মাত্র ২০ টাকায় কলকাতায় থাকার ব্যবস্থা! রোগীদের জন্য দারুণ সুখবর, জেনে নিন ঠিকানা

Published on:

Accommodation in Kolkata for just 20 rupees

সৌভিক মুখার্জী, কলকাতাঃ কলকাতায় চিকিৎসার জন্য বিভিন্ন জেলা থেকে অসংখ্য ক্যান্সার রোগী আসেন। এমনকি অনেকে ওপার বাংলা থেকেও আসেন। কিন্তু চিকিৎসার খরচের পাশাপাশি থাকার জায়গার চিন্তাও তাদের জন্য বড়সড় বাধা হয়ে দাঁড়ায়। এবার এই সংকট দূর করতে এগিয়ে এসেছে গান্ধী সেবা নিবাস এবং নিরাময় ভবন নামের দুটি প্রতিষ্ঠান। এরা খুবই স্বল্প মূল্যে ক্যান্সার রোগী এবং তাদের পরিবারের জন্য থাকার ব্যবস্থা করে দিচ্ছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। গত এক বছরে ২ হাজারের বেশি ক্যান্সার রোগী এখান থেকে উপকৃত হয়েছেন।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

গান্ধী সেবা নিবাস, শ্রীভূমি

কলকাতার শ্রীভূমিতে অবস্থিত গান্ধী সেবা নিবাসে ২৭টি কক্ষ রয়েছে, যেখানে প্রতিটি রোগী এবং তার সঙ্গে দুজন অভিভাবক থাকতে পারে। সব থেকে বড় সুবিধা হল, এখানে মাত্র ৮০ টাকা থেকে ১০০ টাকা দিয়ে দৈনিক ঘর ভাড়া থাকা যায়। পাশাপাশি রোগীদের হাসপাতালে যাতায়াতের জন্য ভ্যান পরিষেবাও রয়েছে, যার ভাড়া মাত্র ৭০ টাকা থেকে ১২০ টাকা। এই সেবাশ্রমটি Apollo Multispeciality Hospital-এর একদম কাছে অবস্থিত, যা রোগীদের জন্য আরো সুবিধাজনক। এখানেই শেষ নয়। এখানে আরো কক্ষ তৈরির কাজ চলছে, যাতে বেশি রোগী এবং পরিবারকে সহায়তা করা যায়। 

নিরাময় ভবন, টালিগঞ্জ

টালিগঞ্জের এই সেবাশ্রমটিতে ১৩টি কক্ষ এবং ৪টি হলরুম রয়েছে। এখানে একসঙ্গে ২০ জন রোগী ও তাদের পরিবার থাকতে পারেন। জানলে অবাক হবেন, এখানে মাত্র ২০ টাকা থেকে ১৩০ টাকা ঘর ভাড়া দিয়ে থাকা যায়। এই সেবাশ্রমটি চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের একদমই কাছে অবস্থিত। ভারত সেবাশ্রম সংঘ এই পরিষেবা চালনা করছে, যাতে রোগীদের কোনরকম অসুবিধা না হয়।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

রোগীদের জন্য আশার আলো

সম্প্রতি বর্ধমানের হীরনপুরের রঞ্জন বৈদ্যকর টাটা মেমোরিয়াল হাসপাতালে ক্যান্সারের জন্য অস্ত্রোপচার করিয়াছিলেন। এখন কলকাতার এপোলোতে রেডিয়েশন ও কেমোথেরাপি নিচ্ছেন। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় চিকিৎসার খরচ কিছুটা কমেছিল, কিন্তু থাকার খরচ কীভাবে সামলাবেন তা বুঝে উঠতে পারছিল না তিনি। সৌভাগ্যবশত তিনি গান্ধী সেবা নিবাসের হদিশ পান। সেখানে মাত্র ১০০ টাকা দিয়ে তিনি থাকতে পারছেন।

এখানেই শেষ নয়। উত্তর দিনাজপুরের আনোয়ার আলী তার মা বুধি খাতুনের চিকিৎসার জন্য CNCI Hazra-তে প্রতি মাসে ১০ দিন থাকতে হয়। স্বল্প আয়ের কারণে থাকার ব্যবস্থা তার জন্য বাধা হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু নিরাময় ভবনে মাত্র ১০০ টাকা প্রতিদিন ভাড়া দিয়ে তিনি থাকতে পারছেন।

আরও পড়ুনঃ খেলোয়াড়দের স্ত্রী নিয়ে BCCI-র নির্দেশকে চ্যালেঞ্জ কোহলির! জানালেন পরিবারের আসল মর্ম

বিনামূল্যে চিকিৎসার সুযোগ পেলেও থাকার খরচ বড় বাধা

সরকারি হাসপাতালগুলিতে বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা পাওয়া যায়। স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় বেসরকারি হাসপাতালেও অনেক কম খরচে চিকিৎসা সুবিধা মেলে। কিন্তু সমস্যা হল থাকার খরচ নিয়ে। কারণ কলকাতার বেশিরভাগ হোটেল বা লজের ভাড়া অনেকটাই বেশি। গান্ধী সেবা নিবাস ও নিরাময় ভবন এবার এই সমস্যার সমাধান করেছে, যাতে রোগীদের চিকিৎসা ছেড়ে ফিরে না যেতে হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group