সৌভিক মুখার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান আবহে বিনিয়োগকারীদের মনে আবারও আশা ফিরছে। হ্যাঁ, শুক্রবার শেয়ার মার্কেটের (Stock Market) পতনের পর আবার সোমবার থেকে তা জায়গায় ফিরে আসতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা। সূত্রের খবর, যুদ্ধবিরতি মেনে চললে আবারো বাজার ঊর্ধ্বগতিতে ঠেকতে পারে। আর এই অবস্থায় অ্যাক্সিস সিকিউরিটিজ এমন পাঁচটি স্টকের নাম বলেছে, যেগুলি আগামী 15 দিনে মোটা অঙ্কের রিটার্ন দিতে পারে। চলুন জেনে নেওয়া যাক, সেই স্টকগুলির তালিকা।
ভারত ইলেকট্রনিক্স লিমিটেড
ডিফেন্স ও অ্যারোস্পেস সেক্টরের জনপ্রিয় কোম্পানি ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের শেয়ারের মূল্য বর্তমানে 315.85 টাকায় ট্রেড করছে। বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, 315 টাকায় এই শেয়ার কিনলে মোটা অংকের লাভের সম্ভাবনা আছে। এই শেয়ারের টার্গেট প্রাইস ধরা হচ্ছে 335 টাকা এবং স্টপ লস 308 টাকা। সরকার প্রতিরক্ষা খাতে যে হারে বরাদ্দ দিনের পর দিন বাড়াচ্ছে, তাতে এই শেয়ারের লাভের সম্ভাবনা প্রবল।
SRF লিমিটেড
কেমিক্যাল এবং স্পেশালিটি প্রোডাক্ট প্রস্তুতকারী এই সংস্থাটি বর্তমানে 3004.30 টাকায় ট্রেড করছে। বিনিয়োগের জন্য এই শেয়ারটি 3014 টাকার আশেপাশে কেনার পরামর্শ দেওয়া হচ্ছে, যেখানে টার্গেট ধরা হয়েছে 3100 টাকা এবং স্টপ লস 2955 টাকা। গ্লোবাল সাপ্লাই চেইন স্থিতিশীল হলে SRF লিমিটেডের শেয়ার লাভবান করতে পারে।
Divi’s Laboratories
বিখ্যাত ফার্মা কোম্পানি Divi’s Laboratories-র ট্রেড আগামী কয়েকদিন দারুন লাভ দিতে পারে বলে মনে করা হচ্ছে। 160 থেকে 190 টাকার রেঞ্জে এই শেয়ারটি কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এমনকি টার্গেট প্রাইস ধরে রাখা হয়েছে 440 টাকা এবং স্টপ লস 120 টাকা। কোভিড পরবর্তী সময়ে ফার্মা সেক্টরের স্থিতিশীলতা এবং চাহিদা থাকার কারণে এই শেয়ারটি মোটা অঙ্কের রিটার্ন দিতে পারে।
ব্যাঙ্ক অফ বরোদা
ব্যাঙ্কিং সেক্টর ধীরে ধীরে পুনরুদ্ধার এবং সুদের হারের স্থিতিশীলতার ফলে ব্যাঙ্ক অফ বরোদার শেয়ারটি মোটা অঙ্কের রিটার্ন দিতে পারে বলে মনে করা হচ্ছে। 6 থেকে 7 টাকার রেঞ্জে এই শেয়ারটি কেনার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে স্টপ লস 3.50 টাকা এবং টার্গেট প্রাইস ধরতে হবে 21.50 টাকা।
DLF লিমিটেড
রিয়েল এসেস্ট সেক্টরের এই বড় কোম্পানিটির শেয়ারের পতনের সম্ভাবনা থাকার ফলে পুট অপশনে ভালো লাভ দিতে পারে। 22 থেকে 27 টাকা রেঞ্জে এই শেয়ারটি কেনার পরামর্শ দিয়েছে বাজার বিশেষজ্ঞরা। এমনকি টার্গেট প্রাইস ধরা হয়েছে 51.25 টাকা এবং স্টপ প্লাস 18 টাকা। যদি বাজারে কিছুটা সংশোধন আসে, তাহলে এই ট্রেডে শেয়ারটি ভালো রিটার্ন দিতে পারে।
বিনিয়োগকারীদের প্রতি পরামর্শ
শেয়ারবাজার বরাবরই চাঞ্চল্যকর থাকে। তবে সাম্প্রতিক রাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতি আরও উদ্বেগ সৃষ্টি করেছে। তবে যুদ্ধবিরতির ঘোষণা নতুন করে আশার আলো যোগাচ্ছে। সেই সূত্র ধরে এই শেয়ারগুলি ভালো অঙ্কের রিটার্ন দিতে পারে। তবে সবসময় মনে রাখবেন, শেয়ারবাজারে বিনিয়োগ করা মানেই আর্থিক ঝুঁকি। আমরা শুধুমাত্র বাজার পরিস্থিতি সম্পর্কে কিছু টিপস দিয়ে থাকি।
আরও পড়ুনঃ ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্কে প্রচুর শূন্যপদে চাকরি, গ্রাজুয়েশন হলেই করা যাবে আবেদন
বিনিয়োগ করার জন্য আমরা কাউকে জোর করি না। বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার নিজের ফিনান্সিয়াল কন্ডিশন দেখে সিদ্ধান্ত নেবেন এবং বাজার পরিস্থিতি বুঝবেন। বিনিয়োগ করে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood Bangla কোনরকম দায়বদ্ধতা নেবে না। তবে বাজারের হালচাল জানার জন্য অবশ্যই ফলো করতে পারেন India Hood Bangla-কে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |