কলকাতার বুকেই রয়েছে ঘন জঙ্গল, পাবেন ২০০ প্রজাতির পাখি, যাবেন মিনি অ্যামাজনে?

Published:

Chintamani Kar Bird Sanctuary mini amazon
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ অ্যামাজন জঙ্গল (Amazon Jungle)…নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে কয়েক হাজার কিমিজুড়ে বিস্তৃত থাকা বনানী, অ্যানাকোন্ডার মতো বিশালাকার সাপ ও আরও বিভিন্ন প্রজাতির পশু পাখি। অ্যামাজন জঙ্গল হল বিশ্বের সবথেকে বড় জঙ্গল। তবে এখানে যেতে হলে অনেক টাকা খরচ হয়ে যাবে আপনার। কিন্তু আর চিন্তা নেই, কারণ আপনাকে যদি বলি মিনি অ্যামাজন জঙ্গল আপনি কলকাতাতেই পেয়ে যাবেন তাহলে কেমন হয়? শুনে চমকে গেলেন তো? ভাবছেন কোথায় গেলে আপনি এই জায়গা পাবেন? চলুন তাহলে জেনে নেবেন ঝটপট।

যাবেন নাকি কলকাতার মিনি অ্যামাজন জঙ্গলে?

অনেকেই হয়তো জানেন না যে কলকাতার বুকেই রয়েছে অ্যামাজন জঙ্গলের মতো ঘন জঙ্গল যেখানে গেলে আপনার চোখ ধাঁধিয়ে যাবে। এখানে এলে আপনি বন্য শেয়াল, পাখি, গোসাপ এবং আরও অন্যান্য প্রজাতির পশু পাখি দেখার সুযোগ পাবেন। এমনকি রয়েছে ওয়াচ টাওয়ারও যেখান থেকে আপনি গোটা জঙ্গলের দারুণ কিছু দৃশ্য উপভোগ করতে পারবেন। নিশ্চয়ই ভাবছেন জায়গাটি কোথায়? তাহলে জানিয়ে রাখি, আজ কথা হচ্ছে চিন্তামনি কর বার্ড স্যাঙ্কচুয়ারি নিয়ে।

আরও পড়ুনঃ KKR এর নতুন হেড কোচ হচ্ছেন অনিল কুম্বলে? তুঙ্গে জল্পনা

৫২ বিঘা জমির ওপর তৈরি হয়েছে এই পাখিরালয়। সামনেই শীতকাল আসছে। আর এই সময়ে প্রকৃতি দেখার মজাই আলাদা। সেইসঙ্গে চড়ুইভাতি তো রয়েইছেই। সকাল সকাল নিজেদের গাড়ি করে বেরিয়ে পড়তে পারলে, বারুইপুর যাওয়ার পথেই এক বার ঢুঁ মেরে দেখতে পারেন চিন্তামণি কর পাখিরালয়ে। কলকাতা থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে অবস্থিত এই পাখিরালয়ে প্রায় দু’শো প্রজাতির পাখি রয়েছে। পাখি দেখতে বা পাখির ডাক শুনতে ভালবাসেন যাঁরা, তাঁদের কাছে এটি স্বর্গরাজ্য।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join