UPI পেমেন্টের জন্য গুনতে হবে অতিরিক্ত চার্জ? কবে থেকে! জানাল অর্থ মন্ত্রণালয়

Published on:

Will there be any additional charges for UPI payment Finance Ministry has informed

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার থেকে UPI লেনদেনের (UPI Payment) ক্ষেত্রে মোটা অঙ্কের অর্থ চার্জ করবে ভারত সরকার! সম্প্রতি এমন খবরেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। নেট দুনিয়ায় কান পাতলেই শোনা যাচ্ছে, UPI পেমেন্টের ক্ষেত্রে মোটা টাকা চার্জের খবর। তাহলে কি সত্যিই এবার থেকে UPI লেনদেনের ওপর মোটা অঙ্কের চার্জ বসতে চলেছে? আদৌ কি UPI লেনদেনের জন্য বাড়তি খরচ করতে হবে ব্যবহারকারীদের? উত্তর দিয়েছে অর্থ মন্ত্রণালয়।

UPI পেমেন্টের ক্ষেত্রে কি আদৌ চার্জ দিতে হবে?

প্রথমেই বলি, সম্প্রতি ভিসা কার্ড পেমেন্টকে পেছনে ফেলে অনলাইন পেমেন্টের নিরিখে প্রথম স্থান দখল করেছে UPI পেমেন্ট। তবে UPI-এর এই বিরাট অর্জনের মাঝেই উঠে আসছে ভয়ের খবর। নানা মহলে থেকেই শোনা যাচ্ছে, এবার নাকি UPI লেনদেন করতে গেলে অতিরিক্ত খরচ গুনতে হবে!

আদৌ কি এই খবর সত্যি?

সম্প্রতি ভারতের অর্থ মন্ত্রণালয় নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে UPI পেমেন্টের ওপর চার্জ বসানোর খবর নিয়ে বড় বার্তা দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের তরফে জানানো হয়, UPI পেমেন্ট করার জন্য দোকানদার থেকে শুরু করে অন্যান্য ব্যবহারকারীদের অতিরিক্ত অর্থ চার্জ করা হবে?

অবশ্যই পড়ুন: ইস্টবেঙ্গলকে আর আটকে রাখতে পারবে না কেউ, লাল হলুদে আসছেন বাঘা ফুটবলার!

এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন, ভুয়ো ও গুজব। অর্থ মন্ত্রণালয়ের তরফে পরিষ্কার করে বলা হয়েছে, এই ধরনের গুজব থেকে দূরে থাকুন, এমন ভুল তথ্য দিয়ে অযথা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হচ্ছে। সব মিলিয়ে বলাই যায়, আপাতত UPI পেমেন্টের ওপর কোনও রকম অতিরিক্ত চার্জ করছে না ভারত সরকার। তবে আগামী দিনে এই ধরনের নিয়ম চালু হলে তা অবশ্যই অর্থ মন্ত্রণালয়ের তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তাই চারিদিকে উড়ে বেড়ানো UPI সংক্রান্ত ভুয়ো তথ্যগুলি থেকে দূরে থাকুন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥