বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের ভাগ্য বদল আরেক দিন-দরিদ্রের। 30 টাকার লটারিতেই রাতারাতি কোটিপতি হলেন পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) কেতুগ্রাম থানার অন্তর্গত শ্রীগ্রামের রাজমিস্ত্রি কিরণ শেখ। কর্মসূত্রে কলকাতায় এসে, 30 টাকার একটি লটারি কেটেছিলেন কিরণ। দুপুর একটায় নম্বর মিলিয়ে দেখতেই চক্ষুচড়ক গাছ হয়ে যায় তাঁর। বুঝতে পারেন কোটি টাকা জিতেছেন তিনি। আর এর পরই খুশির হাওয়া বইছে কিরণের পরিবারে।
30 টাকার লটারিতেই দরিদ্রতা কাটল রাজমিস্ত্রির
কর্মসূত্রে কলকাতায় প্রায়শই যাতায়াত ছিল তাঁর। সেই মতো, গত সপ্তাহেই কলকাতায় এসে একটি ডিয়ার লটারি কাটেন পূর্ব বর্ধমানের রাজমিস্ত্রি কিরণ শেখ। অন্যান্য সময়ের মতোই দুপুরে পুরস্কার ফেঁসেছে কিনা তা যাচাই করতে লটারির দোকানে যান কিরণ। নম্বর মিলিয়ে দেখতেই মাথায় হাত পড়ে তাঁর। দেখেন তাঁর নম্বরে 1 কোটি টাকা বেঁধেছে। আর এরপরই আত্মীয় ও পাড়া-প্রতিবেশীদের নিয়ে থানায় 24 ঘন্টা কাটান কিরণ।
পুলিশ কর্তাদের গোটা ঘটনা খোলসা করে বলার পরই শেষমেশ আত্মীয়দের সহযোগিতায় ডিয়ার লটারির অফিসে টিকিট জমা দিয়ে প্রয়োজনীয় প্রমাণপত্র নিয়ে বাড়ি ফেরেন কিরণ। সূত্রের খবর, আগামী এক মাসের মধ্যে লটারির প্রাপ্য অর্থ কিরণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলেই খবর। বর্তমানে লটারিপ্রাপ্তির খবরে খুশির জোয়ার এসেছে কিরণের পরিবারে।
কোটি টাকা দিয়ে কী করবেন কিরণ?
দিন আনা দিন খাওয়ার সংসারে লক্ষ্মীলাভ হয়েছে। তাই প্রাপ্ত অর্থ দিয়ে নিজের প্রয়োজন মেটাবেন কিরণ। বেশ কয়েকটি সূত্র মারফত খবর, মা, স্ত্রী ও দুই সন্তান নিয়ে কোনও মতে দিন চলতো কিরণের। শোনা যায়, এতদিন মাথা গোজার ঠাইটুকুও ছিল না তাঁর। সূত্র বলছে, এবার লটারির অর্থ দিয়ে মনের মতো করে একটি সুন্দর বাড়ি বানাবেন কিরণ।
অবশ্যই পড়ুন: বুন্দেসলিগায় খেলা তারকা আসছে মোহনবাগানে? বাদ পড়ছেন তুখড় প্লেয়ার
সেই সাথে কিছু জমি জায়গা কেনারও ইচ্ছা রয়েছে বর্ধমানের এই লটারি বিজেতার। সম্প্রতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কিরণ জানান, ঘরবাড়ি কিছুই নেই, এই অর্থ দিয়ে বাড়ি করার ইচ্ছা আছে। কিছু জমি জায়গা কিনব। নতুন ব্যবসা করারও ইচ্ছে রয়েছে। এদিন ওই লটারি বিজেতা জানান, এতদিন খুব টেনেটুনে সংসার চালাতে হয়েছে। এবার থেকে মা, স্ত্রী ও দুই ছেলে মেয়েকে নিয়ে সুখে সংসার করতে চাই।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |