সৌভিক মুখার্জী, কলকাতা: ভাই-বোনের সবথেকে নিবিড় সম্পর্কের প্রতিফলন ঘটে ভাইফোঁটা বা ভাতৃদ্বিতীয়ার মাধ্যমে। কারণ, এই বিশেষ দিনটিতে ভাইকে বোনরা ফোঁটা দেয় আর তাদের দীর্ঘায়ু কামনা করে। পাশাপাশি ভাইরাও বোনদেরকে আশীর্বাদ করে। তবে এই বিশেষ দিনটিতে এমন কিছু শুভেচ্ছা বার্তা (Bhai Phota 2025 Wishes) রয়েছে, যেগুলি আপনি আপনার ভাই বা বোনকে পাঠালে সে খুশিতে আত্মহারা হয়ে উঠবে। আজকের প্রতিবেদনে এমনই কিছু শুভেচ্ছা বার্তা তুলে ধরা হল।
ভাইফোঁটাতে এভাবে জানান শুভেচ্ছা
১) ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, যমের দুয়ারে পড়ল কাঁটা, যমুনা দেয় যমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই যেন দীর্ঘজীবী হয়, এই কামনাই করি। শুভ ভাইফোঁটা।
২) শৈশবের খুনসুটি থেকে বর্তমানের পথ চলা, সবকিছুই যেন এরকমই থাকে। ভাইফোঁটার এই দিন তোমার দীর্ঘায়ু ও সাফল্য কামনা করি।
৩) বছর ঘুরে আবারও আসলো ভাইফোঁটা। দূর থেকেও এই কামনা করি যে, সমস্ত বিপদ আপদ যেন তোমার থেকে দূরে থাকে। ভালোবাসার অবিরাম।
৪) ভাই বোনের সম্পর্ক যেন এভাবেই অটুট থাকে। বন্ধন হোক আরও দৃঢ়। আজকের এই খুশির দিনে শুধুমাত্র মিষ্টিমুখ নয়, বরং সম্পর্কের মাধুর্যতা অনুভব করো। শুভ ভাতৃদ্বিতীয়া।
৫) পৃথিবীর সমস্ত আলো আর আনন্দ যেন তোমার জীবনে ফিরে আসে। দুঃখ-কষ্ট দূর হয়ে যাক। ভাইয়ের জন্য রইল অফুরন্ত ভালবাসা। শুভ ভাইফোঁটা ২০২৫।
৬) যমুনার হাত থেকে ফোঁটা নিয়েছিল যমরাজ। আর আমি সেই প্রথা মেনেই তোমার কপালে দিলাম ফোঁটা। জীবন সুখে স্বাচ্ছন্দে ভরে উঠুক। এটাই প্রার্থনা রইল। শুভ ভাইফোঁটা।
৭) শুভ ভাইফোঁটার প্রীতি শুভেচ্ছা রইল। তোমার দীর্ঘ জীবন আর সুস্বাস্থ্যর জন্য প্রার্থনা করি। আজকের এই শুভ দিনে ভাইফোঁটার অনেক শুভেচ্ছা আর অভিনন্দন।
৮) তোমার জীবন সুখে স্বাচ্ছন্দে ভরে উঠুক। সাফল্য প্রতিটি মুহূর্ত ধরা দিক। পথ আলোর হয়ে উঠুক। শুভ ভাইফোঁটা।
৯) এই ভাইফোঁটার শুভ দিনটি আমাদের দু’জনের ভালোবাসা আর লড়াইয়ের সেই মধুর দিনগুলি যেন আবারও মনে করিয়ে দেয়। হয়তো সেই দিনগুলি আর কোনওদিন ফিরে পাবো না। তবে তুমি সবসময় আমার হৃদয়ে থাকবে। শুভ ভাইফোঁটা।
১০) সবসময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমার বোন হতে পেরে আমি অনেক গর্বিত। শুভ ভাইফোঁটা।
১১) হোলি যেরকম রংয়ের উৎসব, দীপাবলীর আলোর উৎসব। আর ঠিক তেমনই ভাইফোঁটা আমাদের ভাই বোনের বন্ধন শক্তিশালী করার উৎসব। শুভ ভাইফোঁটা।
১২) তোমার দীর্ঘ জীবন আর সুস্বাস্থ্যের জন্য সব সময় ভগবানের কাছে প্রার্থনা করি। সাফল্যের একেবারে শিখরে পৌঁছে যাও। শুভ ভাইফোঁটা।
১৩) আমাকে সর্বদা নিরাপদ রাখার জন্য আর আশীর্বাদ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভ ভাইফোঁটার শুভেচ্ছা ও ভালবাসা নিও।
১৪) ভাইফোঁটা এমন একটি দিন, যেখানে একজন বোন তার ভাইয়ের জন্য দীর্ঘায়ু কামনা করে। ভাইফোঁটা মানেই যেন ভাই বোনের মিষ্টি সম্পর্ক উদযাপন করার দিন। আরও এক বছর আমরা এই দিনটি আনন্দে কাটাবো। শুভ ভাইফোঁটা।
১৫) আজকের এই বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে একে অপরের ভালোবাসা আর বন্ধন যেন আরও মজবুত হয়ে ওঠে। ভাইফোঁটার আশীর্বাদ, ভালবাসা আর সুখ শান্তিতে গড়ে উঠুক জীবন।
১৬) আমার মিষ্টি বোনকে জানাই ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। শুভ ভাইফোঁটা।
১৭) ভাই বোনের সবথেকে পবিত্র উৎসব ভাইফোঁটা। আর এই বিশেষ দিনটিতে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা রইল। শুভ ভাইফোটা ২০২৫।
১৮) পৃথিবীর সবথেকে পবিত্র সম্পর্ক ভাই বোনের মধ্যেই। আর আজ তাদেরই দিন। সমস্ত ভাই-বোনদের জানাই শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
১৯) সারা পৃথিবীতে খুঁজলেও তোমার মতন একটা ভাই আমি খুঁজে পাব না। শুভ ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা।
২০) ভাইফোঁটার এই পূর্ণ তিথিতে শুধু এটাই কামনা করি, সকল ভাই ও বোনের জীবন যেন পরস্পরের প্রতি ভালোবাসায় ভরে ওঠে। শুভ ভাইফোঁটা।