নববর্ষ থেকে গুড ফ্রাইডে! একাধিক ছুটি এপ্রিলে, দেখে নিন তালিকাগুলি

Published on:

April Holiday List 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: আজ থেকে শুরু হল এপ্রিলের যাত্রা। আগের মাসে হোলি এবং ইদের আনন্দে গা ভাসিয়ে এবার পালা এপ্রিলের। আর এপ্রিল পড়তে না পড়তেই স্কুল কলেজ পড়ুয়া সহ অফিস কর্মীদের নজর এখন বাংলা ক্যালেন্ডারে। উদ্দেশ্য একটাই ছুটি কবে। তবে বলে রাখা ভালো বাংলা নববর্ষ থেকে শুরু করে একের পর এক উৎসবের মহড়া নিয়ে এসেছে এই মাস। আর সেই সুবাদে তাই একাধিক রাজ্যে অসংখ্য ছুটি থাকবে এই গোটা মাস জুড়ে (April Holiday List 2025)।

গুরুত্বপূর্ণ খবর পড়তে জয়েন করুন Join Now

ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুলে বাচ্চাদের প্রথম সামেটিভ পরীক্ষা শুরু হয়ে গিয়েছে। প্রতি বছর গরমের ছুটি পড়ার আগে নেওয়া হয়ে থাকে এই পরীক্ষা। এবারও তাই করা হবে। আর এমন পরিস্থিতিতে, বাচ্চারা যে সময়টার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আসছে তা হল ছুটির দিন। কারণ পড়াশোনার নিয়মিত রুটিনের মাঝে অল্প বেশি এই ছুটির দিনগুলি পড়ুয়াদের মুখে যেমন হাসি ফোটায় ঠিক তেমনই পড়াশোনায় আরও আগ্রহী করে তোলে। এই ছুটি আবার ছোটখাট ভ্রমণের সুযোগও করে দেয়। চলুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন দিন ছুটি থাকছে রাজ্যে।

এপ্রিলে ছুটির তালিকা

ক্যালেন্ডার সূত্রে জানা গিয়েছে, আগামী ৬ এপ্রিল রয়েছে রামনবমী। তার উপর এদিন রবিবার, যার ফলে মাসের প্রথম ছুটির দিন নষ্ট হল। এরপর ১০ এপ্রিল, বৃহস্পতিবার মহাবীর জয়ন্তী উপলক্ষে স্কুলে ছুটি রয়েছে। এরপর ড: বি আর আম্বেদকর এর জন্মজয়ন্তীর জন্য ছুটি থাকবে আগামী ১৪ এপ্রিল অর্থাৎ সোমবার। তার পরদিনই পড়েছে পয়লা বৈশাখ অর্থাৎ ১৫ এপ্রিল, সেদিন নববর্ষ উপলক্ষে ছুটি থাকবে স্কুল, কলেজ, অফিস। এরপর ১৮ এপ্রিল শুক্রবার পড়েছে গুড ফ্রাইডে, যার দরুন সেদিনও ছুটি থাকবে। উল্লেখ্য এই ছুটিগুলি ছাড়াও বেশ কিছু অতিরিক্ত ছুটি থাকতে পারে স্কুল ও রাজ্য বিশেষে।

বাছায় করা খবর নিজের মোবাইলে পেতে Join Now

গরমের ছুটি নিয়ে নির্দেশিকা

এই আবহে বাচ্চাদের স্কুলে গরমের ছুটি পড়া নিয়ে উঠে এসেছে নানা জল্পনা। কারণ মার্চ মাসের শেষের দিক থেকেই যে হারে গরম বাড়ছে তার ফলে মনে হচ্ছে খুব শীঘ্রই এবার গরমের ছুটি পড়বে। যদি তাপপ্রবাহ অব্যাহত থাকে তাহলে এপ্রিলেই ছুটি পড়ে যেতে পারে। অনেক সময় সকালের দিকেই স্কুল করা হয়। তবে শেষ আপডেট অনুযায়ী জানা গিয়েছে যে মাধ্যমিক স্তরে আগামী ১২ মে থেকে ২৩ মে পর্যন্ত ছুটি থাকবে। এবং গরমের ওপরে নির্ভর করে আগামী দিনের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ অর্থবছরের প্রথম দিনেই রেকর্ড বৃদ্ধি সোনার দামে, দেখুন আজকের রেট

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥
X
Join Group