বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্যান কার্ড (PAN Card) আছে নিশ্চয়ই! তাহলে তো আয় কর তালিকাতেও নাম রয়েছে আপনার। কিন্তু জানেন কি, এবার থেকে একটা ছোট্ট ভুলের মাসুল গুনতে হবে 10,000 টাকা চুকিয়ে। হ্যাঁ! প্যান কার্ড থেকে থাকলে এই জরিমানা গুনতে হবে কার্ড হোল্ডারদের।
জানিয়ে রাখি, মূলত আয়কর বিভাগ কার্ড ধারকদের কাছ থেকে এই জরিমানা নিচ্ছে। কিন্তু কেন? কোন কারণে এত মোটা অঙ্কের জরিমানা দিতে হবে কার্ড হোল্ডারদের? কারাই বা এই জরিমানা থেকে নিস্তার পাবেন? দেখে নিন।
কাদের গুনতে হবে 10 হাজারের জরিমানা?
বর্তমানে প্যান কার্ড একটি অত্যাবশকীয় ডকুমেন্ট হয়ে দাঁড়িয়েছে। শুধুই যে আয়কর রিটার্ন দাখিলের জন্য প্যান কার্ড ব্যবহার করা হয় তেমনটা নয়, এই মুহূর্তে ব্যাঙ্ক থেকে শুরু করে বিভিন্ন খাতে বিনিয়োগ, সম্পত্তি অথবা ঋণের ক্ষেত্রে এই প্যান কার্ডের প্রয়োজন পড়ে। তবে, অনেক ক্ষেত্রেই অনেকের প্যান কার্ড নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে।
হ্যাঁ, এমন অনেকেই রয়েছেন যাঁরা নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় না করেই দেদার গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন! বলে রাখি, এই কাজ যদি আপনিও করে থাকেন সেক্ষেত্রে হাজার হাজার টাকা জরিমানা গুনতে হবে আপনাকে। কিন্তু কীভাবে বুঝবেন, আপনার প্যান কার্ড নিষ্ক্রিয় নাকি সক্রিয়? জেনে নিন গোটা প্রক্রিয়া।
প্যান কার্ড অ্যাক্টিভ কিনা কীভাবে বুঝবো?
প্যান কার্ড অ্যাক্টিভ নাকি নন অ্যাক্টিভ তা জানতে হলে প্রথমেই আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে পৌঁছতে হবে। এরপর হোম পেজের নিচে থাকা কুইক লিঙ্ক অপশনে ক্লিক করে ভেরিফাই ইওর প্যান বিকল্পে প্রবেশ করতে হবে। পরবর্তীতে নিজের প্যান নম্বর, জন্ম তারিখ, পদবি সহ নাম, আধার ও প্যান কার্ডের সাথে যুক্ত মোবাইল নম্বর লিখতে হবে। এরপরই পরবর্তী পেজে OTP-র অপশন পাবেন। সেখান থেকেই ওই বিকল্প বেছে নিয়ে ফোনে আসা OTP বসিয়ে আপনার প্যান কার্ডের অবস্থা জানতে পারবেন। অর্থাৎ প্যান কার্ডটি নিষ্ক্রিয় না সক্রিয় তা জানা যাবে।
অবশ্যই পড়ুন: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগেই দুর্বল ইংল্যান্ড! প্রথম টেস্টের দলে নেই চার প্রধান তারকা
কীভাবে নিষ্ক্রিয় প্যান কার্ড সক্রিয় করবেন?
বলে দি, আপনার প্যান কার্ড যদি নিষ্ক্রিয় অবস্থায় পড়ে থাকে, তাহলে সেটিকে পুনরায় সক্রিয় করতে প্রথমে প্যান কার্ডটি আধার কার্ডের সাথে লিঙ্ক করান। ইতিমধ্যেই প্যান কার্ড ও আধার কার্ড লিঙ্ক করা থাকলেও তা বৈধ রয়েছে কিনা একবার যাচাই করে দেখে নিন। তবে আপনার কাছে যদি ডুপ্লিকেট প্যান কার্ড থাকে সেক্ষেত্রে কিন্তু যেকোনও একটি পুরোপুরি বন্ধ করতে হবে। চাইলে NDL অথবা UTIITSL ওয়েবসাইট থেকেও প্যান কার্ড পুনরায় চালু করার আবেদন করতে পারেন।