সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমান দিনে সন্তানের ভবিষ্যতের জন্য অনেকেই চিন্তা করেন! স্কুল, কলেজ থেকে শুরু করে কেরিয়ার গঠন, সব জায়গায় অর্থ প্রয়োজন। আর সেই প্রয়োজন মেটাতে সঞ্চয়ই (Savings) একমাত্র ভরসা! তবে যদি বেশি রিটার্ন না পাওয়া যায়, তাহলে সঞ্চয় করে কোনও লাভ নেই। আর ঠিক এই জায়গাতেই খেল দেখাচ্ছে কিছু জনপ্রিয় চাইল্ড কেয়ার মিউচুয়াল ফান্ড, যেখানে মিলছে 20%-এর বেশি সুদ।
শিশুদের জন্যই মিউচুয়াল ফান্ড
অনেকে হয়তো মনে করেন, মিউচুয়াল ফান্ড শুধু বড়দের জন্য। তবে বলে দিই, কিছু কিছু বিশেষ স্কিম রয়েছে, যা শুধুমাত্র শিশুদের জন্যই তৈরি। আর সেখানে অভিভাবক হিসেবে আপনি বিনিয়োগ করতে পারবেন এবং সন্তানের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবেন।
মিলছে 20%-র বেশি রিটার্ন
বাজারে এখনো শিশুদের জন্য এমন কিছু স্কিম রয়েছে, যেগুলি প্রায় 22% রিটার্ন দেওয়া হচ্ছে। হ্যাঁ, ঠিকই পড়েছেন। এগুলোতে একবার বিনিয়োগ করলেই তা মোটা অংকের ফান্ডে পরিণত হবে। তো চলুন সেই ফান্ডগুলো সম্পর্কে একটু জেনে নিই।
HDFC Children’s Gift Fund
HDFC ব্যাঙ্কের এই স্কিমটি দীর্ঘমেয়াদের জন্য একেবারে সেরা বিকল্প। যদি নিয়মিতভাবে বা এককালীন এই ফান্ডে টাকা রাখেন, তাহলে পাঁচ বছর পর আর পিছনে ফিরে তাকাতে হবে না। কারণ এই ফান্ডে বর্তমানে 21.45% রিটার্ন দেওয়া হচ্ছে।
ICICI Prudential Child Care Fund
খোঁজ নিয়ে জানা গেল, এই ফান্ডে বর্তমানে 21% হারে রিটার্ন দেওয়া হচ্ছে। আর এই স্কিমটি ভারসাম্যপূর্ণ ইকুইটিতে বিনিয়োগ করে থাকে। তাই ঝুঁকির সম্ভাবনা অনেকটাই কম। ফলে অভিভাবকদের জন্য এটিও সেরা বিকল্প হতে পারে।
Tata Young Citizens’ Fund
জানা যাচ্ছে, টাটা গোষ্ঠির তরফ থেকে চালু করা এই ফান্ডেও বর্তমানে 21.54% রিটার্ন মিলছে। আর এই ফান্ডটি শিশুদের আর্থিক ভবিষ্যৎ পাকাপোক্তভাবে গড়ে তোলার জন্য একেবারে সেরা বিকল্প। সঠিক পরিকল্পনা, নিয়মিত ইনভেস্টমেন্ট থাকলে এই ফান্ডে বিনিয়োগ করলেও যথেষ্ট লাভ পাওয়া সম্ভব।
UTI Children’s Equity Fund
খোঁজ নিয়ে জানা গেল, এই স্কিম বর্তমানে 20.39% রিটার্ন দিচ্ছে। এটি মূলত ইউটিআই-র ইকুইটিভিত্তিক স্কিম। তাই এটিও মোটা অংকের রিটার্ন দিতে পারে। তবে যেহেতু ইকুইটিতে কিছুটা ঝুঁকি থাকে, তাই বিনিয়োগের আগে অবশ্যই পরামর্শ নিয়ে বিনিয়োগ করা বুদ্ধিমানের কাজ হবে।
আরও পড়ুনঃ মাধ্যমিক পাসে মিলবে ১০,০০০! শুরু হল কেন্দ্রের এই স্কলারশিপে আবেদন
সতর্কতা
দেখুন, মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ মানেই ঝুঁকি। তাই বিনিয়োগ করার আগে অবশ্যই প্রতিটি ফান্ড সম্পর্কে বিস্তারিত পড়ে ও বুঝে নিন। আর বিশেষজ্ঞদের পরামর্শেই বিনিয়োগের পথে হাঁটুন। কারণ আমরা শুধুমাত্র মার্কেট সম্পর্কে কিছু তথ্য দিয়ে থাকি। কাউকে বিনিয়োগ করতে বাধ্য করি না। তাই আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হলে India Hood Bangla কোনোরকম দায়বদ্ধতা নেবেনা।