পার্থ সারথি মান্না, কলকাতাঃ শীতের মরশুম এলেই পিকনিক করতে মন চায়। বাড়ির লোকেরা মিলে হোক বা বন্ধুদের সাথে শীতের দুপুরে চড়ুইভাতির মজাই আলাদা। তবে এর জন্য একটা ভালো স্পট খুঁজে পাওয়াটা কিন্তু সবার আগে প্রয়োজন। আপনিও কি কলকাতার কাছেই ভালো পিকনিক স্পট (Picnic Spot) খুঁজছেন? তাহলে চিন্তা নেই, আজকের প্রতিবেদনেই রইল এমন ৫টি লোকেশনের হদিশ।
মাইথন
এক দিনের ছুটি কাটানো হোক বা সপ্তাহান্তে চড়ুইভাতি চাইলে মাইথনকেই পিকনিক স্পট বানিয়ে নিতে পারেন। আপনি যদি মাইথনে পিকনিক করতে চান তাহলে হাওড়া থেকে ঝাড়খণ্ডের কুমারডুবি পর্যন্ত ট্রেন ধরে চলে যেতে হবে। এরপর সেখান থেকে নেমে টোটো বা অটোতে পৌঁছে যেতে পারেন মাইথন ফরেস্ট ও পিকনিক এরিয়া। যেখানে চড়ুইভাতির পাশাপাশি বোটিং করে প্রকৃতির মজা নিতে পারেন।
পানিত্রাস
বাঙালি ছুটি পেলেই সবার আগে যেখানে যেতে চায় সেটা হল দিঘা। দিঘা যাওয়ার রাস্তাতেই পরে কোলাঘাট। তবে জানেন কি তার আগে দেউলটির কাছেই রয়েছে এক সুন্দর পিকনিক স্পট। দেউলটি স্টেশনে নেমে বা প্রাইভেট গাড়িতে করে বন্ধু বান্ধবী থেকে পরিবার সহ পৌঁছে যেতে পারেন পানিত্রাস। এরপর বছর শেষের একটা দিন পিকনিকের মাধ্যমে স্মরণীয় করে রাখতে পারেন।
পিকনিক গার্ডেন কল্যাণী
সবুজে ঘেরা প্রকৃতির মাঝে পিকনিক করতে চান? তাহলে কলকাতা থেকে ৬০ কিমিরও কম দূরত্বে কল্যাণী পিকনিক গার্ডেনে চলে যেতে পারেন। প্রাইভেট গাড়িতে বা ট্রেনে করে কল্যাণী স্টেশনে নেমে সেখান থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যাওয়া যেতে পারে এখানে। এরপর রান্না খাওয়া-দাওয়া থেকে শুরু করে পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে জমিয়ে পিকনিক করতে পারবেন।
গাদিয়াড়া
বিগত কয়েক বছরে পিকনিক স্পট হিসাবে বেশ জনপ্রিয়তা পেয়েছে গাদিয়াড়া। বিশেষ করে ২৫ শে ডিসেম্বর থেকে শুরু করে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত এখানে গঙ্গার ধারে পিকনিক করার বহু মানুষের সমাগম হয়। বিশেষ করে ছুটির দিনে জমজমাট হয়ে যায় পুরো এলাকা। এখানে আসতে হলে সমস্ত সরঞ্জাম নিয়ে গাড়ি ভাড়া করে আসতে হবে। এরপর সারাদিন হৈ হৈ করে পিকনিক করে সন্ধের সময় বাড়ি ফিরতে পারবেন সহজেই।
নীলদ্বীপ গার্ডেন
পিকনিকের জন্য জায়গা খুঁজছেন অথচ কলকাতার কাছেই বা বলতে গেলে কলকাতার মধ্যেই? চিন্তা নেই সেক্ষেত্রে সেক্টর ১ এর কাছেই রয়েছে নীলদ্বীপ গার্ডেন। ব্যস্ত শহরের মাঝেই একটুকরো সবুজে ঘেরা এই বাগানে ফ্যামিলি নিয়ে জলাশয়ের পাড়ে একটা দিন খাওয়া দাওয়া, ব্যাটমিন্টন খেলা ও আনন্দ করে কাটিয়ে দেওয়া যেতে পারে অনায়াসেই।