সৌভিক মুখার্জী, কলকাতা: সাধারণভাবে বিশ্বের যেকোনো দেশে পুরুষ এবং নারীর সংখ্যা (Male Female Ratio) মোটামুটি সমান হয়। তবে এই ভারসাম্য কিছু কিছু দেশে নারীদের দিকে হেলে পড়েছে। অর্থাৎ, সেখানে নারীদের সংখ্যা শুধু সামান্য বেশি নয়, বরং অনেকটাই বেশি। এমনকি পুরুষদের সংখ্যা তলানিতে। কিন্তু এর পিছনে কারণ কী এবং কোন দেশগুলি তালিকায় রয়েছে? চলুন আজকের প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি।
জিবুতি
জিবুতিতে নারীর সংখ্যায় প্রায় 55%। এর প্রধান কারণ, বহু পুরুষ কাজের সন্ধানে গলফ প্রদেশের দিকে চলে যায়। ফলে দেশে থেকে যান বেশি সংখ্যক নারী। আর বিশেষ করে শহর অঞ্চলে এই ফারাক আরও বেশি। এখানে প্রতি 1 জন পুরুষে 1.2 জন নারী থাকে।
হংকং
জানা যাচ্ছে, হংকং-র প্রতি 1 জন পুরুষে 1.16 জন নারী রয়েছে। আর এখানে নারীদের সংখ্যা বেশি হওয়ার সবথেকে বড় কারণ, এখানে প্রচুর মহিলা ডোমেস্টিক হেলপার থাকে এবং নারীরা সাধারণত দীর্ঘজীবী হয়। এমনকি এই প্রভাব সবথেকে বেশি দেখা যাচ্ছে বয়স্ক জনগণদের মধ্যে।
লিথুয়ানিয়া
এই দেশটিতে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি। কারণ এখানে মহিলারা অনেক বেশি দিন বাঁচে। পাশাপাশি স্বাস্থ্যগত সমস্যা, উচ্চ মৃত্যুহার পুরুষদের সংখ্যা কমিয়ে দিয়েছে। আর বিশেষ করে বয়স্কদের মধ্যে এই পার্থক্য সবথেকে বেশি দেখা যায়। এখানে প্রতি 1 জন পুরুষের এক 1.16 জন নারী রয়েছে।
বাহামা
এই ছোট্ট দেশটিতে প্রতি 1 জন পুরুষের পেছনে 1.16 জন নারী থাকে। এই ক্যারিবিয়ান দ্বীপ দেশে নারী-পুরুষের অনুপাত নারীদের দিকেই বেশি। কারণ সাধারণত নারীরা দীর্ঘজীবী হয়, আর ছোট দেশের ক্ষেত্রে সামান্য পরিবর্তনের জেরেই বিরাট ফারাক দেখা যাচ্ছে।
রাশিয়া
রাশিয়াতেও লিঙ্গববৈষম্য একটি বড়সড় উদাহরণ। কারণ, পুরুষদের তুলনায় এখানে মহিলাদের সংখ্যা অনেকটাই বেশি। আর এর পেছনে রয়েছে স্বাস্থ্যগত সমস্যা, দুর্ঘটনা, অতীতের যুদ্ধের প্রভাব। রাশিয়াতে প্রতি 1 জন পুরুষে 1.15 জন নারী থাকে।
বেলারুশ
বেলারুশের শহর অঞ্চলে এবং প্রবীণ নাগরিকদের মধ্যে নারীদের সংখ্যা সবথেকে বেশি চোখে পড়ে। পুরুষদের কম আয়ু এবং জনসংখ্যার পার্থক্য এই ব্যবধান তৈরি করে দিয়েছে। এই দেশটিতে প্রতি 1 জন পুরুষে 1.15 জন নারী রয়েছে।
লাটভিয়া
অন্যান্য দেশগুলোর মতো লাটভিয়ার চিত্রও অনেকটা একই। কারণ স্বাস্থ্যগত সমস্যা এবং পুরুষদের কম আয়ু এই দেশটিতে নারীদের এগিয়ে রেখেছে। এখানে প্রতি 1 জন পুরুষের পেছনে 1.15 জন নারী রয়েছে।
অ্যাঙ্গুইলা
এই ছোট্ট ব্রিটিশ ক্যারিবিয়ান দ্বীপটি সামান্য পরিবর্তনেও বিরাট বড় প্রভাব ফেলছে। কারণ মহিলাদের দীর্ঘজীবিতা এবং প্রাকৃতিক বিভিন্ন কারণের জন্য এই দেশটিতে নারীদের সংখ্যা বেশি। হ্যাঁ, এখানে প্রতি 1 জন পুরুষে 1.14 জন নারী রয়েছে।
আরও পড়ুনঃ ATM জালিয়াতির ১১ বছর পর মিলল ন্যয়বিচার, ১০% সুদ সহ টাকা ফেরত দিল SBI
পুয়ের্তো রিকো
বহু পুরুষ এই দেশ থেকে আমেরিকায় চাকরি খুঁজতে চলে যায়। আর মহিলারা বিশেষ করে, বয়স্করা দেশে থেকে যায়। এর ফলে দীর্ঘদিনের লিঙ্গ অনুপাত নারীদের দিকে ঝুঁকে পড়ছে। এই দেশে প্রতি 1 জন পুরুষে 1.12 জন নারী রয়েছে ।
মলডোভা
প্রতি 1 জন পুরুষে 1.12 জন নারী রয়েছে এখানে। কারণ এখানে বহু পুরুষ বিদেশে কাজ করতে যায়, বিশেষ করে ইউরোপের মতো বিভিন্ন দেশে কর্মসংস্থানে চলে যায়, আর বৃদ্ধ নারীরা দেশেই থেকে যায়। ফলে সময়ের সঙ্গে সঙ্গে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় অনেকটাই বৃদ্ধি পায়।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |