প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে ৫,০০০ টাকা, পোস্ট অফিসের এই স্কিমে মাসিক আয় নিশ্চিত

Published:

You will earn 5000 rupees every month by investing in this scheme of the post office
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেয়ারবাজার বা স্টক মার্কেটের ঝুঁকি এড়াতে দেশের আমজনতার একমাত্র ভরসা ভারতীয় পোস্ট অফিস (Post Office)। হ্যাঁ, নির্দিষ্ট মেয়াদে ঝুঁকি এড়িয়ে অতিরিক্ত রিটার্নের জন্য আজও দেশবাসীর পছন্দের তালিকায় সগর্বে জায়গা ধরে রেখেছে পোস্ট অফিস।

আর এই আর্থিক প্রতিষ্ঠানটিতেই এমন এমন সব স্কিম রয়েছে যেখানে একবার বিনিয়োগ করলে ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা করতে হবে না। এতো গেল দীর্ঘমেয়াদী প্রকল্পের কথা। ভারতীয় পোস্ট অফিসে এমনও এক স্কিম রয়েছে যেখানে বিনিয়োগ করে প্রতি মাসে 5,000 হাজার টাকা বা তার বেশি অর্থ আয় করা সম্ভব। কীভাবে? কোন স্কিম? রইল বিস্তারিত।

এই স্কিমে মাসিক আয়ের সুযোগ রয়েছে

ভারতীয় পোস্ট অফিসের একটি জনপ্রিয় স্কিম মান্থলি ইনকাম স্কিম বা MIS। এই প্রকল্পের আওতায় লগ্নি করলে প্রতিমাসে মোটা সুদ মাসিক আয় হিসেবে হাতে পান গ্রাহক। বলে রাখি, ভারতীয় পোস্ট অফিসের এই স্কিমে মোট বিনিয়োগের ক্ষেত্রে বার্ষিক 7.4 শতাংশ হারে সুদ পাওয়া যায়। যার কারণে, প্রথম দিন থেকেই এই স্কিমের জনপ্রিয়তা তুমুল।

জানিয়ে রাখি, এই স্কিমে বিনিয়োগ করে প্রতিমাসে মোটা অঙ্কের অর্থ রোজগার করতে পারবেন বিনিয়োগকারী। সেক্ষেত্রে প্রথমেই আপনাকে পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমের জন্য একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সে ক্ষেত্রে কত দিয়ে খোলা যাবে নতুন অ্যাকাউন্ট?

1000 টাকা দিয়েই খোলা যায় MIS অ্যাকাউন্ট

পোস্ট অফিস বলেছে, একজন গ্রাহক চাইলেই মাত্র 1000 টাকা বিনিয়োগ করে MIS বা মান্থলি ইনকাম স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। সেক্ষেত্রে এতে সিঙ্গেল ও জয়েন্ট দুই ধরনের অ্যাকাউন্টেরই বিকল্প রয়েছে। তবে বলে রাখি, মান্থলি ইনকাম স্কিমের জন্য অ্যাকাউন্ট খুলতে হলে জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ তিন জন আমানতের দাবিদার বা অ্যাকাউন্ট হোল্ডার হিসেবে থাকতে পারবেন।

সর্বোচ্চ বিনিয়োগের সীমা

বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা MIS সিঙ্গেল অ্যাকাউন্টে বিনিয়োগের ক্ষেত্রে অ্যাকাউন্টধারীদের জন্য বিনিয়োগের সীমা 9 লক্ষ টাকা। তবে জয়েন্ট অ্যাকাউন্ট থেকে থাকলে সেক্ষেত্রে সর্বোচ্চ তিনজন ব্যক্তি 15 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারবেন।

অবশ্যই পড়ুন: জয় চূড়ান্ত হওয়ার আগেই বিরাট বিপাকে ইস্টবেঙ্গল

কীভাবে প্রতিমাসে 5,000 টাকা আয় করা যাবে?

বলে রাখি, যদি কোনও বিনিয়োগকারী পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিম বা MIS অ্যাকাউন্টে মাত্র 5 বছরের জন্য 5 লক্ষ টাকা বিনিয়োগ করেন। সে ক্ষেত্রে বার্ষিক 7.4 শতাংশ সুদের হারে তিনি প্রতি মাসে 3,084 টাকা করে পাবেন। তবে যদি একজন অ্যাকাউন্ট হোল্ডার পোস্ট অফিসের ওই স্কিমে এককালীন সর্বোচ্চ 9 লক্ষ টাকা জমা করেন তবে তিনি বার্ষিক 7.4 শতাংশ সুদের হিসেবে প্রতিমাসে 5,550 টাকা করে আয় করতে পারবেন। বলা বাহুল্য, মাসিক রোজগার ছাড়াও আপনি ত্রৈমাসিক, অর্ধ বার্ষিক বা বার্ষিক সুদ বাবদ আয় করতে পারেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join