মাত্র ৫ বছরে মিলবে ৫ লক্ষ টাকা সুদ! সেরা স্কিম নিয়ে এল পোস্ট অফিস

Published:

National Savings Certificate
Follow

সৌভিক মুখার্জী, কলকাতা: আপনিও কি এমন কোনও সঞ্চয়ের রাস্তা খুঁজছেন, যেখানে অর্থ থাকবে সম্পূর্ণ নিরাপদ, আবার মিলবে মোটা অঙ্কার রিটার্ন? তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্য। কারণ, ভারতীয় পোস্ট অফিস চালু করেছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate)। আসলে এই স্কিমটি এখন মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন-মধ্যবিত্ত মানুষদের ভরসার প্রধান জায়গা হয়ে উঠেছে। চলুন দেখে নেওয়া যাক এই স্কিম সম্পর্কে বিস্তারিত তথ্য।

কী এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট?

ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট বা NSC হল ভারতীয় পোস্ট অফিসের একটি স্বল্প মেয়াদী সঞ্চয় প্রকল্প। যারা ঝুঁকিবিহীন বিনিয়োগ করতে চান, তাদের জন্য এটি একেবারে সেরা। কারণ, এখানে মাত্র 1000 টাকা থেকেই বিনিয়োগ করা যায়, আর বিনিয়োগের কোন ঊর্ধ্বসীমা নেই। চাইলে আপনি লক্ষ লক্ষ টাকাও বিনিয়োগ করতে পারেন। 

বর্তমানে কত সুদ দেওয়া হচ্ছে?

খোঁজ নিয়ে জানা গেল, বর্তমানে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিমে বার্ষিক 7.7% হারে সুদ দেওয়া হচ্ছে। এমনকি সবথেকে বড় ব্যাপার, এখানে চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়। অর্থাৎ, আপনি প্রতি বছর সুদ তোলার সুযোগ না পেলেও মেয়াদ শেষে সুদের সুদ মিলিয়ে ফান্ড মোটা অঙ্কের পরিণত হবে।

তবে বলে রাখি, এই প্রকল্পে টাকা বিনিয়োগ করার পরে 5 বছর পর্যন্ত লক-ইন পিরিয়ড রয়েছে। অর্থাৎ, 5 বছর মেয়াদ পূর্ণ না হওয়া পর্যন্ত আপনি টাকা তুলতে পারবেন না। মাঝপথে টাকা তুলে নিলে কোনোরকম সুদের সুবিধা পাবেন না। শুধু আপনার বিনিয়োগের মূলধন টুকুই ফেরত পাবেন। 

5 বছরে কত রিটার্ন পাওয়া যাবে?

ধরুন, আপনি এই স্কিমে একবারে 11 লক্ষ টাকা বিনিয়োগ করলেন। এবার সুদের হার এবং চক্রবৃদ্ধি সুদ হিসাবে পাঁচ বছর পর আপনার হাতে আসবে প্রায় 15.94 লক্ষ টাকা। অর্থাৎ, মাত্র পাঁচ বছরে আপনি প্রায় 4.94 লক্ষ টাকা সুদ পাবেন। তাও সম্পূর্ণ ঝুঁকিমুক্তভাবে।

আর এই প্রকল্পে বিনিয়োগ করলে আয়কর আইন 80C অনুযায়ী করছাড় পাওয়া যায়। হ্যাঁ, সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত মেলে করছাড়। তাই সাশ্রয়ের দিক থেকে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট একেবারে সেরা অপশন।

আরও পড়ুনঃ পোস্ট অফিসের হাত ধরে বিরাট উদ্যোগ কেন্দ্রের! এবার প্রতি ৩ কিমি অন্তর বসবে ব্যাঙ্ক

কোথা থেকে বিনিয়োগ করবেন?

জানা যাচ্ছে, নিকটবর্তী কোনও পোস্ট অফিসে গিয়ে এই স্কিমের অ্যাকাউন্ট খুলে বিনিয়োগ করতে পারেন। তবে বর্তমানে অনেক পোস্ট অফিসে অনলাইনে বিনিয়োগেরও সুবিধা রয়েছে। ফলে কাগজপত্র নিয়ে লাইনে দাঁড়ানোর ঝামেলা আর পোহাতে হবে না। বাড়িতে বসে অনলাইনের মাধ্যমেই আবেদন করতে পারবেন

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join