সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য আর্থিক নিশ্চয়তা সবাই চায়। তবে টাকা খোয়া যাওয়ার ভয়তে সুরক্ষিত বিনিয়োগের মাধ্যম খোঁজেন অনেকে। বিশেষ করে যদি আপনি বিবাহিত হন, তাহলে পোস্ট অফিসের একটি স্কিম হতে পারে আপনার জন্য সোনায় সোহাগা।
হ্যাঁ, জানা যাচ্ছে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্পে (Post Office MIS Scheme) একবার কিছু অর্থ ব্যয় করতে পারলেই প্রতি মাসে আপনি হাতে পাবেন মোটা অঙ্কের সুদের টাকা। তাও নাকি সরকারের নজরদারিতে। এমনকি আপনার মূলধন থাকবে সম্পূর্ণ নিরাপদ। কিন্তু কীভাবে করবেন? কত টাকা বিনিয়োগ করতে হবে? জানতে হলে প্রতিবেদনটি পড়ুন।
দম্পতিদের সোনায় সোহাগা
আসলে এই স্কিমে যৌথ এবং একক, উভয় অ্যাকাউন্ট খোলার সুবিধা রয়েছে। স্বামী-স্ত্রী একসঙ্গে বিনিয়োগ করলে 15 লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করা যায় এই স্কিমে। সবথেকে বড় ব্যপার, এই স্কিমের বিপরীতে প্রতি বছর প্রায় 1,11,000 টাকা পর্যন্ত সুদ পাওয়া যায়, যা মাস শেষে দাঁড়ায় 9250 টাকা।
কত টাকা বিনিয়োগ করতে হবে?
যেমনটা জানা যাচ্ছে, এই স্কিমের অ্যাকাউন্ট খোলার জন্য ন্যূনতম 1000 টাকা বিনিয়োগ করতে হয়। এরপর আপনি চাইলে 1000 টাকার গুণিতকে যত খুশি টাকা জমাতে পারবেন। তবে একক অ্যাকাউন্টে সর্বাধিক 9 লক্ষ টাকা এবং যৌথ অ্যাকাউন্টে সর্বাধিক 15 লক্ষ টাকা পর্যন্ত জমা দেওয়া যায়। এমনকি যৌথ অ্যাকাউন্টে প্রতিটি সদস্যের সমান অংশীদারিত্ব থাকে।
সুদ কত দেওয়া হচ্ছে?
সূত্র বলছে, বর্তমানে এই স্কিমের বার্ষিক সুদের হার 7.4 শতাংশ। আর প্রতিমাসে এখানে সুদ জমা হয় অর্থাৎ, আপনি মাসিক আয়ের সুবিধা পাবেন। আর সুদের টাকা যদি না তোলেন, তাহলে পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে সুদের উপর সুদ দেওয়া হবে।
রিটার্ন হিসেবে কত টাকা পাবেন?
দেখুন, যদি যৌথ অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা বিনিয়োগ করতে পারেন, তাহলে প্রতিবছর 1,11,000 টাকা সুদ পাবেন, যা মাসিক হিসেবে দাঁড়ায় 9250 টাকা। এবার যদি একক অ্যাকাউন্টের ক্ষেত্রে 9 লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে প্রতিবছর 66,600 টাকা সুদ পাবেন এবং প্রতি মাসে আয় হবে আপনার 5550 টাকা।
স্কিমের মেয়াদ
খোঁজ নিয়ে জানা গেলো, এই স্কিমের মেয়াদ পাঁচ বছর। তবে মেয়াদ শেষ হলে আপনি চাইলে সুদের হার অনুযায়ী পুনরায় এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন। সবথেকে বড় ব্যপার, এখানে দীর্ঘমেয়াদে আয়ের ব্যবস্থা রয়েছে, যা আপনার অবসরকালীন জীবনকে সুরক্ষিত করবে।
কারা বিনিয়োগ করতে পারবেন?
প্রাপ্তবয়স্ক নাগরিকরাই একমাত্র এই স্কিমে বিনিয়োগ করতে পারবে। এমনকি ভারতীয় নাগরিক হতে হবে। জানিয়ে রাখি, এই স্কিমে অ্যাকাউন্ট খোলা যাবে সর্বাধিক তিনজনকে নিয়ে এবং অভিভাবকরা চাইলে 10 বছরের বড় নাবালকদের নামেও এই স্কিমেওর অ্যাকাউন্ট খুলতে পারে।
আরও পড়ুনঃ ছেঁড়া নোটেই চলছে লেনদেন! কেন টাকার আকাল পড়ল বাংলাদেশে?
তাই আপনি যদি নিরাপদ বিনিয়োগের মাধ্যম খুঁজে থাকেন, যেখানে প্রতি মাসে নিশ্চিত আয় হবে এবং আপনার মূলধন থাকবে সম্পূর্ণ সুরক্ষিত, তাহলে পোস্ট অফিসের মাসিক আয় প্রকল্প হতে পারে আপনার জন্য নিঃসন্দেহে সেরা বিকল্প। দম্পতিদের জন্য তো এটি সোনায় সোহাগা।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |