৮০,০০০ বছর পর ভারতের আকাশে বিরল ধূমকেতু, দেখতে পারবেন খালি চোখে! রইল দিন, সময়

Published on:

c2023 a3 india

কলকাতাঃ নতুন করে এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছেন বিশ্ববাসী। দীর্ঘ কয়েক হাজার বছর পর ফের একবার ধুমকেতু দেখতে পারবেন মানুষ। হ্যাঁ ঠিকই শুনেছেন। বিজ্ঞানীরা জানাচ্ছেন এক বিরল ধূমকেতু আমাদের পৃথিবীর পাস দিয়ে একদম ঘেঁষে যাবে। কপাল খুব ভালো থাকলে এরকম এক মহাজাগতিক ঘটনা দেখার সাক্ষী থাকেন মানুষ। কারণ এটি ৮০,০০০ বছর অন্তর একবার হয়। আর এবারে ২০২৪ সালে এটি ঘটবে। সবথেকে বড় কথা, ভারত থেকেও দেখা যাবে এটি।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

৮০,০০০ বছর পর বিরল ধূমকেতু

বলা হচ্ছে, দীর্ঘ ৮০,০০০ বছর পর এই ২০২৪-এ বিরল ধুমকেতুটি পৃথিবীর একদম পাশ ঘেঁষে যাবে। স্বাভাবিকভাবেই এখন সাধারণ মানুষের মধ্যে এই ধুমকেতু নিয়ে উত্তেজনা তুঙ্গে রয়েছে। সবথেকে বড় কথা এই ধূমকেতুটার কিন্তু আবার একটি নাম রয়েছে। এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে ধূমকেতুটির নাম কী? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির উপর। এই ধূমকেতুর নাম হল c/2023 a3।

ভারতেও দেখা যাবে এই ধূমকেতু?

জানা গিয়েছে গত ৩০ শে অক্টোবর সৌদি আরব থেকে এই জিনিসটিকে বিনা দূরবীনেও দেখা যাবে। শুধুমাত্র তাই নয় ভারত থেকে এই ধূমকেতুর যাতায়াত করার ঝলক দেখা গিয়েছে। সেটি সাধারণ মানুষ ফোনবন্দিও করেছেন। তামিলনাড়ু থেকে শুরু করে লাদাখ, বেঙ্গালুরুতে এই ধূমকেতুকে দেখা গিয়েছে। আর এর ছবি এখন সামাজিক মাধ্যমে তীব্র গতিতে ভাইরাল হয়েছে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

এই বিষয়ে সামাজিক মাধ্যমে কীর্তি অ্যাস্ট্রোফোটোগ্রাফি নামের একটি পেজ থেকে বিরল জিনিসটির বেশ কিছু শেয়ার করা হয়েছে। লেখা হয়েছে, ‘c/2023 a3 আকাশে আজকাল দেখা গিয়েছে। আমি বেঙ্গালুরু থেকে এর ছবি তুলেছি। আগামীকাল আকাশ যদি পরিষ্কার থাকে তাহলে আপনিও সকাল ৫টা থেকে ৫:৪৫-র মধ্যে দেখতে পারবেন।

কে খোঁজ দিয়েছিলেন ধূমকেতুটির সম্পর্কে?

এই ধূমকেতুটি যে ২০২৪ সালে পৃথিবীর কাছ দিয়ে যাবে সে সম্পর্কে ২০২৩ সালের জানুয়ারি মাসে জানা গিয়েছিল। আপনি কি জানেন যে কে খোঁজ দিয়েছিলেন ধূমকেতুটির সম্পর্কে? চিনের স্তুচিনশন নামের একটি সংস্থা এবং দক্ষিণ আফ্রিকার এটলাস দূরবীক্ষন যন্ত্রের পর্যবেক্ষক এই ধূমকেতুটির সম্পর্কে খোঁজ দিয়েছিলেন।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group