সহেলি মিত্র, কলকাতাঃ আপনার কাছেও কি ২০০ টাকার নোট আছে? তাহলে আপনার জন্য রইল জরুরি খবর। নোটবন্দির স্মৃতি এখনও টাটকা হয়ে রয়েছে দেশবাসীর মধ্যে। ভোর থেকে ব্যাঙ্কের সামনে লাইন দিয়ে দাঁড়ানো, টাকা জমা করা বা বদলানো, সেসব কেউ ভুলতে পারেননি কেউ। ২০০০ ও ৫০০ টাকার নোট রাতারাতি বদল করার ঘোষণা করে সরকার। এরপর নতুন ৫০০, ২০০০ টাকার নোট আসে। পরবর্তীকালে ২০০০ টাকার নোট ফের বাতিল করে দেয় সরকার। যাইহোক, এবার শিরোনামে উঠে এল ২০০ টাকার নোট। শোনা যাচ্ছে, এবার ২০০ টাকার নোটও নাকি বাতিল করে দেবে আরবিআই (RBI)। সত্যিই কি তাই? এই সম্পর্কে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
এবার বাতিল হচ্ছে ২০০ টাকার নোট?
বাজারে থাকা ২০০ টাকার নোট নিয়ে বিশেষ নোটিশ জারি করেছে আরবিআই। আর এবারে আরবিআই যা জানিয়েছে সে সম্পর্কে জানলে আপনার রাতের ঘুম উড়ে যেতে পারে বৈকি। রিজার্ভ ব্যাঙ্ক বলছে যে দুই হাজার টাকার নোটের ওপর নিষেধাজ্ঞার পর দেশজুড়ে ২০০ এবং ৫০০ টাকার জাল নোটের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে সকলকে RBI অতিরিক্ত সতর্কতা অবলম্বন করার সতর্কতা দিয়েছে। জাল নোট দেখতে হুবহু আসল নোটের মতো, যে কারণে মানুষ সহজেই প্রতারিত হচ্ছে। এই নিয়ে দেশজুড়ে নতুন আলোচনা শুরু হয়েছে। স্বাভাবিকভাবেই মানুষ তাদের কাছে থাকা ২০০ টাকার নোট নিয়ে চিন্তিত। তাঁরা দেখছেন, কাছে থাকা ২০০ টাকার নোটগুলি আদৌ আসল কিনা।
আরবিআই-এর এক রিপোর্ট অনুযায়ী, “জাল ২০০ টাকার নোটের সংখ্যা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। ২০১৯-২০ অর্থবর্ষে, ২০০ টাকার ৩১,৯৬৯টি জাল নোট ধরা পড়েছিল, যেখানে ২০১৮-১৯ সালে এই সংখ্যা ছিল ১২,৭২৮টি, যা ১৫১% বৃদ্ধি দেখায়।” যাইহোক, এখন প্রশ্ন উঠছে, এর থেকে মুক্তির উপায় কী?
আরও পড়ুনঃ বিবাহিত হলেই সোনায় সোহাগা! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি মাসে পাবেন ৯২৫০ টাকা
নকল নোট চিনবেন কীভাবে?
দেবনাগরীতে ‘২০০’: মূল নোটে দেবনাগরী লিপিতে ‘২০০’ লেখা আছে।
মহাত্মা গান্ধীর ছবি: নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর একটি স্পষ্ট ছবি মুদ্রিত থাকে।
ক্ষুদ্র অক্ষরে লেখা: নোটে ক্ষুদ্র অক্ষরে ‘RBI’, ‘Bharat’, ‘INDIA’ এবং ‘200’ লেখা আছে।
নোটটিতে একটি নিরাপত্তা থ্রেড থাকে যার উপর ‘ভারত’ এবং ‘আরবিআই’ লেখা থাকে।
অশোক স্তম্ভ: অশোক স্তম্ভের প্রতীকটি নোটের ডানদিকে রয়েছে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |