মহিলারা পাবে সুদ ছাড়া ৫ লক্ষ টাকা লোন, জানেন কেন্দ্রের এই স্কিম সম্পর্কে?

Published on:

Lakhpati Didi Yojana

সৌভিক মুখার্জী, কলকাতা: মহিলাদের স্বনির্ভর করার জন্য কেন্দ্র সরকার একের পর এক প্রকল্প চালু করে চলেছে। আর তারই মধ্যে অন্যতম একটি প্রকল্প হল লাখপতি দিদি যোজনা (Lakhpati Didi Yojana)। এই প্রকল্পের আওতায় মহিলারা সর্বোচ্চ 5 লক্ষ টাকা পর্যন্ত সুদ ছাড়া ঋণ নিতে পারে। তবে কীভাবে আবেদন করবেন, কীভাবেই বা পাবেন এই প্রকল্পের আওতায় লোন? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।

কী এই লাখপতি দিদি যোজনা?

জানিয়ে রাখি, 2023 সালের 15 আগস্ট কেন্দ্র সরকার এই প্রকল্পটি চালু করেছিল। মূল উদ্দেশ্য ছিল, দেশের 3 কোটি মহিলাকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলা। শহর হোক কিংবা গ্রাম, স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত মহিলারা এই প্রকল্পের আওতায় সুবিধা পাবে বলেই জানানো হয়েছিল। এমনকি ঋণের টাকা ব্যবহার করে তাঁরা ব্যবসা শুরু করতে পারবে, দক্ষতা বাড়াতে পারবে এবং সংসারের আর্থিক হাল ধরতে পারবে।

কারা আবেদন করতে পারবে এই প্রকল্পে?

এই প্রকল্পে আবেদন করার জন্য মহিলাদেরকে অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হয়। প্রথমত আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৫০ বছরের মধ্যে। দ্বিতীয়ত, আবেদনকারী মহিলাকে অবশ্যই কোনও স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হতে হবে। তৃতীয়ত, আবেদনকারী মহিলাকে ভারতীয় ভারতীয় নাগরিক হতে হবে এবং পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার মধ্যে হতে হবে।তবে হ্যাঁ, পরিবারের কেউ সরকারি চাকরিতে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে না।

কী কী সুবিধা মিলবে?

এই প্রকল্পে যুক্ত হতে পারলে 1 লক্ষ টাকা থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত সম্পূর্ণ সুদ বিহীন লোন পাওয়া যায়। পাশাপাশি ব্যবসা শুরু করার বা চালানোর জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয়। এমনকি পণ্য বাজারজাতকরণের জন্য সরকার থেকে সহায়তা করা হয়।

কীভাবে আবেদন করবেন?

কেন্দ্র সরকারের এই প্রকল্পে আবেদন করার জন্য আপনি যদি এখনো কোনো স্বনির্ভর গোষ্ঠীর সদস্য না হন, তাহলে অবশ্যই নিকটবর্তী কোনও গ্রামীন উন্নয়ন দপ্তরে যোগাযোগ করে স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হতে হবে। তারপর গোষ্ঠীর মাধ্যমে প্রকল্পের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। সরকারী উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন স্কিল ট্রেনিং দেওয়া হবে। পাশাপাশি নিজের ব্যবসা পরিকল্পনা, ঋণের টাকা কোথায় খরচ করবেন তাও স্পষ্ট জানাতে হবে। এরপর গ্রামীণ উন্নয়ন মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করা যাবে অথবা অফলাইনের মাধ্যমে আপনি স্বনির্ভর গোষ্ঠীর অফিস বা গ্রামীণ উন্নয়ন দপ্তর কিংবা নির্দিষ্ট ব্যাঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন। নথিপত্র যাচাই করার পর সরাসরি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই প্রকল্পে ঋণের টাকা জমা পড়বে।

আরও পড়ুনঃ রোহিণী নক্ষত্রে সিদ্ধি যোগের প্রভাবে ভাগ্যের রেখা জ্বলে উঠবে ৫ রাশির! আজকের রাশিফল, ১৪ সেপ্টেম্বর

কী কী ডকুমেন্ট লাগবে?

এই প্রকল্পে আবেদন করার জন্য অবশ্যই আধার কার্ড, প্যান কার্ড, পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র, রেজিস্টার্ড মোবাইল নম্বর, ব্যবসা শুরু করার পরিকল্পনার কপি, রেশন কার্ড, ব্যাঙ্কের পাসবুকে জেরক্স এবং পাসপোর্ট সাইজের রঙিন ছবি দরকার পড়ে ।

সঙ্গে থাকুন ➥