খরচ একদম কম, শীতে ঘুরুন কলকাতার কাছে এই পাঁচ জায়গা

Published on:

places to visit near kolkata with in low budget

পার্থ সারথি মান্না, কলকাতাঃ শীতের মরশুম পড়তেই ঘুরতে যাওয়ার জন্য ছটফট করে বাঙালি মন। এদিকে ঘুরতে যাওয়ার পথে বাধা ছুটি আর অর্থ? চিন্তা নেই আজকের প্রতিবেদনে আপনাদের জন্য রইল কলকাতার কাছেই কিছু বাজেট ফ্রেন্ডলি ডেস্টিনেশনের খোঁজ। যেখানে যাতায়াতের জন্য যেমন খরচ কম তেমনি ঝটপট গিয়ে ঘুরে আসাও যাবে। বা এককথায় বলতে গেলে দু দুদিনের ছুটিতে ঘোরার জন্য পারফেক্ট।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

আঁটপুর | Antpur |

আপনি যদি মন্দির দর্শন করতে ভালোবাসেন তাহলে নিজস্ব গাড়িতে বা ট্রেনে চেপেই চলে আসতে পারেন আঁটপুর। এখানে রয়েছে অজস্র মন্দির যেখানে অনন্য সুন্দর টেরাকোটার কাজ দেহ যেতে পারে। রয়েছে ১০০ ফুট উচ্চতার রাধাগোবিন্দ মন্দির, ৩০০ বছরের পুরনো কাঁঠাল কাঠের চণ্ডীমণ্ডপ। এছাড়াও জলেশ্বর, রামেশ্বর, বানেশ্বর ও ফুলেশ্বরের মত একাধিক বিখ্যাত মন্দির রয়েছে। কলকাতা থেকে আঁটপুরের দূরত্ব মাত্র ৫২ কিমি। গাড়িতে চলে আসতে পারলেই ভালো হয় তবে যদি ট্রেনে আসতে চান তাহলে হাওড়া থেকে হরিপালের ট্রেন ধরে নিন। এরপর স্টেশনে নেমে টোটো বা অটো ভাড়া করে নিতে হবে। সব মিলিয়ে হাজার টাকার মধ্যেই একদিনের ফ্যামিলি ট্যুর সম্ভব।

নতুন গ্রাম | Natun Gram |

কম বাজেটের মধ্যে গ্রাম বাংলার উইকেন্ড ট্রিপ করতে চান? তাহলে আপনাকে আসতেই হবে নতুন গ্রাম। কাটোয়া স্টেশন থেকে মাত্র ৮ কিমি দূরত্বে অবস্থিত নতুন গ্রাম পুতুল শিল্পের কারণে বেশ বিখ্যাত। একদিকে যেমন গ্রাম্য প্রকৃতি তেমনি গ্রামের মানুষদের পুতুল শিল্প সত্যিই মন ভালো করে দেবে। এছাড়া চাইলে কাছেই চুপির চর ও কালনার বিখ্যাত কিছু মন্দিরও ঘুরে আসতে পারেন। নতুন গ্রামে ফ্যামিলি নিয়ে ঘুরতে চাইলে হাজার তিনেক টাকাই যথেষ্ট।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

কেওনঝড় | Keonjhar |

দুদিনের ছুটিতে কম খরচে ঘুরতে যেতে চান তাহলে চলে আসতে পারেন ওড়িশার কেওনঝড়ে। ছোট্ট জঙ্গলে ঘেরা পাহাড়ি এই শহরে যেমন সবুজ প্রকৃতি পাবেন তিনি পাবেন জলপ্রপাত। এছাড়া কাছেই রয়েছে গোনাশিকা পাহাড় যেখানে গুপ্তগঙ্গায় বৈতরণি জলপ্রপাত তৈরী হয়েছে। বাজেটের মধ্যেই হোমস্টে বা হোটেল ভাড়াও পেয়ে যাবেন। সব মিলিয়ে কেওনঝড় ঘুরতে জনপ্রতি ৩-৪ হাজার টাকাই যথেষ্ট।

ভিতরকণিকা | Bhitarkanika |

ওড়িশার মিনি অ্যামাজন নামে পরিচিত ভিতরকণিকা। দুদিনের ছুটিতে যদি ম্যানগ্রোভ অরণ্য ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই এখানে আসতেই পারেন। ব্রাহ্মণী ও বৈতরণী নদীর মাঝে তৈরী হয়েছে এই ম্যানগ্রোভ অরণ্য যা দেহকার জন্য প্রতিবছরই হাজার হাজার পর্যটকেরা ভিড় জমান। মাত্র ৬-৭ হাজার টাকা খরচ করেই ফুল ফ্যামিলি সহ দুদিনের জন্য ঘুরে দেওয়া যেতে পারে ভিতরকণিকা।

ঝাড়গ্রাম | Jhargram |

ব্যস্তজীবন থেকে দুদিনের মুক্তি নিতে সপ্তাহের শেষে চলে আসতে পারেন ঝাড়গ্রামে। এখানে সবুজ গ্রাম্য প্রকৃতি যেমন পাবেন তিনি দেখার মধ্যে ঘুরে দেখতে পারেন ঝাড়গ্রামের রাজবাড়ী, খাণ্ডারিণী লেক, চিল্কিগড় কনক-দূর্গা মন্দির, বেলপাহাড়ি, লালজাল গুহার দূর্গা মন্দিরইত্যাদি। কলকাতা থেকে মাত্র ১০০ টাকার টিকিট কেটেই ট্রেনে করে ঝাড়গ্রাম চলে আসতে পারেন। এরপর সারাদিন ঘুরে কোনো এক হোটেল বা রিসোর্টে নিশ্চিন্তে রেস্ট নিতেও পারবেন। সব মিলিয়ে ঝাড়গ্রাম ঘোরার জন্য জনপ্রতি ৩-৪ হাজার টাকাই যথেষ্ট।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group