আর দু’বার, তারপরেই নয়া বেতন কমিশন! রাজ্যের সরকারি কর্মীদের জন্য DA নিয়ে বড় তথ্য

Published on:

employee dear

শ্বেতা মিত্র, নয়া দিল্লিঃ দীপাবলির মুখে এক ধাক্কায় ৩ শতাংশ ডিএ (Dearness allowance) বৃদ্ধির ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। এতদিন সপ্তম বেতন পে কমিশনের (7th pay commission) আওতায় লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী ৫০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা পেতেন। তবে এবার থেকে সকলে ৫৩ শতাংশ হারে ডিএ পাবেন। সেইসঙ্গে আরও অন্যান্য ভাতা তো আছেই। ফলে বলাই চলে যে উৎসবের আবহে পোয়া বারো হয়েছে সরকারি কর্মীদের। কিন্তু এসবের মাঝে এবার শিরোনামে উঠে এল পরবর্তী বেতন পে কমিশন অর্থাৎ অষ্টম বেতন পে কমিশন।

WhatsApp Community Join Now

জানা গিয়েছে সেদিন হয়তো খুব বেশি দূরে নয় যখন লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মীরা অষ্টম বেতন পে কমিশনের আওতায় বেতন পাবেন। হ্যাঁ ঠিকই শুনেছেন। জানা যাচ্ছে, আর মাত্র দুটি মহার্ঘ ভাতার পর সকলের কপাল নতুন করে খুলে যেতে চলেছে। সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের মধ্যেই নতুন বেতন পে কমিশনের গঠন হয়ে যাবে বলে খবর।

8th pay commission

রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের এক নেতা যা বলেছেন  তা শুনে সকলেরই চোখ কপালে উঠেছে। পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারী কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লিয়জের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন, ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের যে ডিএ বাড়ল, তার ফলে তাঁরা ১৮ কিস্তির মহার্ঘ ভাতা দেওয়া হল। আর দুটি কিস্তির ডিএ পাবেন তাঁরা। আর তারপর ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে।

কবে থেকে লাগু হচ্ছে নতুন পে কমিশন?

বিগত বেশ কিছু সময়ে ধরে অষ্টম বেতন পে কমিশন লাগু করার দাবি জানিয়ে আসছেন সরকারি কর্মীরা। এই নিয়ে দফায় দফায় সরকারকে চিঠিও লিখেছেন অনেকে, কিন্তু সদুত্তর তেমন কিছুই মেলেনি। এদিকে গত বুধবার তাঁদের তিন শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। আর সেই ঘোষণার ফলে ২০২৪ সালের ১ জুলাই থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ।

সঙ্গে থাকুন ➥