পরিণতি পেল ত্রিকোণ প্রেম! একই মন্ডপে দুই তরুণীকে বিয়ে করে বিরল নজির যুবকের

Published on:

A young man from Telangana married two young women at the same time

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কনে দুজন, তবে বিয়ের মন্ডপে উপস্থিত হয়েছেন একজন যুবক। এ কেমন আজব ঘটনা? হ্যাঁ, একই মন্ডপে দুই নারীকে বিয়ে করে আজব নজির গড়েছেন তেলেঙ্গানার (Telangana) কুমারম ভীম আসিফবাদ জেলার এক গুণধর। খোঁজ নিয়ে জানা গেল, তেলেঙ্গানার গুমনুর গ্রামের সূর্যদেব নাকি ওই দুই নারীকেই ভালবাসতেন। তাই বাছ বিচার না করে, একসাথে দুজনকেই পাকাপাকিভাবে জীবনসঙ্গিনী করে ফেলেছেন তিনি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

বিরল বিবাহের বিরোধিতা করেছিলেন অনেকেই

বেশকিছু সংবাদমাধ্যম সূত্রে খবর, তেলেঙ্গানার গুমনুর গ্রামের সূর্যদেবের সাথে ওই দুই তরুনীর বিবাহ একেবারেই মেনে নেননি, গ্রাম পঞ্চায়েত প্রধান। সূত্রের খবর, প্রথমদিকে এমন আজব বিবাহে রাজি ছিলেন না তিনি। স্থানীয় সূত্রে খবর, গ্রাম পঞ্চায়েত প্রধান ছাড়াও ওই বিয়েতে মত ছিল না দুই পরিবারের অনেকেরই।

তবে পাত্র মানতে নারাজ, শেষ পর্যন্ত পাত্রীদের জোরাজুরিতে রাজি হয়ে যান সকলেই। পরিবার থেকে শুরু করে পাড়া-প্রতিবেশীদের রাজি করিয়ে দুই তরুণীকে একই মন্ডপে বিয়ে করে নজির গড়ে ফেলেছেন সূর্য কুমার। জানা যায় বিয়ের কার্ডেও নাকি দুই কনেরই নাম ছাপিয়েছিলেন তিনি।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

দুই মহিলার সঙ্গেই একত্রবাস করতেন সূর্য

স্থানীয় সূত্রে খবর, ঝলকারি দেবী ও লাল দেবীর প্রেমে মজেছিলেন প্রতিবেশী সূর্য কুমার। জানা যায়, প্রায়শই নাকি দুজনের সাথে একত্র বাস করতেন তিনি। স্থানীয়দের একটা বড় অংশ দাবি করছে, পরবর্তীকালে দীর্ঘ সময় ধরে দুই মহিলাকে নিয়ে একই ছাদের তলায় বসবাস করতে শুরু করেন সূর্য। আর এই ঘটনা জানাজানি হতেই আপত্তি জানায় পঞ্চায়েতের সদস্য থেকে শুরু করে গ্রামবাসীরা।

শেষ পর্যন্ত, ঝামেলা মেটাতে দুই মহিলাকে একই মন্ডপে বিয়ে করে নেন ওই যুবক। প্রথমদিকে এমন আজব সিদ্ধান্তে রাজি না হলেও পরবর্তীতে গ্রামবাসীদের সহায়তায় সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে ত্রিকোণ প্রেমের বিবাহ।

অবশ্যই পড়ুন: জন্মভূমি পাকিস্তানের বিপক্ষে অভিষেক ম্যাচেই বিশ্ব রেকর্ড গড়লেন তরুণ আব্বাস

ভাইরাল হয়েছে ভিডিও

সম্প্রতি তেলেঙ্গানার ওই যুবক ও দুই মহিলার বিবাহের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, দুই প্রেমিকার হাত ধরে বসে রয়েছেন ওই যুবক। এদিকে চারপাশ আত্মীয়-স্বজন থেকে শুরু করে গ্রামবাসীদের হই হট্টগোলে গমগম করছে। সানাই থেকে শুরু করে ঢোল সবই বাজছে বিয়ের মন্ডপে। ভিডিওটিতে পুরোহিতকে বিয়ের মন্ত্র পড়তেও শোনা গিয়েছিল। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেন India Hood।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group