মাত্র ৩৩৩ টাকা করে জমিয়ে ১৭ লক্ষ টাকা! বাঁচার আলো দেখাচ্ছে পোস্ট অফিসের এই স্কিম

Published on:

you can earn 17 lakh rupees by saving 333 rupees every day in this Post Office Scheme

বিক্রম ব্যানার্জি, কলকাতা: বেশি নয়, মাত্র 333 টাকা করে জমিয়ে মেয়াদ শেষে 17 লক্ষ টাকা, ঘরে তুলতে পারবেন আপনি! হ্যাঁ, বিষয়টা অনেকটা বাচ্চাদের পিগি ব্যাঙ্কের মতোই। তবে, নিয়ম করে এই অল্প অর্থ জমালে নির্দিষ্ট সময়ের মধ্যে বিরাট রিটার্ন পাওয়া যাবে।

কিন্তু কোথায় করবেন বিনিয়োগ? ভাবছেন নিশ্চয়ই? আসলে, অল্প সময়ে কম ঝুঁকিতে অতিরিক্ত রিটার্নের ঠিকানা একটাই তা হল ভারতীয় পোস্ট অফিস। হ্যাঁ, পোস্ট অফিসের এমনই এক স্কিম (Post Office Scheme) রয়েছে যেখানে অল্প অল্প করে বিনিয়োগ করে লাখ থেকে কোটি টাকার মালিক হওয়া যায়। কীভাবে? রইল বিস্তারিত।

বিনিয়োগ করুন পোস্ট অফিসের এই স্কিমে

প্রতিদিন মাত্র 333 টাকা করে জমিয়ে 17 লক্ষ টাকার মালিক হওয়ার আশা পূরণ করবে ভারতীয় পোস্ট অফিসের জনপ্রিয় প্রকল্প বা স্কিম রেকারিং ডিপোজিট। হ্যাঁ, এই RD স্কিমে বিনিয়োগ করেই কপাল খুলতে পারে আপনার। তবে তার আগে রেকারিং ডিপোজিট সম্পর্কে খুব ভালভাবে জেনে নিতে হবে বিনিয়োগকারীদের।

কত টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলা যায়?

ভারতীয় পোস্ট অফিসের ক্ষুদ্র প্রকল্পের মধ্যে রয়েছে রেকারিং ডিপোজিট স্কিম। এই প্রকল্পে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীকে প্রথমে ডাকঘরের এই রেকারিং ডিপোজিট বা RD স্কিমে অ্যাকাউন্ট খুলতে হবে। সে ক্ষেত্রে বলি, একজন ব্যক্তি চাইলেই প্রতিমাসে 100 টাকা করে বিনিয়োগ করে এই রেকারিং ডিপোজিট অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। বলে রাখি, ভারতীয় পোস্ট অফিসের এই RD অ্যাকাউন্টে যৌথ এবং সিঙ্গেল দুই উপায়ে আমানত জমানোর সুযোগ রয়েছে।

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

RD স্কিমে সুদ কত?

ভারতীয় পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম রেকারিং ডিপোজিটে বিনিয়োগ করলে একজন বিনিয়োগকারী 6.7 শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ পেয়ে যাবেন। এই নতুন সুদের হার মূলত 2024 সালের পহেলা জানুয়ারি থেকে কার্যকর হয়েছে। কাজেই মোটা অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রে 6.7 শতাংশ হারে চক্রবৃদ্ধি সুদ মিলিয়ে ভাল পরিমাণ রিটার্ন পেয়ে যাবেন একজন যোগ্য বিনিয়োগকারী। বলা বাহুল্য, রেকারিং ডিপোজিট সহ পোস্ট অফিসের প্রায় সমস্ত স্কিমে বিনিয়োগ সম্পূর্ণ ঝুঁকিমুক্ত।

অবশ্যই পড়ুন: ফের অনেকটাই পতন সোনার দামে, রুপো নিয়েও সুখবর! আজকের রেট

মাত্র 333 টাকা করে জমিয়ে কীভাবে 17 লক্ষ টাকা পাওয়া যাবে?

পোস্ট অফিসের জনপ্রিয় রেকারিং ডিপোজিট স্কিমে যদি কোনও বিনিয়োগকারী প্রতিদিন 333 টাকা করে জমান, সেক্ষেত্রে প্রতি মাসে জমানো অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে 10,000 টাকায়। যেই অর্থের পরিমাণ বছরে হয়ে দাঁড়াবে 1.20 লক্ষ টাকা। অর্থাৎ পাঁচ বছরের মেয়াদে একজন ব্যক্তি সহজেই 6 লক্ষ টাকা জমিয়ে ফেলতে পারবেন। এবার এই পরিমাণ অর্থে যদি 6.7 শতাংশ হারে চক্রবৃদ্ধির সুদ বসানো যায় তবে দেখা যাবে, ওই মোট অর্থে 1,13,659 টাকা যুক্ত হয়ে মোট রাশির পরিমাণ দাঁড়িয়েছে 7,13,659 টাকায়।

বলে রাখি, পোস্ট অফিসের রেকারিং ডিপোজিটের সর্বোচ্চ মেয়াদ মূলত পাঁচ বছরের জন্য হয়ে থাকে। তবে একজন বিনিয়োগকারী চাইলে এই মেয়াদ আরও 5 বছর করে বাড়িয়ে নিতে পারেন। সে ক্ষেত্রে যদি একজন ব্যক্তি মোট 10 বছরের জন্য প্রতিদিন 333 টাকা করে এই RD স্কিমে বিনিয়োগ করেন তবে তাঁর জমানো অর্থের পরিমাণ গিয়ে দাঁড়াবে 12 লক্ষ টাকায়। এর ওপর চক্রবৃদ্ধির সুদ বসিয়ে 10 বছরে মোট অর্থের পরিমাণ হবে 17,08,546 টাকা। ভাবা যায়!

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥