DA বৃদ্ধির ঘোষণায় কেন এত দেরি করছে কেন্দ্র? সামনে এল আসল কারণ

Published on:

7th pay commission

শ্বেতা মিত্র, কলকাতা: ডিএ (DA) নিয়ে অপেক্ষা যেন শেষই হতে চাইছে না কেন্দ্রীয় সরকারি কর্মীদের। কবে সরকার ডিএ/ডিআর বৃদ্ধি করবে সেদিকে চাতক পাখির মতো তাকিয়ে রয়েছেন সকলে। এহেন পরিস্থিতিতে সকলের মধ্যে একটা প্রশ্ন বারবার উঁকি দিচ্ছে, আর সেটা হল, ডিএ দিতে বা ঘোষণা করতে এত দেরি কেন হচ্ছে? জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।

DA দিতে কেন এত দেরি হচ্ছে?

কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ্য ভাতা এবং মহার্ঘ্য ত্রাণ বৃদ্ধির সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত প্রায় এক সপ্তাহ পিছিয়ে গেছে। আপনাদের জানিয়ে রাখি যে হোলির আগে ১ কোটিরও বেশি সরকারি কর্মচারী ডিএ বৃদ্ধির সিদ্ধান্তের অপেক্ষায় ছিলেন। এক রিপোর্ট ইঙ্গিত দিচ্ছে যে সরকার যেকোনো সময় এই সিদ্ধান্ত ঘোষণা করতে পারে। তথ্য অনুযায়ী, সরকারি পদ্ধতি এবং আর্থিক অনুমোদনের কারণে এই সিদ্ধান্ত বিলম্বিত হয়েছে

ডিএ কী এবং কারা এটি পায়?

সরকারি কর্মচারীর মূল বেতনের সাথে সরাসরি যুক্ত এই ভাতা বছরে দুবার বৃদ্ধি করা হয়। কর্মচারী এবং পেনশনভোগীদের উপর মুদ্রাস্ফীতির প্রভাব কমাতে সরকার ডিএ সংশোধন করে। এটি বর্তমান কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জীবনযাত্রার ব্যয় সমন্বয় হিসাবে প্রযোজ্য, যদিও বেসরকারি খাতের কর্মচারীরা সাধারণত এটির অধিকারী নন। পাবলিক সেক্টর আন্ডারটেকিং (PSU) তে কর্মরত কর্মচারীরাও মহার্ঘ্য ভাতা পান।

সাধারণত, সরকার হোলির আগে জানুয়ারি-জুন এবং দীপাবলির আগে জুলাই-ডিসেম্বর মাসের জন্য ডিএ বৃদ্ধির ঘোষণা করে। কিন্তু এবার ২০২৫ সালের জানুয়ারি-জুন মাসের জন্য বর্ধিত ভাতা হোলির আগে ঘোষণা করা সম্ভব হয়নি। মনে করা হচ্ছে যে ২ শতাংশ বৃদ্ধি সম্ভব, যার ফলে ডিএ ৫৩ শতাংশ থেকে ৫৫ শতাংশে উন্নীত হবে। জুলাই-ডিসেম্বর ২০২৪ সালের AICPI (সর্বভারতীয় ভোক্তা মূল্য সূচক তথ্য) এর উপর ভিত্তি করে, DA ২% বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আরও পড়ুনঃ মাত্র ২৯৯ টাকায় আনলিমিটেড 5G ডেটা! মিলবে প্রচুর সুবিধাও, ঘোষণা VI-র

এখন ডিএ বৃদ্ধির সিদ্ধান্ত কখন আসবে?

যেহেতু সিদ্ধান্তটি ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে, তাই সরকার সম্ভবত পরবর্তী মন্ত্রিসভার বৈঠকে এটি অনুমোদন করবে, যা আগামী সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার কথা। অনুমোদিত হলে, বর্ধিত ডিএ ২০২৫ সালের জানুয়ারী থেকে কার্যকর হবে এবং কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পাওয়ার পর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাসের বকেয়া বেতনও পেতে পারবেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥