অ্যাকাউন্টে টাকা না থাকলেও ATM থেকে তোলা যাবে প্রয়োজনীয় অর্থ! শিখে নিন পদ্ধতি

Published on:

HDFC ATM Loan

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ব্যাঙ্ক অ্যাকাউন্টে জিরো ব্যালেন্স, তাহলেও ATM থেকে তোলা যাবে প্রয়োজনীয় অর্থ! অবাক হলেন? ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া বা NPCI UPI পেমেন্টের ক্ষেত্রে এক বিশেষ নিয়ম চালু করেছে। যার দরুণ মূলত ক্রেডিট লাইনের মাধ্যমে শূন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকেও মোটা টাকা খরচ করার সুযোগ রয়েছে গ্রাহকদের।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

এবার সেই একই সুবিধা পাওয়া যাবে ATM মেশিনেও। বর্তমানে ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক HDFC গ্রাহকদের জন্য এই বিশেষ সুবিধা চালু করেছে। কিন্তু কীভাবে জিরো ব্যালেন্স নিয়ে ATM থেকে টাকা তুলবেন? জেনে নিন গোটা প্রক্রিয়া ও শর্ত।

ঋণ হিসেবে পাওয়া যাবে অর্থ

ভারতের বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাঙ্ক HDFC তাদের গ্রাহকদের জন্য মূলত ATM থেকেও লোন প্রদানের ব্যবস্থা করেছে। জানা যাচ্ছে, ব্যাঙ্কটি একটি আকর্ষণীয় অফার চালু করেছে, যার দৌলতে মূলত ঋণ হিসেবে ATM থেকে প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন গ্রাহকরা। কীভাবে?

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

প্রথমেই এই কাজটি করুন

HDFC ব্যাঙ্কের গ্রাহক হয়ে থাকলে প্রথমেই আপনাকে পরীক্ষা করে নিতে হবে আপনার অ্যাকাউন্টে HDFC ব্যাঙ্কের পূর্ব অনুমোদিত কোনও লোনের অফার রয়েছে কিনা। এর জন্য প্রথমেই সংশ্লিষ্ট ব্যাঙ্কটির অনলাইন অ্যাপে অথবা ব্যাঙ্কের মেসেজের মাধ্যমে পূর্ব অনুমোদিত লোনের বিষয়টি চেক করতে পারেন। তাছাড়াও গ্রাহক সেবা কেন্দ্রে কল করেও জানা যেতে পারে।

ATM থেকে লোন তোলার নিয়ম

HDFC ব্যাঙ্কের ATM থেকে লোন বাবদ প্রয়োজনীয় অর্থ তুলতে চাইলে প্রথমেই নিকটবর্তী HDFC ATM খুঁজে সেখানে যান। এরপর ATM মেশিন থেকে লোন অপশনটি খুঁজে ক্লিক করুন। পার্সোনাল লোন অপশনে ক্লিক করতেই যাবতীয় বিবরণ সামনে আসবে। এবার সেখান থেকে লোনের পরিমাণ, সুদের হার, EMI, লোনের মেয়াদ সহ যাবতীয় প্রয়োজনীয় তথ্য দেখতে পারবেন। গোটা বিষয়টি মনোযোগ সহকারে পড়ার পর Procceed অপশনে ক্লিক করুন।

এরপর পরবর্তী পৃষ্ঠায় আপনার ব্যক্তিগত তথ্য যেমন ইমেইল আইডি, ঠিকানা, অ্যাকাউন্ট নম্বর লেখা থাকবে। সেখান থেকেই সমস্ত তথ্য যাচাই করে পরবর্তী পৃষ্ঠায় এগিয়ে যেতে হবে। এরপর সামনে আসবে ATM পিনের অপশন। সেখানেই নিজের চার ভিজিটের পিনটি টাইপ করে পরবর্তী পৃষ্ঠায় যান। এরপরই বেছে নেওয়া নির্দিষ্ট পরিমাণ অর্থ কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়ে যাবে।

অবশ্যই পড়ুন: একই দামে Airtel-র থেকে 25 GB ডেটা বেশি দিচ্ছে Jio! মিলছে ভরপুর সুবিধা

ক্রেডিট কার্ড ব্যবহার করেও তোলা যায় অর্থ

HDFC হোক কিংবা অন্য কোনও ব্যাঙ্ক, গ্রাহকের কাছে যদি বিশেষ ক্রেডিট কার্ড থাকে, তবে ওই রঙিন কার্ডটি ব্যবহার করে লোন হিসেবে আপনি প্রয়োজনীয় অর্থ তুলতে পারবেন। তবে এক্ষেত্রে সমস্যা হল, ক্রেডিট কার্ড থেকে টাকা তোলার ক্ষেত্রে প্রথম দিন থেকেই ব্যাঙ্ক ব্যাপক সুদ নেয়। জানিয়ে রাখি, ক্রেডিট কার্ডের ক্ষেত্রে বার্ষিক সুদের হার 36 থেকে 38 শতাংশ।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group