পার্থ সারথি মান্না, কলকাতাঃ সবেমাত্র শুরু হয়েছে নতুন বছর ২০২৫। এই বছরটি বেশ স্পেশাল হতে চলেছে মহাকাশপ্রেমীদের জন্য। কারণ নতুন বছরের শুরু থেকেই একাধিক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে। উল্কা বৃষ্টি থেকে শুরু করে সূর্য ও চন্দ্রগ্রহণ তো আছেই, সাথে জানুয়ারি মাসেই আকাশে দেখা যাবে ‘নেকড়ে চাঁদ’ (Wolf Moon)। কবে ও কখন দেখা যাবে? জানতে হলে আজকের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
নেকড়ে চাঁদ আসলে কি? What Is Wolf Moon?
শীতের সময় চারিদিকে যখন কুয়াশা থাকে তখন সম্পূর্ণ চাঁদ উঠলে নেকড়েরা তীক্ষ স্বরে ডেকে ওঠে। কারোর মতে অন্য নেকড়েদের সাথে যোগাযোগ করতে তো কারোর মতে শিকারের শুরু ঘোষণা করতে এমনটা করে নেকড়েরা। গোটা ব্যাপারটা গায়ে শিহরণ জাগিয়ে দেয়ার মত। বিশেষ করে এই সময় চাঁদের রং কিছুটা বদলে যেতেও পারে কখনও হালকা লাল তো কখনো রক্তাক্ত লাল হয়ে যায়। জানুয়ারি মাসেই এই দৃশ্য দেখা যায়।
কবে দেখা যাবে নেকড়ে চাঁদ? When will the Wolf Moon be seen?
বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ ১৪ই জানুয়ারির রাতেই আকাশে দেখা যাবে এই নেকড়ে চাঁদ বা Wolf Moon। এদিন রাতের বেলা খালি চোখেই সম্পূর্ণ চাঁদকে দেখতে পারেন আপনিও। ব্যাপারটা খানিকটা হলিউড সিনেমার দৃশ্যের মত লাগতে পারে অনেকেরই। তবে এই ঘটনা ছাড়াও জানুয়ারি মাসে আরও একাধিক মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে।
আগামীকাল অর্থাৎ ৩ ও ৪ জানুয়ারি উল্কাবৃষ্টি দেখা যাবে। যদিও ভোরবেলার দিকে দেখলেই এটা দেখা যাবে। ইতিমধ্যেই লখনৌ এর ইন্দিরা গান্ধী প্লানেটোরিয়ামে উল্কাবৃষ্টি দেখানোর আয়োজন করা হয়েছে। এদিকে পৃথিবীর আকাশে নেকড়ে চাঁদ ওঠার ঠিক পরের দিন অর্থাৎ ১৫ জানুয়ারি খালি চোখে মঙ্গলগ্রহকে দেখতে পাওয়া যাবে। বেশ বড় ও উজ্জ্বলভাবে আকাশে দেখা মিলবে লাল গ্রহ মঙ্গলের। এখানেই শেষ নয়! এর ঠিক তিন দিন পর অর্থাৎ ১৮ই জানুয়ারি শুক্র ও শনি গ্রহকে পাশাপাশি দেখা যাবে। তবে এক্ষেত্রে টেলিস্কোপের প্রয়োজন হবে।