১১৫৭ কোটি বেতন দিচ্ছে ইলন মাস্ক! সত্য নাদেলা, সুন্দর পিচাইকে পিছনে ফেলল এই ভারতীয়

Published:

Vaibhav Taneja tesla elon musk
Follow

সহেলি মিত্র, কলকাতা: ভাগ্য হয়তো একেই বলে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, ইলন মাস্কের কোম্পানি টেসলা (Tesla)-র ভারতীয় বংশোদ্ভূত বৈভব তানেজা আজকাল শিরোনামে টিকে রয়েছেন। তিনি বিশ্বের সর্বোচ্চ বেতনপ্রাপ্ত সিএফও হয়েছেন। জানলে আকাশ থেকে পড়বেন, ২০২৪ সালে, তিনি বেতন হিসেবে ১৩৯.৫ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১১,৯৫,২০,০৬,৯১১ টাকা পেয়েছিলেন। অর্থাৎ তার বেতন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং গুগলের সিইও সুন্দর পিচাইয়ের চেয়েও বেশি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

কে এই বৈভব তানেজা?

৪৭ বছর বয়সী বৈভব তানেজা দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন। তিনি ১৯৯৯ সালে বাণিজ্যে স্নাতক ডিগ্রি অর্জন করেন। এরপর ২০০০ সালে তিনি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ডিগ্রি অর্জন করেন। বৈভব ২০০৬ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ) ডিগ্রি অর্জন করেন। তিনি প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) -এর সাথে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র উভয় দেশেই প্রায় ১৭ বছর কাজ করেছেন।

তানেজা ২০১৬ সালে সোলারসিটি নামে একটি সৌরশক্তি কোম্পানিতে যোগ দেন। পরে মাস্কের ইভি কোম্পানি টেসলা সোলারসিটি কিনে নেয়। এখান থেকেই টেসলার সঙ্গে বৈভব তানেজার যাত্রা শুরু হয়েছিল। ২০১৭ সালে সোলারসিটি টেসলার সাথে একীভূত হওয়ার পর বৈভব তানেজা টেসলার সহকারী কর্পোরেট কন্ট্রোলার হন।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট থেকে টেসলার CFO হওয়ার যাত্রা

তিনি কোম্পানিতে খুব দ্রুত অগ্রগতি অর্জন করেন। উঠতে থাকে কেরিয়ার গ্রাফও। এরপর ২০১৮ সালে, তিনি কর্পোরেট কন্ট্রোলার হন। ২০১৯ সালে, তিনি প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা নিযুক্ত হন। তিনি ২০২৩ সালের আগস্টে কোম্পানির সিএফও হন। তানেজা টেসলা ইন্ডিয়া মোটরস অ্যান্ড এনার্জি প্রাইভেট লিমিটেডের পরিচালকও বটে । বর্তমানে ভারতে টেসলার সম্প্রসারণের পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

আরও পড়ুনঃ IPL-এ সাফল্যের পর এবার গন্তব্য ইংল্যান্ড, কপাল খুলল বৈভব সূর্যবংশীর

এক রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালে বৈভব তানেজার মোট বেতন ছিল ১৩৯ মিলিয়ন ডলারের (প্রায় ১১৫৫ কোটি টাকা) বেশি। এটিকে এখন পর্যন্ত যেকোনো অর্থ প্রধানকে (সিএফও) দেওয়া সর্বোচ্চ বেতন বলে মনে করা হচ্ছে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join