শ্বেতা মিত্র, কলকাতাঃ হিন্দি হোক বা বাংলা, সিরিয়াল দেখতে পছন্দ করেন না এমন মানুষকে খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। বর্তমান সময় বাংলা সিরিয়াল ছাড়া মানুষের জীবন যেন এক প্রকার অচল। এদিকে বিনোদনপ্রেমী মানুষের কথা ভাবনা চিন্তা করে বাংলা চ্যানেলগুলি একের পর এক সিরিয়াল এনে সকলকে চমকে দিচ্ছে। বর্তমান সময়ে বাংলা টেলিভিশন জগতে একপ্রকার রাজ করছে জি বাংলা এবং স্টার জলসা। এছাড়াও রয়েছে কালার্স বাংলা থেকে শুরু করে সান বাংলা। তবে একদিকে যখন কিছু সংখ্যক মানুষ মেগা দেখতে ভালোবাসেন তো আবার কিছু সংখ্যক মানুষ এমন রয়েছেন যারা ব্যঙ্গ করতেও ছাড়েন না। আজকের এই আর্টিকেলে তেমনই একটি বিষয় নিয়ে আলোচনা করা হবে।
বিগত কয়েকদিন ধরেই সামাজিক মাধ্যমে বেশ কিছু সিরিয়াল আর সেগুলিকে নিয়ে ব্যাঙ্গাত্মক পোস্ট ভাইরাল হচ্ছে। যেগুলিকে অনেকেই আছেন যারা সমর্থন জানিয়েছেন। জি বাংলা ও স্টার জলসার মিলিয়ে কিছু সিরিয়ালের ছবি ও সঙ্গে সেগুলির আসল নাম কী হওয়া উচিৎ ছিল তা নিয়ে পোস্ট ভাইরাল করা হয়েছে। বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
ভাইরাল সিরিয়ালগুলির নাম
ফেসবুকে Serial Lovers নামের একটি পেজ থেকে বেশ কিছু সিরিয়ালের নাম ভাইরাল করা হয়েছে। যা দেখলে ও শুনলে আপনিও আপনার হাসি আটকে রাখতে পারবেন না। ক্যাপশনে লেখা রয়েছে, ‘সিরিয়ালগুলো যে নামে রাখা উচিৎ ছিলো সেই নামেই রাখলাম কে কে একমত আমার সাথে। শেষ অবধি দেখার অনুরোধ রইল।’
ইচ্ছে পুতুল– ভাতার নিয়ে টানাটানি
দুই শালিক – রাখি পূর্ণিমা
গুড্ডি – গুড্ডি অনুজের লীলাখেলা
তোমাদের রানী– রানী দুর্জয়ের রোমাঞ্চ
গৌরী এল – ভণ্ডামি
তুমি আশেপাশে থাকলে – ভূতের প্লাস্টিক সার্জারি
হরগৌরী পাইস হোটেল – তোমায় আমায় মিলে ২
অনুরাগের ছোঁয়া– ভুল বোঝাবুঝির ছোঁয়া
রাঙামতি তীরন্দাজ– কে আপন কে পর ২
রোশনাই – বকবকানি
চিনি – গাজা