বিবাহিত হলেই মাসে মিলবে ১০ হাজার টাকা পেনশন! দারুণ স্কিম সরকারের

Published on:

Government Pension Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: বয়স বাড়ার সাথে সাথে অর্থনৈতিক নিরাপত্তা যেন আরও বেশি করে দরকার পড়ে। আর কেন্দ্র সরকার সেই লক্ষ্য নিয়ে এমন একটি স্কিম (Government Pension Scheme) চালু করেছে, যেখানে স্বামী-স্ত্রী মিলে প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত পেনশন পাবে, তাও মাত্র কয়েকশো টাকা বিনিয়োগ করে। কি অবাক হচ্ছেন শুনে? আসলে এই স্কিমটির নাম অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। চলুন এই স্কিম সম্পর্কিত বিস্তারিত জেনে নিই।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

কী এই অটল পেনশন যোজনা?

অটল পেনশন যোজনা হলে কেন্দ্রীয় সরকারের চালু করা একটি সামাজিক নিরাপত্তামূলক প্রকল্প। এটি মূলত অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা মানুষের জন্যই চালু করা হয়েছে। আর এই স্কিমে নাম লেখালে একজন ব্যক্তি 60 বছর বয়সের পর প্রতি মাসে 1000 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত পেনশন পায়। তবে সবথেকে অবাক করার বিষয় হল, স্বামী বা স্ত্রী দুজন মিলে আলাদা আলাদা অ্যাকাউন্ট খুললে প্রতি মাসে 10,000 টাকা পর্যন্ত পেনশন পাওয়া যায় এই স্কিমের আওতায়।

কীভাবে মিলবে 10 হাজার টাকা পেনশন?

ধরুন, স্বামীর বয়স 30 বছর এবং স্ত্রীরও মোটামুটি স্বামীর মতোই বয়স। তারা যদি একসঙ্গে অটল পেনশন যোজনায় বিনিয়োগ করে এবং দুজনেই সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত পেনশনে যোগদান করে, তাহলে 60 বছর বয়সে পৌঁছনোর পর প্রত্যেকে 5000 টাকা করে পেনশন পাবে। অর্থাৎ, দুজন মিলে প্রতি মাসে 10,000 টাকা করে পেনশন ঢুকবে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কত টাকা জমা দেওয়া লাগবে?

যদি মাসে 10,000 টাকা করে পেনশন পেতে চান, তাহলে 18 বছরে বিনিয়োগ করলে প্রতি মাসে 210 টাকা করে জমা দিতে হবে, ২৫ বছরে বিনিয়োগ করলে প্রতি মাসে 376 টাকা করে জমা দিতে হবে, 30 বছরে বিনিয়োগ করলে প্রতি মাসে 577 টাকা করে জমা দিতে হবে, 35 বছরে বিনিয়োগ করলে প্রতি মাসে 902 টাকা করে জমা দিতে হবে এবং 39 বছরে বিনিয়োগ করলে প্রতি মাসে 1318 টাকা করে জমা দিতে হবে।

মানতে হবে কিছু শর্ত

তবে হ্যাঁ, এই পেনশন স্কিমে যোগদান দেওয়ার জন্য অবশ্যই কিছু শর্ত পূরণ করতে হবে। প্রথমত, এই স্কিমে বিনিয়োগ করার জন্য নূন্যতম 18 বছর থেকে সর্বোচ্চ 40 বছর বয়স লাগে। এছাড়া স্বামী-স্ত্রী উভয়েরই সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে এবং আধার নম্বরের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা দরকার।

আরও পড়ুনঃ আম্বানির শৈশব কাটানো বাড়ির দাম আজ ১০০ কোটি! মাত্র ২ টাকা দিয়েই ঘোরা যায় এই প্রাসাদ

কীভাবে আবেদন করবেন?

এই স্কিমে বিনিয়োগ করার জন্য নিকটস্থ কোনও সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে যেতে হবে। এরপর অটল পেনশন যোজনার ফর্ম সংগ্রহ করে ফর্মটি নিজের যাবতীয় তথ্য দিয়ে পূরণ করতে হবে। এরপর তার সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি যুক্ত করে সংশ্লিষ্ট ব্যাঙ্কেই জমা দিতে হবে। এরপর অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবেই প্রতি মাসে টাকা কেটে নেওয়া হবে।

তাই স্বল্প বিনিয়োগে যদি নিশ্চিত পেনশন পেতে চান এবং ভবিষ্যতের জন্য আর্থিক সুরক্ষা চান, তাহলে এখনই অটল পেনশন যোজনায় বিনিয়োগ করুন এবং সুরক্ষিত করুন নিজের ভবিষ্যৎকে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
Join Group