শ্বেতা মিত্র, কলকাতা: পিএফ (PF) অ্যাকাউন্ট ধারকদের জন্য রইল অত্যন্ত জরুরি খবর। আর মাত্র কিছুটা সময়, ব্যস তারপরেই ইউপিআই কিংবা এটিএম থেকে পিএফ-এর টাকা তুলতে সক্ষম হবেন আপনি। এই বিষয়ে গ্রিন সিগন্যাল দিয়ে দিল কেন্দ্র। জুন মাস থেকে পিএফ হোল্ডাররা এটিএম এবং ইউপিআইয়ের মাধ্যমে ১ লক্ষ টাকা তুলতে পারবেন। এ ব্যাপারে প্রায় সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI) এর সুপারিশ অনুমোদন করেছে।
বড় ঘোষণা কেন্দ্রের
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণাকের সচিব সুমিতা দাওরা বলেন, পিএফ হোল্ডাররা সরাসরি ইউপিআই-তে তাদের পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন। যোগ্য হলে, যে কেউ তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা পর্যন্ত তুলতে পারবেন এবং ট্রান্সফারের জন্য আপনার পছন্দের ব্যাঙ্ক অ্যাকাউন্টটি বেছে নিতে পারবেন। কর্মচারী ভবিষ্যনিধি তহবিল সংস্থার (EPFO) সদস্যরা এখন বিদ্যমান অসুস্থতার বিধানের পাশাপাশি আবাসন, শিক্ষা এবং বিবাহের জন্য অর্থ তুলতে পারবেন।
সবথেকে বড় কথা, দাবি প্রক্রিয়াকরণের সময়ও এখন তিন দিনে কমিয়ে আনা হয়েছে, দাওরা বলেন। ৯৫ শতাংশ দাবি স্বয়ংক্রিয়ভাবে করা হয়। এই প্রক্রিয়াটিকে আরও সহজ করার পরিকল্পনা রয়েছে। সাম্প্রতিক সংস্কারগুলি পেনশনভোগীদের জন্যও অনেক সুযোগ-সুবিধা এনেছে। ডিসেম্বর থেকে এখন পর্যন্ত, ৭৮ লক্ষ পেনশনভোগী যেকোনো ব্যাংক শাখা থেকে টাকা তুলতে সফল হয়েছেন। বর্তমানে মোট ৭.৫ কোটি পিএফ হোল্ডার রয়েছেন।
উপকৃত হবেন কয়েক লক্ষ মানুষ
আন্তর্জাতিক শ্রম সংস্থার মতে, ভারতের সামাজিক নিরাপত্তা কভারেজ ২০২১ সালে ২৪.৪% থেকে বেড়ে ২০২৪ সালে ৪৮.৮% হবে। এই বৃদ্ধি বিদ্যমান কেন্দ্রীয় সামাজিক নিরাপত্তা প্রকল্পগুলিকে অন্তর্ভুক্ত করে যা আগে বিবেচনা করা হয়নি। ভারতের জনসংখ্যার ৬৫% (৯২ কোটি মানুষ) কমপক্ষে একটি সামাজিক নিরাপত্তা সুবিধার আওতায় রয়েছে, যার মধ্যে ৪৮.৮% নগদ সুবিধা পাচ্ছেন।
আরও পড়ুনঃ সোনায় সোহাগা! টানা পতন হলুদ ধাতুর দামে, নতুন রেটে স্বস্তিতে মধ্যবিত্তরা, রইল আজকের দর
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সচিব সুমিতা দাওরা বলেন যে পিএফ সদস্যরা শীঘ্রই ইউপিআই এবং এটিএম-এর মাধ্যমে তাদের টাকা তুলতে পারবেন। এই সুবিধাটি সম্ভবত এই বছরের মে মাসের শেষ বা জুনের মধ্যে বাস্তবায়িত হতে পারে। তিনি বলেন, এই সুবিধা চালু হওয়ার সঙ্গে গ্রাহকরা সিস্টেমে এক বড় পরিবর্তন অনুভব করবেন।