ্যবিত্ত তো কেউ বা আবার উচ্চ মধ্যবিত্ত। কে কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে তা কোন পরিবারের আর্থিক অবস্থা কেমন? পরিবারের সদস্যেরা মাসে কেমন খরচ করছেন, সেটা দেখে জবাব পাওয়া যায়। যে পরিবারের আর্থিক অবস্থা যত ভাল, তার সদস্যেরা প্রতি মাসে খরচ করেন তত বেশি। আর এই মাথা পিছু খরচের নিরিখেই প্রতিবার একটি সমীক্ষা করা হয়। আর এবার সেই সমীক্ষায় দেখা গেল পশ্চিমবঙ্গের (West Bengal) হাল খুবই খারাপ।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গ্রামে মাথাপিছু খরচ অনেক কম পশ্চিমবঙ্গে

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পরিসংখ্যান মন্ত্রক ২০২৩-২৪ এর পারিবারিক খরচের সমীক্ষা প্রকাশ করেছে। আর সেই সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে পশ্চিমবঙ্গে গ্রামাঞ্চলের পরিবারে মাসিক মাথাপিছু খরচ অনেক কমে হয়েছে ৩,৬২০ টাকা। অর্থাৎ মাথাপিছু প্রতি এক জন মানুষ দিনে মাত্র ১২ টাকা খরচ করছেন। অন্যদিকে শহরে খরচের সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ৫,৭৭৫ টাকা। অর্থাৎ শহরের মানুষরা দিনে ১৯ টাকার মতন খরচ করে। অন্যদিকে জাতীয় গড়ের ভিত্তিতে গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক খরচ ৪,১২২ টাকা এবং শহরাঞ্চলে ৬,৯৯৬ টাকা। অর্থাৎ রিপোর্টে স্পষ্ট বোঝা যাচ্ছে যে গ্রাম হোক বা শহর, পশ্চিমবঙ্গের মানুষের মাথাপিছু মাসিক খরচ জাতীয় গড়ের থেকে তুলনামূলকভাবে বেশ কম। এবং এটাই স্পষ্ট যে পশ্চিমবঙ্গের মানুষের আর্থিক অবস্থা জাতীয় গড়ের তুলনায় বেশ খারাপ।

গত বছরের সমীক্ষায় পশ্চিমবঙ্গের নজরকাড়া ফল

সমীক্ষার ভিত্তিতে অর্থনীতিবিদেরা বলছেন, আয়ের ভিত্তিতে নয়, মাথা পিছু খরচের ভিত্তিতেই দারিদ্র থেকে আর্থিক অবস্থার পরিমাপ করা যায়। সেক্ষেত্রে বলা যায় পরিসংখ্যান মন্ত্রকের এই সমীক্ষা তাই জাতীয় গড়ের তুলনায় পিছিয়ে থাকা রাজ্যগুলির জন্য বেশ চিন্তার। গতবার ২০২২-২৩ সালের ‘পারিবারিক কেনাকাটার খরচ সমীক্ষায় দেখা গিয়েছে দেশের গ্রামাঞ্চলে গড়ে মাথা পিছু মাসিক খরচের পরিমাণ ছিল মাত্র ৩৭৭৩ টাকা এবং শহরাঞ্চলে ৬৪৫৯ টাকা। অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গ্রামাঞ্চলে মাসে খরচ ছিল ৩২৩৯ টাকা, শহরে হয়েছিল ৫২৬৭ টাকা।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

যদিও কেন্দ্রীয় পরিসংখ্যান মন্ত্রকের দাবি, দেশে গ্রাম-শহরের এই বৈষম্য আগের তুলনায় কমেছে। ২০১১-১২-তে মাসিক খরচের নিরিখে গ্রাম-শহরের ফারাক ছিল ৮৪ শতাংশ। ২০২৩-২৪-এ তা ৭০ শতাংশে নেমে এসেছে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গ্রামে ও শহরের মানুষের খরচের ফারাক তুলনায় অনেকটাই কম, মাত্র ৫৯.৫ শতাংশ। অন্যদিকে পরিসংখ্যান বলছে, গ্রামাঞ্চলে মাথাপিছু মাসিক খরচে সবথেকে এগিয়ে কেরল। গ্রামে তাঁদের মাথাপিছু মাসিক খরচ প্রায় ৬,৬১১ টাকা। অর্থাৎ কেরলের গ্রামের মানুষ পশ্চিমবঙ্গে শহরের মানুষের তুলনায় বেশি খরচ করেন।

এছাড়াও গ্রানে মাথাপিছু খরচের বেশির তালিকায় কেরল ছাড়াও রয়েছে পঞ্জাব, তামিলনাড়ু, তেলঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, রাজস্থান, মহারাষ্ট্র, গুজরাত। এবং গ্রামের মানুষের মাথাপিছু খরচ জাতীয় গড়ের থেকে কমের তালিকায় পশ্চিমবঙ্গ ছাড়া অসম, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, ওড়িশা, ঝাড়খণ্ড, ছত্তীসগঢ় রয়েছে। তবে গ্রামের দিক থেকে সবথেকে এগিয়ে কেরল। এবং শহরের দিক থেকে এগিয়ে তেলেঙ্গানা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group